আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা বাগান করতে খুব পছন্দ করেন। আর বাগান মানেই অনেক গাছের সমাহার। সেখানে থাকবে হরেক রঙের ফুল।
অনেকে ছাদের পাশাপাশি বারান্দায়ও বাগান করেন। আবার অনেকে ঘরের ভেতরেও রাখেন ইনডোর প্ল্যান্ট। বর্তমানে ইনডোর প্ল্যান্টের মধ্যে ক্যাকটাসের চাহিদা অনেক বেশি।
বারান্দা বা ঘরে সৌন্দর্যের ক্ষেত্রে ক্যাকটাসের জুড়ি মেলা ভার। টবভর্তি ক্যাকটাস দেখতে অনেক সুন্দর দেখায়।
ক্যাকটাসে যতই কাঁটা থাকুক না কেন? অনেকে সেই ক্যাকটাসের রূপে মুগ্ধ থাকেন। আবার দীর্ঘ প্রতিক্ষার পর যখন ক্যাকটাসে ফুল ফুটে, তখন বারান্দা বা ঘরের চেহারাই যায় বদলে।
শুধু টবে ক্যাকটাস লাগালেই হবে না। সেই ক্যাকটাসের যত্নআত্তিরও প্রয়োজন। আসুন জেনে নিন, কীভাবে ক্যাকটাসের যত্ন নেবেন।
১. ক্যাকটাসে কাঁটাভর্তি থাকে তাই যত্নে অনেক বেশি সতর্ক থাকতে হয়। ক্যাকটাস যে টবে লাগাবেন, সেই টবে মাটি না থাকলে ভালো। ক্যাকটাসের জন্য বালি, কম্পোস্ট, কোকোপিট, নুড়ি দিয়ে তৈরি মিডিয়া প্রয়োজন।
২. অনেক সময় ছাদ বা বারান্দার গাছের জন্য বড় টবের প্রয়োজন হয়। কিন্তু ক্যাকটাসের জন্য খুব বড় টবের নেই। ছোট টব বা পটে অনায়াসে ক্যাকটাস লাগান যায়।
৩. ক্যাকটাস বারান্দার এমন জায়গায় রাখুন, যেখানে অল্প রোদ থাকে। আর ঘরের যে কোনায় সূর্যের আলো আসে, সেখানেই ক্যাকটাস রাখুন।
৪. ক্যাকটাসে প্রতিদিন পানি দিতে হয় না। তবে খেয়াল রাখতে হবে, সেই টবে পানি যেন জমে না থাকে। টবের মাটির পানি পুরোপুরি শুকিয়ে না গেলে পানি দেবেন না। পানি জমে থাকলে সেই ক্যাকটাস দ্রুত মরে যাবে।
৫. যদি দেখেন আলোয় বেশির কারণে আপনার ক্যাকটাস হলুদ বা বাদামি হয়ে যাচ্ছে, তবে দেরি না করে সেটিকে ছায়ায় রাখুন।
৬. গাছের ক্ষেত্রে বছর অন্তর টব পালটানো প্রয়োজন হতে পারে। তবে ক্যাকটাসের টব বা পট বেশি পরিবর্তন করার দরবকার পড়ে না।
৭. ক্যাকটাসের পরিচর্যার সময় হাতে গ্লাভস পরুন। এতে আপনি কাঁটার আঘাত থেকে দূরে থাকতে পারবেন।