অনেক সময়, ঘর সাজাতে গিয়ে এত কিছু রাখি যে, সেটাই উল্টো হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সেটা হোক রঙ, শো-পিস বা আসবাব। এসব বাড়তি জিনিস ঘরটাকে আরও বেশি অগোছালো করে তোলে। কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই আপনি চাইলেই লিভিং রুমটাকে খুব সহজেই সাজিয়ে তুলতে পারেন। সেই সাথে হতে পারে দারুণ স্টাইলিশও। খুব সাধারণই এখন ট্রেন্ড হয়ে উঠেছে।
স্থপতি নম্রতা সোমানিও তেমনটাই জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে। তিনি বলছেন, ‘লিভিং রুম হলো গল্পের শুরু। এখানে যেন আরাম থাকে, চোখে শান্তি লাগে। এখনকার ট্রেন্ডে বেশি রঙ না দিয়ে টেক্সচার। আলো আর হালকা সাজেই ঘরটাকে সুন্দর দেখানো যায়। তাই লিভিং রুম যতটা সাধারণ রাখতে পারেন ততোই সুন্দর হয়ে উঠবে।’
চলুন জেনে নেই এমন ৫টি সহজ উপায়, যেগুলো সহজেই আপনার বসার ঘরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
রঙ না, মন দিন টেক্সচারে
একসময় সবুজ, কমলা, পার্পল রঙে সাজানো ঘর খুব ট্রেন্ডে ছিল। কিন্তু এখন সেই ট্রেন্ড বদলেছে। হালকা রঙের দেয়াল বেশ ট্রেন্ডি। তবে রঙের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে টেক্সচার। ঘরে ভিন্ন ভিন্ন ধরণের কাপড় বা টেক্সচারের ব্যবহারেই ঘরকে সুন্দর দেখানো যায়। এসব কাপড় হতে পারে সোফার কাভার, কুশন, ফ্লোর কুশন বা পর্দা।
যেমন, সাদা দেয়ালের সঙ্গে নীল রঙ বেশ ভালো লাগবে। তাই সোফাতে রাখতে পারেন নীল রঙের তুলতুলে কুশন। কাঠের ছোট চা-টেবিল বা সোফা কভারেও আনতি পারেন পরিবর্তন। হালকা রঙের বিন্যাসেই যেন ঘরে এক ধরনের আরাম চলে আসে।
আধুনিক ডিজাইনের আসবাব
খুব সাধারণ ডিজাইনের ফার্নিচার এখন বেশ ট্রেন্ডি। আসবাব যত সাধারণ হবে ততোই সুন্দর। তবে সেটি যেন আধুনিক ডিজাইনের হয়, সেদিক খেয়াল রাখবেন। আপনি চাইলে গোল বা আধবৃত্তাকার আসবাব ব্যবহার করতে পারেন।
যেমন, লিভিং রুমে একটা ছোট গোল টেবিল রাখতে পারেন। যেটা কফি আড্ডার জন্য একদম ঠিকঠাক হবে। নিচু এসব টেবিলের সাথে রাখতে পারেন টুল। আবার আরও নিচু হলে তারও প্রয়োজন হবে না। একটা ফ্লোর ম্যাটের ওপরে বসিয়ে দিলেই হবে। তাহলে ঘরটা দেখতে অনেক বেশি স্নিগ্ধ লাগবে। চোখে আরাম লাগে। এমন সাজই এখন ফ্যাশনে ইন।
প্রয়োজনীয় জিনিসটিই রাখুন
শুধু সাজানোর জন্যে অনেক কিছু রাখলে সেটা দেখতেও ভালো লাগে না। আর পরিষ্কার করতেও কষ্ট হয়। এখনকার ট্রেন্ড হলো কম জিনিস দিয়ে ঘর সাজানো। তাই এমন জিনিস রাখুন, যা কাজে লাগে। তাহলে ঘরও হালকা লাগবে।
যেমন, বইয়ের তাকটা এমন হতে পারে, যেটা একসাথে টেবিল হিসেবেও ব্যবহার করা যায়। অথবা এক কোণে রাখা একটা স্টুলের ভিতরে ছোটখাটো জিনিস রাখার জায়গাও থাকতে পারে।
নিজের পছন্দ অনুযায়ী থিম বেছে নিন
আপনি যদি প্রকৃতিপ্রেমী হন। তাহলে কাঠের আসবাব আর পাতলা সুতির পর্দা ব্যবহার করতে পারেন। আবার যদি আধুনিকতা পছন্দ করেন। তাহলে ধূসর বা হালকা বেইজ রঙে সাজিয়ে নিতে পারেন ঘর।
যেমন, কেউ কেউ লিভিং রুমে পুরনো দিনের কাঠের চেয়ার রাখতে পছন্দ করেন। কেউ আবার শুধু সোফা আর একটুখানি গাছেই ঘর সাজিয়ে ফেলেন। আসল কথা হচ্ছে, ঘর যেন আপনাকে বোঝে।
আলো-ছায়ার খেলা কাজে লাগান
একটা ঘর সুন্দর দেখানোর সবচেয়ে সহজ উপায় হলো আলো। জানালার পর্দা হালকা রাখলে রোদ ভেতরে ঢোকে। আবার রাতে একাধিক ছোট লাইট রাখলে ঘরটা উষ্ণ আর আরামদায়ক লাগে।
যেমন, দিনের বেলায় জানালা খুলে রাখুন, আর রাতে একটা কর্নার ল্যাম্প জ্বালান। চাইলে কিছু ক্যান্ডেল বা ফেয়ারি লাইটও ব্যবহার করতে পারেন। এতে ঘর হয়ে উঠবে যেন একেবারে ছবির মতো।
লিভিং রুম সাজাতে লাখ টাকা খরচ করতে হবে এমন কোনও কথা নেই। বরং ছোট ছোট পরিবর্তন, যেমন হালকা রঙ, দরকারি আসবাব আর পরিমিত সাজসজ্জা। এই সবকিছু মিলিয়েই তৈরি হয় এমন একটা লিভিং রুম, যেটা দেখলে মন ভালো হয়ে যায়।