সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

আজকের দিনটি প্রিয়জনকে জড়িয়ে ধরার। তার সাথে সময় কাটানোর দিন। এই জড়িয়ে ধরার মাধ্যমে প্রকাশ পাবে তার প্রতি আপনার প্রেম, যত্ন ও মমত্ববোধ। প্রিয়জনের কাছে অনুভূতি প্রকাশের জন্য এমন দিন সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ একটি আদরপূর্ণ আলিঙ্গন অনেক কিছু বলতে পারে, যা কোনো শব্দ দিয়ে প্রকাশ সম্ভব নয়।

বিশ্বজুড়ে দেশ ও সংস্কৃতি ভেদে বিভিন্ন দিন এভাবে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। আমেরিকাসহ কিছু দেশে  ১২ ফেব্রুয়ারি এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। দিনটির প্রধান উদ্দেশ্য জীবনযাত্রার ব্যস্ততার মাঝেও, প্রিয়জনের সাথে যেন সময় কাটানো যায়। স্নেহময়ী আলিঙ্গনের মধ্যে দিনে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার চেয়ে শান্তির, আর কী হতে পারে? এতে দুজনের মধ্যে যেমন ভালোবাসা বাড়বে, সেই সাথে গাঢ় হবে সম্পর্ক।

এই সম্পর্ককে আরও দৃঢ় করতে যে কাজগুলো করতে পারেন। জেনে নিন।

প্রিয়জনকে জড়িয়ে ধরুন: সবচেয়ে সহজ কাজটি হলো, আপনার প্রিয়জনকে জড়িয়ে ধরা। এই কাজটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একে অপরের কাছাকাছি নিয়ে আসে। একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন প্রকাশের সবচেয়ে সহজ উপায় হলো আলিঙ্গন।

এই কাজটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একে অপরের কাছাকাছি নিয়ে আসে।ছবি: ফ্রিপিক

স্মৃতিময় সময় কাটান: দিনটিতে প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন। একসাথে সিনেমা দেখা, পছন্দের খাবার তৈরি করা বা পুরনো স্মৃতির কথা বলতে পারেন। এসব একে অপরের কাছে ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশের ভালো উপায় হতে পারে।

প্রিয়জনকে নোট বা চিঠি লিখুন: আপনার অনুভূতি প্রকাশ করতে প্রিয়জনকে ছোট নোট বা চিঠি লিখতেই পারেন। এটি হতে পারে একটি স্নেহপূর্ণ বার্তা, যা জানাবে আপনি তাকে কতটা মূল্যবান মনে করেন। ছোট ছোট এসব কাজ, সম্পর্কের ভিত্তি মজবুদ করে।

প্রশংসা করুন: প্রিয়জনের প্রশংসা আজ আপনি করতেই পারেন। তার সমস্ত ছোট বড় কাজের জন্য ধন্যবাদ জানান, যা সে আপনার জন্য করেছে। বলুন তার অবদান কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলেছে।

বিশেষ পরিকল্পনা করুন: প্রিয়জনকে চমকে দিতে পরিকল্পনা করতে পারেন। সেটি খুব ছোট কোনো সারপ্রাইজও হতে পারে। তাকে পছন্দের কোনো রেস্তোরাঁয় ডিনারে যেতে পারে। অথবা কাছে কোথাও ঘুরতে যেতে পারেন। বা দিতে পারেন প্রিয় কোনও ছোট উপহার হতে পারে।

উপহার দিতে পারেন: যদি প্রিয়জনের পছন্দের কিছু আপনার জানা থাকে, তবে সেটি দিতে পারে। যেমন বই, গয়না বা অন্য কোনো উপহার। এমনকি, সেটি হতে পারে ফুল বা চকলেটও।

ট্র্যাডিশনাল বোটোক্স গভীর থেকে বলিরেখা দূর করতে পারে। আর মাইক্রোডোজিং বোটোক্স আপনার সৌন্দর্য বাড়াতে বেশ কার্যকর। আপনি কোনটি বেছে নেবেন, তা নির্ভর করে আপনার সৌন্দর্য, দীর্ঘস্থায়ী প্রভাব এবং...
আপনার ঘর ছোট ও অগোছালো মনে হচ্ছে? একটু বুদ্ধি খাটালেই অপ্রয়োজনীয় জিনিস এদিক-ওদিক না রেখে গুছিয়ে রাখা সম্ভব। এখানে ৬টি সহজ উপায় দেওয়া হলো। যা আপনার বাসার ছোট জায়গাগুলোকে কাজে লাগাতে সাহায্য করবে।
রান্নার জন্য ব্যবহৃত বাসন-কোসনের গুণগত মান ভালো হওয়া দরকার। সম্প্রতি কালো প্লাস্টিকের রান্নার উপকরণ নিয়ে নানা গবেষণা ছড়িয়েছে। যেখানে এসব পাত্রের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বলা হয়েছে। আপনার সুস্থতার...
অনেকে মনে করে বিড়ালরা স্বাধীন প্রকৃতির। কিন্তু কিছু কিছু জাত আছে, যারা সবসময় মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। তারা আপনার পাশে পাশে ঘুরবে, কোলে বসবে, এমনকি মিউ মিউ করে কথা বলবে। যদি আপনি এমন একটি আদুরে...
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.