সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

২৫ মার্চ কালরাতের গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম

শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি ২৫ মার্চ কালরাতের গণহত্যায় শহীদদের। এমনকি কোনো খোঁজ-খবর না রাখারও অভিযোগ শহীদ পরিবারগুলোর। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত শহীদদের তালিকাটা পর্যন্ত করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগসহ সারা দেশে চালায় অপারেশন সার্চলাইটের নামে এক নৃশংস হত্যাযজ্ঞ। 

তৎকালীন ইকবাল হল আর বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নৈশপ্রহরী শামসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছিলে পাক হানাদার বাহিনী। 

কথা হচ্ছিল শহীদ শামসুদ্দিনের ছেলে মো. শাহজাহানের সঙ্গে। তিনি জানান, গত সাড়ে ১৫ বছর সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি। এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত দেওয়া হয়নি শহীদদের। সরকারের নানা দপ্তরে ঘুরেও মেলেনি কোনো সহায়তা। 

মো. শাহজাহান বলেন, ‘কথাই বলত ওনারা যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আসলে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। ওনারা শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে ধোঁকাবাজি করেছে। আমার মায়ের বয়স ১০৩ বছর, আমার মাকে আমি ঠিকমতো চালাতে পারি না।’ 

শহীদ পরিবারগুলো বলছে, এখন পর্যন্ত কালরাতে শহীদ হওয়া ১৯৬ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর তথ্য পাওয়া গেছে। যদিও প্রকৃত হিসাব বের করা হয়নি। কারণ সেই রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় আসা বহিরাগত অনেকেই শহীদ হয়েছেন, যাদের তথ্য আসেনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ কল্যাণ সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছেন তারা যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি পান। তাদের স্বীকৃতি না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবারগুলো এখনও অবহেলিত ও বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন।’ 

ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত ইতিহাস সংরক্ষণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ক্ষমতাচ্যুত সরকার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘জাতীয় বীর হিসেবে তাদের চিহ্নিত করতে পারিবারিক দাবি এবং আমাদের মতো যারা আছেন তাদের দাবির পরেও কিন্তু এটা করা হয়নি। গত দেড় দশকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারেই ব্যক্তি কেন্দ্রিক ইতিহাসে রূপান্তরিত করতে গিয়ে এর চরিত্রটাই পাল্টে দিয়েছেন।’ 

২৫ মার্চ কালরাতে গণহত্যায় শহীদদের প্রকৃত তথ্য বের করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান ইতিহাসবিদদের।

একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
আজাহারুল ইসলাম শেখ বলেন, চারুকলা অনুষদ শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা সাজানো হয়েছে। এবারের নববর্ষ ফ্যাসিবাদ-নিপীড়নের বিরুদ্ধে বার্তা দিবে। প্রতিটি মানুষকে...
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু তারা এই শোভাযাত্রার আয়োজন করে।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে...
গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় ঘুমের ওষুধ খাইয়ে একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ...
দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিকটির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে পত্রিকার সম্পাদক,...
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে প্রথম লেগে ২-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসিদের নিয়েও সে ম্যাচ হেরে বসার পর গতকাল লিগে এফসি ডালাসের বিপক্ষে খেলতে নেমেছিল ডেভিড বেকহামের দল।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.