সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মালিকানার মামলার পর মাশরাফি গেলেন সিলেট স্ট্রাইকার্সেই  

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম

জোর করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা কেড়ে নেওয়ার মামলা হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। রাজধানীর পল্লবী থানায় করা মামলার মীমাংসা এখনো হয়নি। এরই মধ্যে আজ বিপিএলের ড্রাফট থেকে মাশরাফিকে দলে টেনেছে সিলেট।

গত আইপিএলেও এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মাশরাফি। প্রথমবার তাঁর অধীনেই রানার্সআপ হয়েছিল সিলেট। গত মৌসুমেও তাঁর অধীনে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। কিন্তু তিনি বোলিং করছিলেন না নিয়মিত। মাঠে ফিটনেস সমস্যাও টের পাওয়া যাচ্ছিল। এ নিয়ে আলোচনা শুরু হলে ফ্র্যাঞ্চাইজি দাবি করে, মাশরাফি মাঠে দাঁড়িয়ে থাকলেও চলবে তাদের।

পরে কয়েকটি ম্যাচ খেলেই জাতীয় সংসদের ব্যস্ততার কথা বলে টুর্নামেন্ট থেকে সরে যান মাশরাফি। এবার বিপিএলের আগে খেলোয়াড় ধরে রাখার সময় সিলেট তাঁকে ধরে না রাখায় (রিটেনশন) এবার আর মাশরাফিকে বিপিএলে দেখা যাবে কিনা, এ নিয়েও আলোচনা হচ্ছিল। কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ডাকেই মাশরাফিকে ডেকেছে সিলেট। 

আজ সুযোগ পেয়েও ‘এ’ ক্যাটাগরি থেকে কাউকে নেয়নি সিলেট। প্রথমে ‘সি’ ক্যাটাগরি থেকে রনি তালুকদারকে নিয়েছে তারা। তারপর মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ৪০ লাখ টাকা।

অথচ, কিছুদিন আগেই মাশরাফির বিরুদ্ধে মামলা করেছিলেন ফ্র্যাঞ্চাইজির সাবেক মামলা সারোয়ার চৌধুরী। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। এই মামলায় অন্য আসামিরা হলেন-হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসানসহ আরও ১০-১৫ জন।

মামলার এজাহারে বাদী দাবি করেন, জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে ছিলেন।

এর জবাবে ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে অবস্থান জানিয়েছিল তাদের, ‘সিলেট স্ট্রাইকার্সের এক শতাংশের মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনো ছিল না। এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে, সেখানেও মাশরাফির নাম নেই।’

বরং সারোয়ার চৌধুরীর বিরুদ্ধে বড় অভিযোগ করেছে বর্তমান মালিকপক্ষ, ‘অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরো বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ই-মেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ নিয়ে নাটকীয়তার সর্বশেষ সংযোজন বিসিবি পরিচালকদের চিঠি। ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে বিসিবির ৮ জন পরিচালক চিঠি...
বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামা দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দেবে বলে ধারণা করছেন অনেকে। এই মিডফিল্ডারের আগামনে আশার আলো দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।...
বিপিএলে চিটাগংয়ের মেন্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা আফ্রিদি চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের ৮০ ভাগও না পেয়ে অনেকটা বাধ্য হয়ে চিঠি লিখেছেন বিসিবি সভাপতিকে। এক লাখ ডলারের চুক্তি...
মিরপুরে আজ বাংলাদেশের সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি ও বিপিএলকে আরও ভালো করার ব্যাপারে অধিনায়কদের মতামত শোনেন বোর্ড সভাপতি ও বিসিবির...
গুগলের সার্চ পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি’ জানিয়েছে, তাঁরা গুগলকে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল, সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস...
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে কোনো প্রভাব পরেনি। তাই আগমী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.