সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বলছেন টিম পেইন

আগের কোচ বদলাতে চেয়েছিলেন, নতুন কোচ হেডকে খেলতে দিচ্ছেন নিজের ঢংয়ে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

১৪১ বলে ১৭ চার ৪ ছক্কায় ১৪০ রান – অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের পাশাপাশি ট্রাভিস হেডের কাছেই হেরে গেছে ভারত। শুধু রান করার জন্যই নয়, রান করার ধরনেও ভারতের বোলারদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যান।  

শুধু এই টেস্টই তো নয়, এর আগে ভারতের বিপক্ষে বড় ম্যাচগুলোকেই জ্বলে ওঠার উপলক্ষ বানিয়ে নিয়েছেন হেড। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কিংবা তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেডের দাপট দেখেছে ভারত। তা দুই দলের টেস্ট এখন যতটা আলোড়ন তোলে, এসব ম্যাচে হার কিংবা জয় যেভাবে বিশ্লেষণের তোড়ে ভাসায়, অ্যাডিলেইড টেস্টের পর হেডকে নিয়ে তাই নানামূখী আলোচনা তো হওয়ারই কথা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন এমন এক বিশ্লেষণ নিয়ে এসেছেন, যেখানে তিনি বলেছেন অস্ট্রেলিয়ার কোচের বদলের সঙ্গে হেডের ব্যাটিংয়ে বদলের সম্পর্ক নিয়ে। পেইনের চোখে, আগের কোচ জাস্টিন ল্যাঙ্গার চেয়েছিলেন হেডের ব্যাটিংয়ের ধরন বদলাতে। কিন্তু বর্তমান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক প্যাট কামিন্স নিজের মতো করে খেলার স্বাধীনতা দিয়েছেন হেডকে, সে কারণেই হেড এমন দাপুটে হয়ে দেখা দিতে পারছেন বলে মনে হচ্ছে পেইনের।

অস্ট্রেলিয়ার ক্রীড়াবিষয়ক পডকাস্ট ‘এসইএন ব্রেকফাস্টে’ পেইন বলেছেন, ‘মনে হয় না ওদের দুজনের কেউই (হেড ও ল্যাঙ্গার) আমি এটা বললে মনে খারাপ করবে, তবে আমার মনে হয় ও (হেড) এবং জেএল-এর (জাস্টিন ল্যাঙ্গার) মধ্যে মতের অনেক অমিল ছিল।’

সেটা কীরকম? ব্যাখ্যায় পেইন বলেছেন, ‘ধারাভাষ্যে টেস্টের সব কিংবদন্তিরা তো ছিলেনই, একজন টেস্ট গ্রেট (ল্যাঙ্গার) আপনাকে কোচিং করাচ্ছেন, ব্যাটিং কোচ হিসেবে তখন ওকে (হেড) পরামর্শ দিচ্ছিলেন ১০১টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করা গ্রায়েম হিক। তাঁরা সবাই খুব করে চেষ্টা করছিলেন ওর ডিফেন্স নিয়ে কাজ করতে। ও এভাবে খেলতে চাইত না, কিন্তু তখন ও মাত্রই টেস্ট দলে ঢুকেছে, সবাইকে মুগ্ধ করে টেস্ট দলে টিকে থাকার চেষ্টা করছিল। তখন তাই ও সবার মন জেতার চেষ্টা করছিল।’

কিন্তু নতুন কোচ ম্যাকডোনাল্ড আর অধিনায়ক কামিন্স আসার পর হেডকে স্বাধীনতা দেওয়া হয়েছে জানিয়ে পেইন বললেন, ‘আমার মনে ওর খেলায় বড় পার্থক্য তৈরি করে দিয়েছে সেটিই, কারণ ও এখন যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলার চেষ্টা করে।’

আগ্রাসী এই খেলার ধরনের ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েও পেইন বললেন, ‘মাঝে মাঝে ও ব্যর্থ হবে, কিছু খারাপ সময় যাবে। তবে ও এমন আগ্রাসী ভঙ্গিতে খেলেই যাবে। নিজের শটগুলো খেলবে, চেষ্টা করবে ম্যাচ জেতানো খেলোয়াড় হওয়ার। সে কারণেই ওকে সব সংস্করণেই আলো ছড়াতে দেখছি আমরা।’

পেইনের বিশ্লেষণের সূত্র ধরে পরিসংখ্যান ঘেঁটে ল্যাঙ্গারের সময়ে এবং ল্যাঙ্গারের বিদায়ের পরে হেডের ব্যাটিংয়ে পার্থক্যটা সহজে চোখে পড়ে। ২০১৮ সালের মে মাসে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিয়েছিলেন ল্যাঙ্গার, দায়িত্ব ছেড়ে দেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ল্যাঙ্গারেরই সহযোগী হিসেবে কাজ করা ম্যাকডোনাল্ড এরপর অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন। হেডের ওয়ানডে আর টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালে হলেও টেস্ট অভিষেক হয়েছে ২০১৮ সালেই।

তা ল্যাঙ্গারের কোচিংয়ের সময়ে টেস্টে হেডের স্ট্রাইক রেট ছিল ৫৫.১৬, ম্যাকডোনাল্ডের অধীনে সেটি দাঁড়িয়েছে ৭৮.৬০-তে। যদিও ব্যাটিং গড় কাছাকাছিই – ল্যাঙ্গারের সময়ে ২৩ টেস্টে ছিল ৪৩.১৪, ম্যাকডোনাল্ডের সময়ে ২৮ টেস্টে গড়টা দাঁড়িয়েছে ৪৩.২৫।

ওয়ানডেতে ল্যাঙ্গারের সময়ে ৪২ ম্যাচে হেডের ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট যথাক্রমে ছিল ৩৪.৪০ ও ৯০.০২, ম্যাকডোনাল্ডের সময়ে সেটি ২৭ ম্যাচে দাঁড়িয়েছে যথাক্রমে ৫৯.৬৫ ও ১২১.৬৩।

টি-টোয়েন্টিতেও চিত্রটা একই – ল্যাঙ্গার-যুগে ১৬ টি-টোয়েন্টিতে গড় ছিল ২৬.৫৮, স্ট্রাইকরেট ১৩০.২০। ম্যাকডোনাল্ড-যুগে ২২ টি-টোয়েন্টিতে হেডের গড় ৩৬.৮৫, স্ট্রাইক রেট ১৭৭.৫২।   

বুমরার নামের পাশে উইকেট সংখ্যা আরও বেশি থাকতে পারত। কিন্তু বুমরার বলে তিনটি ক্যাচ নিতে পারেনি সতীর্থরা। এর মধ্যে জয়সোয়াল একাই মিস করেছেন দুটি। এ নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন সুনীল গাভাস্কার।...
আজ হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে জয়সোয়াল যা করলেন, তাতে রেকর্ডবুকই নাড়িয়ে দেখতে বাধ্য করেছেন সবাইকে। আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে ইংলিশদের বিপক্ষে ১৪৪ বলেই সেঞ্চুরির...
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ 
ওয়ানডে বিশ্বকাপের পর এবার এক বছর পর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, এবং এখানেও ঘুরেফিরে ভারত আর পাকিস্তান একই দিকে পড়েছে।...
বুমরা নিজেই চাননি দায়িত্ব
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে জাসপ্রিত বুমরা দায়িত্ব পেয়েছিলেন। এবং তাঁর নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। রোহিত...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর এ সংস্করণে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.