চ্যাম্পিয়নস ট্রফির শুরু হতে মোটে দুই সপ্তাহ বাকি। কোথায় এখন সে টুর্নামেন্টের প্রস্তুতিতে মনোযোগ দেবে, কিন্তু অস্ট্রেলিয়াকে কি না ভাবতে হচ্ছে অধিনায়ক নিয়ে। দুই টেস্ট ও দুই ওয়ানডে খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে গিয়েছে অজিরা। চোটের কারণে টেস্ট সিরিজের দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ধারণা করা হচ্ছিল, লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন ঘটবে অস্ট্রেলিয়ান পেসারের।
যারা টেস্ট দলে নেই, কিন্তু লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন, তারা গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কায় এসেছেন। কিন্তু তাদের মধ্যে ছিলেন না কামিন্স। এতেই সন্দেহটা জোরাল হয়েছিল, তবে কি চোট কাটিয়ে সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়ান পেসার?
শঙ্কাটাই সত্যি হয়েছে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সের খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, যদি কামিন্স না খেলেন, তবে কার অধীনে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া? এ প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন কোচ। সেক্ষেত্রে স্টিভেন স্মিথ অথবা ট্রাভিস হেডের মধ্যে কাউকে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএন-এর সঙ্গে আলাপকালে কামিন্সকে না পাওয়া প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনো শুরু করেনি। তাই ওর খেলার সম্ভাবনা খুবই কম। তার মানে আমাদের একজন অধিনায়ক লাগবে।’
কামিন্স না থাকলে বৈশ্বিক এ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হাল ধরবেন কে, সেটা জানিয়ে অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি। অধিনায়কত্বের জন্য তাদের কথাই বিবেচনা করছি।’
কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ওই টেস্ট ইনিংস ও ২৪২ রানের বিশাল জয় পেয়েছে সফরকারীরা। সে প্রসঙ্গটি টেনে এনে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘(প্রথম) টেস্টে স্মিথ দারুণ করেছে। ওয়ানডে ক্রিকেটেও তাঁর নেতৃত্ব ছিল প্রশংসিত। তাই ওই দুজনের মধ্যেই কাউকে অধিনায়ক বানানোর কথা ভাবা হচ্ছে।’
শুধু কামিন্স না, আরেক পেসার হ্যাজলউডও পুনর্বাসনে আছেন। চ্যাম্পিয়নস ট্রফির আগে তাঁর ফেরা নিয়েও শঙ্কা আছে। সে প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা হতাশার। হ্যাজলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী দুই দিনের মধ্যে মেডিকেল ইনফরমেশন পাওয়া যাবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারব, সিদ্ধান্ত সম্পর্কে জানাতে পারব।’
এর আগে পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তাঁর পরিবর্তে বাউ ওয়েবস্টারের দলে ঢোকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে কয়েকটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। এছাড়া জেইক ফ্রেজার ম্যাগার্কও আছেন আলোচনায়।