মে দিবসে রীতিমতো উত্তাল হয়ে উঠল কলকাতার টালিগঞ্জ। একদিকে ফেডারেশনের মেগা বৈঠক, অন্যদিকে একইসঙ্গে আর্টিস্ট ফোরামের মিটিং— দু'টি গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে দিনভর তীব্র গুঞ্জন চলচ্চিত্র পাড়ায়। জল্পনা ছিল, পরিচালকদের একটি অংশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ফেডারেশন। ভেতরের সূত্র বলছে, সেই জল্পনাই এবার বাস্তবে রূপ নিতে চলেছে।
যদিও ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে মিটিং পরবর্তী আলোচনায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। একাংশ কলাকুশলীর অভিযোগ, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় ও সুদেষ্ণা রায়ের সঙ্গে কাজ করতে তাঁরা রাজি নন। সূত্রের খবর, বৈঠকে টেকনিশিয়ানদের বড় অংশ এই পরিচালকদের বিরুদ্ধে একত্রে অসন্তোষ প্রকাশ করেছেন।
অভিনেতা-পরিচালক অনির্বাণ এবং পরমব্রত— দু’জনেই একইসঙ্গে অভিনয় ও পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ফলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। মিটিংয়ে কিছু কলাকুশলী অভিযোগ করেছেন, ‘আগাম কোনও বার্তা না দিয়েই, যাঁকে খুশি, কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে।’
সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় একটি নতুন প্রজেক্টের শুটিং শুরু করতে গিয়ে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, সেটে কেউ তাঁর সঙ্গে কাজ করতেই রাজি হননি।
এই প্রেক্ষাপটে অনির্বাণ, পরমব্রত ও সুদেষ্ণা— বুধবার এক ভিডিও বার্তায় কলাকুশলীদের উদ্দেশে আবেদন জানান। তাঁদের আহ্বান ছিল, যেন বৃহস্পতিবারের মিটিংয়ে কোনওরকম পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত না নেওয়া হয়। তবে, বৃহস্পতিবারের ফেডারেশন বৈঠকে একাংশ টেকনিশিয়ান বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ না করার স্পষ্ট সিদ্ধান্তের বার্তা দিয়েছেন বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম।