প্রায় এক যুগ পর আবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
ধূমকেতুর যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। তখনই দেব-শুভশ্রীর প্রেমের সমাপ্তি ঘটে, কিন্তু পেশাদারিত্ব বজায় রেখে তাঁরা একসঙ্গে শুটিং শেষ করেন। সিনেমাটি নানা জটিলতায় আটকে ছিল এতদিন।
সম্প্রতি নির্মাতারা প্রকাশ করেছেন একটি প্রচার ভিডিও, যেখানে দেব ও শুভশ্রী একই ছন্দে আলাদাভাবে বক্তব্য দিয়েছেন—‘১২ বছর পর আমরা আবার একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। দেখা হচ্ছে ১৪ আগস্ট।’
সোমবার অর্থাৎ আজ ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ছবিটির টিজার। এতে দেখা যাচ্ছে, পাহাড়ে ঢাকা বরফ। পড়ে আছে সেনার পোশাক। ওই ঠাণ্ডাতেই শুধু স্যান্ডো গেঞ্জি গায়ে বক্সিং করছেন দেব। সঙ্গে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘গত ৯ বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করে, মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি শালা মৃত্যুকে আর ভয়ই পাই না।’