সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

প্রেগন্যান্সিতেও ত্বকের সৌন্দর্য ধরে রেখেছেন কিয়ারি আভানি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম

বলিউড তারকা কিয়ারি আভানি এখন প্রেগন্যান্ট মাদার। তিনি সবসময়ই এমন স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন যা সহজ কিন্তু কার্যকর। তার রুটিনে রয়েছে ক্লিনজিং, হাইড্রেশন, সান প্রটেকশন এবং মিনিমাল মেকআপ। তিনি হোম রেমেডি, নাইট টাইম নারিশমেন্ট এবং ইনার ওয়েলনেসের মাধ্যমে তার ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখেন।

কিয়ারির দিনের শুরু হয় ক্লিনজিং দিয়ে, যা ত্বকের প্রাকৃতিক তেল ছাড়া ত্বক থেকে ময়লা দূর করে। তিনি বলেন, ‘সবাই ভালো ত্বক চান। তার জন্য সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সেই সাথে স্কিনকেয়ার রুটিন অনুসরণ করাও খুব জরুরি।’

নিজের ত্বকের ব্যপারে বেশ সচেতন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রেগন্যান্সি সময়টাতে ত্বক হয়ে ওঠে অধিক সংবেদনশীল। এই বিষয়টি বেশ ভালোই জানেন অভিনেত্রী। তাই তো তিনি এই সময়টা রাসায়নিক মুক্ত পণ্য ব্যবহার করতে পছন্দ করেন। যা একদম নিরাপদ ও কার্যকর। এ ছাড়াও যেসব বিষয় তিনি খেয়াল রাখেন তা হলো-

সান প্রটেকশন
কিয়ারি কখনই সানস্ক্রিন লাগাতে একদম ভুল করেন না। কারণ ত্বককে ইউভি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সি সময়ে ত্বক পিগমেন্টেশনের জন্য আরও বেশি সংবেদনশীল হতে পারে। তাই সানস্ক্রিন ব্যবহার আরও বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে।

ইভিনিং সিরেনিটি
কিয়ারি তার দিনের শেষে মেকআপ ভালোভাবে তুলতেও খুব গুরুত্ব দেন। তিনি বলেন, ‘মেকআপ তুলে ফেলুন, যতই দেরি হোক, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ!’ রাতে ত্বককে শ্বাস নিতে দিতে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। ক্লিনজিংয়ের পর, তিনি একটি নারিশিং নাইট ক্রিম ব্যবহার করেন। এটি ত্বককে সারারাত ধরে পুনরুজ্জীবিত এবং ঠিক করতে সহায়তা করে।

দাদির তৈরি টোটকা
কিয়ারি একটি হোমমেড ফেসপ্যাক ব্যবহার করেন যা তার দাদি তাকে শিখিয়েছেন। এই প্যাকটি তৈরি হয় বেসন, দুধের ক্রিম (মালাই) এবং মধুর মিশ্রণে। এটি তার ত্বককে ডিটক্স করে এবং উজ্জ্বলতা আনে।

মেকআপ মিনিমালিজম
কিয়ারি মেকআপে কমপ্লেক্স ব্যবহার করতে পছন্দ করেন। তার মেকআপ রুটিনে সাধারণত স্কারস কনসিল করা। এছাড়াও ব্রাউজ ফিলিং, মাসকারা ব্যবহার, ব্লাশ অ্যাপ্লাই করা এবং লিপস্টেইন দেওয়া থাকে। তিনি বিশ্বাস করেন ‘কমই বেশি।’ মেকআপ যতটা কম ব্যবহার করা যায় ততোই মঙ্গল।

হাইড্রেশন এবং ওয়েলনেস
টপিক্যাল রেমেডির পাশাপাশি কিয়ারি জানেন যে, ইনার ওয়েলনেসও গুরুত্বপূর্ণ। তিনি তার দিন শুরু করেন এক গ্লাস পানি দিয়ে। কারণ তিনি বিশ্বাস করেন যে, ত্বকের স্বাস্থ্যের জন্য শুধু ডিএনএ নয়, দৈনিক রুটিনও গুরুত্বপূর্ণ। তিনি ভালোভাবে খেতে চান, নিয়মিত ব্যায়াম করেন এবং প্রচুর পানি পান করেন। যাতে ত্বক ভিতর থেকে থাকে আর্দ্র।

সাধারণ ববি পিন আর প্লেইন হেয়ারব্যান্ডের দিন শেষ! এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘হেয়ার হার্ডওয়্যার’। র‍্যাম্প শো হোক বা রেড কার্পেট, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ট্রিট স্টাইল, সবখানেই এখন চোখে পড়ছে এই...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
এক সময় কালো ঠোঁট মানে ছিল বিদ্রোহ। গথ ফ্যাশনের গণ্ডি পেরিয়ে তখনো মূলধারায় প্রবেশ করেনি এই রঙ। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। ২০২৫ সালে এসে কালো ঠোঁট হয়ে উঠেছে আধুনিক গ্ল্যামারের প্রতীক। সম্প্রতি...
বিলাসবহুল ব্র্যান্ড প্রাডার ব্যাগ হাতে নেওয়া মানেই ফ্যাশনে একধাপ এগিয়ে থাকা। কিন্তু হুবহু দেখতে নকল ব্যাগ বাজারে ছড়িয়ে পড়ায় আসল-নকল বুঝে নেওয়াটা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রাডা ব্যাগের সূক্ষ্ম...
বজ্রাহত হয়ে মৃত্যু হয়েছে ২০১০ শীতকালীন অলিম্পিকে পদক জয়ী অ্যাথলেট অদুন গ্রনভলদের। নরওয়েজিয়ান স্কি ফেডারেশন গত বুধবার নিশ্চিত করেছে ৪৯ বছর বয়সী স্কি ক্রস পদক জয়ীর মৃত্যুর খবর। ২০১০ ভ্যানকুভার গেমসে...
টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই চমক দিয়েছেন তিনি। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র মধ্যদিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। সম্প্রতি পাইরেসির শিকার হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’র...
হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।   আগামী বছরের ১৭ জুলাই মুক্তি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে তাদের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.