সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

গরমে নতুন মেকআপ ট্রেন্ড ‘টোস্টি গ্ল্যাম’, যেভাবে পাবেন এই লুক

এই গরমে মেকআপের যে ট্রেন্ডটা সবার নজর কেড়েছে, তা হলো ‘টোস্টি গ্ল্যাম’। হেইলি বিবার থেকে শুরু করে অনেকেই এখন এই লুকেই ধরা দিচ্ছেন। আর এই ট্রেন্ডের সবচেয়ে বড় দিক হলো, এটি খুব সহজে করা যায়। আপনাকে দেখাবে একদম স্বাভাবিক এবং সুন্দর।

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

আপনার সোশ্যাল মিডিয়ার ফিডে যেই ব্রোঞ্জি, বাদামি মেকআপ লুক ঝড় তুলেছে। এটাই ২০২৫ সালের সবচেয়ে আলোচিত বিউটি ট্রেন্ড। নাম, টোস্টি গ্ল্যাম।

গরমে রোদে পুড়ে যাওয়া ত্বকেও উষ্ণ লুক আনতে এসেছে নতুন এই মেকআপ ধারা। মার্কিন মডেল, উদ্যোক্তা ও স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হেইলি বিবারকেও পুরো গ্রীষ্মজুড়ে দেখা গেছে এই লুকে। আপনিও চাইলে নতুন এই লুকটি ট্রাই করতে পারেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কী এই ‘টোস্টি গ্ল্যাম’। আর আপনি কীভাবে ঘরে বসেই পেতে পারেন এই লুক।

আপনিও চাইলে নতুন এই লুকটি ট্রাই করতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

টোস্টি গ্ল্যাম আসলে কী?

‘টোস্টি গ্ল্যাম’ এমন একটা মেকআপ লুক, যা দেখলে মনে হয় আপনি রোদে ঘুরেছেন, কিন্তু ত্বকে তার ছাপ পড়বে না। বরং ত্বকে এসেছে হালকা ট্যান আর উষ্ণ একটা আভা। এই মেকআপে মুখে থাকে ব্রোঞ্জি, বাদামি আর কমলার মতো রঙের মিশেল।

এই লুক ঘরোয়া হলেও, বেশ গ্ল্যামারাস। যেমন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পর ত্বকে যে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে, ঠিক তেমন।

কীভাবে পাবেন এই লুক?

উজ্জ্বল ও হালকা বেস: প্রথমেই ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করে একটি হালকা কিন্তু উজ্জ্বল বেস তৈরি করুন। স্কিন যেন চকচকে দেখায়, কিন্তু ভারী না হয়। একদম ‘স্কিনের মতো স্কিন’, এই হচ্ছে মূল কথা।

উষ্ণ রঙের ব্রোঞ্জার ও ব্লাশ: এই ধাপে মজা আছে! মুখে তামাটে রঙের ব্রোঞ্জার আর পোড়া কমলার মতো ব্লাশ একসঙ্গে ব্যবহার করুন। আলাদা দাগ না টেনে, দুটো রঙ যেন একে-অপরের মধ্যে মিশে যায়, এমনভাবে ব্লেন্ড করুন।

হাইলাইট হোক হালকা: নাকের উপর আর চোখের কোনায় সামান্য হাইলাইটার লাগান। একেবারে অল্প, যেন সূর্যের আলোয় হালকা ঝিলিক দেখা যায়।

চোখে হালকা বাদামি ছায়া: চোখে ব্যবহার করুন ক্রিমি বা লিকুইড ধরনের বাদামি বা টেরাকোটা রঙের আইশ্যাডো। বেশি রঙ না দিয়ে হালকা করে ব্লেন্ড করুন যেন স্বাভাবিক দেখায়।

ঠোঁট আর ভ্রু রাখুন নরম ও গ্লসি: ভ্রু হোক ঝুঁটাঝুঁটা, যেন খুব গোছানো না দেখায়। ঠোঁটে লাগান বাদামি বা পোড়া গোলাপি রঙের লিপলাইনার, এরপর তার উপর স্বচ্ছ লিপগ্লস। ঠোঁট যেন কোমল দেখায়।

কেন করবেন এই লুক?

এই মেকআপে নেই কোনো বাড়াবাড়ি। নেই কড়া লাইন, নেই অতিরিক্ত রঙ। এটা এমন এক ধরনের সৌন্দর্য, যা নিজেকে আরও আপন করে তোলে। মনে হবে আপনি গরমে ঘুরেছেন, হাসিখুশি ছিলেন। আর সেই আনন্দটা আপনার মুখেই ঝলমল করছে।

এই গরমে চাইলে আপনিও হয়ে উঠতে পারেন একেবারে নতুন রূপে। সেই উষ্ণ, রোদেলা সৌন্দর্যের নামই তো, টোস্টি গ্ল্যাম।

সাধারণ ববি পিন আর প্লেইন হেয়ারব্যান্ডের দিন শেষ! এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘হেয়ার হার্ডওয়্যার’। র‍্যাম্প শো হোক বা রেড কার্পেট, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ট্রিট স্টাইল, সবখানেই এখন চোখে পড়ছে এই...
এক সময় কালো ঠোঁট মানে ছিল বিদ্রোহ। গথ ফ্যাশনের গণ্ডি পেরিয়ে তখনো মূলধারায় প্রবেশ করেনি এই রঙ। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। ২০২৫ সালে এসে কালো ঠোঁট হয়ে উঠেছে আধুনিক গ্ল্যামারের প্রতীক। সম্প্রতি...
নিউড লিপস্টিক মানেই হালকা সাজে পরিপাটি লুক। মুখে ভারী মেকআপ নেই, অথচ ঠোঁটে এমন একটা রঙ। যেটা নিজের ত্বকের সঙ্গে মিশে গিয়ে আরও উজ্জ্বল করে তোলে মুখ। তবে একেকজনের ত্বকের রঙ ও আন্ডারটোন ভিন্ন বলে নিউড...
গালে হালকা লাজুক ছোঁয়া যেন সাজের পরিপূর্ণতা এনে দেয়। একটা সামান্য ব্লাশই বদলে দিতে পারে পুরো মুখের অভিব্যক্তি। তবে প্রশ্ন হলো, ব্লাশ তো অনেক ধরনের! পাউডার, ক্রিম, জেল, লিকুইড, স্টিক, এই এত কিছু...
নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাড়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে।  জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম...
দেশে বেকারত্বের হার এখনো আশানুরূপ কমেনি, মন্তব্য করে এ সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.