আপনার সোশ্যাল মিডিয়ার ফিডে যেই ব্রোঞ্জি, বাদামি মেকআপ লুক ঝড় তুলেছে। এটাই ২০২৫ সালের সবচেয়ে আলোচিত বিউটি ট্রেন্ড। নাম, টোস্টি গ্ল্যাম।
গরমে রোদে পুড়ে যাওয়া ত্বকেও উষ্ণ লুক আনতে এসেছে নতুন এই মেকআপ ধারা। মার্কিন মডেল, উদ্যোক্তা ও স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হেইলি বিবারকেও পুরো গ্রীষ্মজুড়ে দেখা গেছে এই লুকে। আপনিও চাইলে নতুন এই লুকটি ট্রাই করতে পারেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কী এই ‘টোস্টি গ্ল্যাম’। আর আপনি কীভাবে ঘরে বসেই পেতে পারেন এই লুক।
টোস্টি গ্ল্যাম আসলে কী?
‘টোস্টি গ্ল্যাম’ এমন একটা মেকআপ লুক, যা দেখলে মনে হয় আপনি রোদে ঘুরেছেন, কিন্তু ত্বকে তার ছাপ পড়বে না। বরং ত্বকে এসেছে হালকা ট্যান আর উষ্ণ একটা আভা। এই মেকআপে মুখে থাকে ব্রোঞ্জি, বাদামি আর কমলার মতো রঙের মিশেল।
এই লুক ঘরোয়া হলেও, বেশ গ্ল্যামারাস। যেমন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পর ত্বকে যে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে, ঠিক তেমন।
কীভাবে পাবেন এই লুক?
উজ্জ্বল ও হালকা বেস: প্রথমেই ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করে একটি হালকা কিন্তু উজ্জ্বল বেস তৈরি করুন। স্কিন যেন চকচকে দেখায়, কিন্তু ভারী না হয়। একদম ‘স্কিনের মতো স্কিন’, এই হচ্ছে মূল কথা।
উষ্ণ রঙের ব্রোঞ্জার ও ব্লাশ: এই ধাপে মজা আছে! মুখে তামাটে রঙের ব্রোঞ্জার আর পোড়া কমলার মতো ব্লাশ একসঙ্গে ব্যবহার করুন। আলাদা দাগ না টেনে, দুটো রঙ যেন একে-অপরের মধ্যে মিশে যায়, এমনভাবে ব্লেন্ড করুন।
হাইলাইট হোক হালকা: নাকের উপর আর চোখের কোনায় সামান্য হাইলাইটার লাগান। একেবারে অল্প, যেন সূর্যের আলোয় হালকা ঝিলিক দেখা যায়।
চোখে হালকা বাদামি ছায়া: চোখে ব্যবহার করুন ক্রিমি বা লিকুইড ধরনের বাদামি বা টেরাকোটা রঙের আইশ্যাডো। বেশি রঙ না দিয়ে হালকা করে ব্লেন্ড করুন যেন স্বাভাবিক দেখায়।
ঠোঁট আর ভ্রু রাখুন নরম ও গ্লসি: ভ্রু হোক ঝুঁটাঝুঁটা, যেন খুব গোছানো না দেখায়। ঠোঁটে লাগান বাদামি বা পোড়া গোলাপি রঙের লিপলাইনার, এরপর তার উপর স্বচ্ছ লিপগ্লস। ঠোঁট যেন কোমল দেখায়।
কেন করবেন এই লুক?
এই মেকআপে নেই কোনো বাড়াবাড়ি। নেই কড়া লাইন, নেই অতিরিক্ত রঙ। এটা এমন এক ধরনের সৌন্দর্য, যা নিজেকে আরও আপন করে তোলে। মনে হবে আপনি গরমে ঘুরেছেন, হাসিখুশি ছিলেন। আর সেই আনন্দটা আপনার মুখেই ঝলমল করছে।
এই গরমে চাইলে আপনিও হয়ে উঠতে পারেন একেবারে নতুন রূপে। সেই উষ্ণ, রোদেলা সৌন্দর্যের নামই তো, টোস্টি গ্ল্যাম।