সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

বাবাদের জুতা হয়ে উঠেছে তরুণদের স্টাইল

মোটা সোল আর ভারী আকৃতির জন্য এক সময় এই জুতাকে বলা হতো ‘ড্যাড স্নিকার’। সেই জুতাই এখন উঠে এসেছে র‌্যাম্পে। শুধু তাই নয়। বড় বড় মডেলরাও নিজেদের সংগ্রহে রাখছেন এই স্নিকার। কেন এই পরিবর্তন জানেন? 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

মোটা সোল, একটু ভারী আকৃতির জুতা। আপনার চোখের সামনে নিশ্চয় ভেসে উঠছে পুরোনো দিনের সেই কেডসগুলোর কথা।  স্নিকারের এমন লুক দেখে আপনার মতই মুখ ফিরিয়ে নিত তরুণরা। এটি ছিল শুধু ‘বাবাদের জুতা’ নামে পরিচিত। অথচ আজ সেই জুতাই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম।

অবাক লাগলেও সত্য, যা এক সময় হাঁটার সময় পরা হতো। তা-ই এখন র‍্যাম্পে হাঁটার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তরুণ-তরুণীরা এখন গর্ব করে বলছে, ‘ড্যাড স্নিকারসই আমাদের স্টাইল স্টেটমেন্ট।’

বড় ব্র্যান্ডগুলো জুতার ডিজাইনে এনেছে পরিবর্তন। ছবি: ফ্রিপিক

ড্যাড স্নিকারস আসলে কী?

এই জুতা সাধারণত বেশ বড় আকৃতির হয়। সাদামাটা—সাদা, ধূসর, কখনো বা হালকা বেইজ রঙের হয়ে থাকে। জুতার নিচের সোলটা বেশ মোটা। যা বেশ নরম এবং আরামদায়ক। তাই হাঁটতে গিয়ে পায়ে তেমন একটা চাপ পড়ে না। আর অনেকক্ষণ পরে থাকলেও ক্লান্তি আসে না।

এই জুতাগুলো আসলে তৈরি হয়েছে আরামের বিষয়টি মাথায় রেখে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আরামদায়ক হওয়া সত্ত্বেও এর মাঝে এমন একটা লুকাইত স্টাইল আছে। যা সাধারণ ভাবে আপনার চোখে পড়বে না। মনে হবে, ‘স্টাইল করিনি, কিন্তু তাও দারুণ লাগছে!’

ফ্যাশনের র‌্যাম্পে উঠল যেভাবে

প্রথমদিকে এই জুতা ছিল শুধুমাত্র ‘বাবাদের জন্য’। মানে হাঁটার জন্য। এই কাজটি বাবারা-ই বেশি করতেন এবং পরতেন। ছেলেকে স্কুলে নিতে যাওয়ার সময় বা বাজারে জেতে এই জুতা বেছে নিতেন তাঁরা। পরবর্তীতে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো এই ‘ড্যাড লুক’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করল, তখনই বদলাতে থাকে ট্রেন্ড।

বিখ্যাত জুতার ব্র্যান্ডগুলো বড় মাপের, ভারী আকৃতির স্নিকারস তৈরি করতে শুরু করল। কেউ জুতার রঙে আনল হালকা টুইস্ট, কেউবা আবার আকৃতিতে দিল ব্যতিক্রমী স্টাইল। এই ধরণের ডিজাইন নজরে এল তরুণ প্রজন্মের। বিশেষ করে যারা একটু ব্যতিক্রম পছন্দ করেন।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়া, র‌্যাম্প শো, ইনফ্লুয়েন্সারদের পায়ে পায়ে দেখা যেতে লাগল ড্যাড স্নিকারস। সেই থেকেই শুরু। তারপর আর পেছনে ফিরতে হয়নি।

কারা পরছে এই জুতা?

এক সময় শুধু বাবারা পরলেও এখন ড্যাড স্নিকারস পছন্দের তালিকায় রয়েছে সবার। ছেলেরা পরছে ট্রাউজার আর হালকা শার্টের সঙ্গে, মেয়েরা পরছে স্কার্ট, কুর্তি বা ফ্লোয়িং ড্রেসের সঙ্গে। এমনকি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে পরতেও দেখা যাচ্ছে অনেককে। কারণ একটাই, এটা যেমন আরামদায়ক, তেমনি দেয় স্মার্ট লুক। ফ্যাশনের জন্য যারা সবসময়ই একটু ভিন্নতা চায়, তাদের দারুণ অপশন হতে পারে এই ড্যাড স্নিকারস।

তথ্যসূত্র: গ্লাম, টাইমস নাউ

সাধারণ ববি পিন আর প্লেইন হেয়ারব্যান্ডের দিন শেষ! এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘হেয়ার হার্ডওয়্যার’। র‍্যাম্প শো হোক বা রেড কার্পেট, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ট্রিট স্টাইল, সবখানেই এখন চোখে পড়ছে এই...
বৃষ্টি যেমন নিয়ে আসে স্বস্তি, তেমনি সঙ্গে করে আনে চুল পড়ার ঝামেলাও। বর্ষাকালে চুল পড়া অস্বাভাবিক নয়, কিন্তু উপায় আছে, সহজ কিছু প্রাকৃতিক সমাধানে মিলতে পারে উপশম। বর্ষার দিনে চায়ের কাপে চুমুক দিতে...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
এক সময় কালো ঠোঁট মানে ছিল বিদ্রোহ। গথ ফ্যাশনের গণ্ডি পেরিয়ে তখনো মূলধারায় প্রবেশ করেনি এই রঙ। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। ২০২৫ সালে এসে কালো ঠোঁট হয়ে উঠেছে আধুনিক গ্ল্যামারের প্রতীক। সম্প্রতি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে তাদের...
'কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট' — এমনই মন খারাপ করা লাইন দিয়ে শুরু হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’।...
নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত ১৮ বছর বয়স হলে ভোটার হওয়ার সুযোগ রেখে ‘ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.