সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ফ্যাশনে আসছে নতুন ঢেউ, আপনি প্রস্তুত তো?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

পরবর্তী পাঁচ বছর ফ্যাশন দুনিয়ার জন্য হতে চলেছে এক দারুণ সময়। বদলে যেতে পারে রুচি, চাহিদা, এমনকি পোশাক তৈরির পদ্ধতিও। প্রযুক্তি, পরিবেশ ও সংস্কৃতির প্রভাবে তৈরি হতে চলেছে ফ্যাশনের এক নতুন চেহারা।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যেই দেখা যাবে এই পরিবর্তনের ছাপ। কীভাবে বদলাবে ফ্যাশনের জগৎ? দেখে নেওয়া যাক এক ঝলকে।

পরিবেশের কথা মাথায় রেখে

জীবনযাত্রায় পরিবেশবান্ধব চিন্তা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে ফ্যাশনের ধারাও। টেকসই ফ্যাশনের দিকে ঝুঁকছেন অনেকেই।

অর্গানিক কটন, বাঁশ কিংবা জৈব তন্তু দিয়ে তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। পুরোনো পোশাক দিয়ে নতুন কিছু বানানো—যাকে বলা হয় ‘সার্কুলার ফ্যাশন’। এখন এটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। মায়ের পুরোনো বেনারসি বা দাদির গরদ, সবই নতুন রূপে পরা হচ্ছে।

প্রযুক্তির ছোঁয়া ফ্যাশনে

ফ্যাশনের সঙ্গে জোরালোভাবে যুক্ত হচ্ছে প্রযুক্তি। শরীরের তাপমাত্রা বুঝে নিয়ন্ত্রণ করতে পারে এমন স্মার্ট পোশাক। ভার্চুয়াল ফ্যাশন, যা শুধু অনলাইন বা গেমিং প্ল্যাটফর্মে পরার উপযোগী। কম খরচে টেকসইভাবে পোশাক তৈরি—সবই সম্ভব হচ্ছে প্রযুক্তির জোরে। ফ্যাশন শুধু শরীরে নয়, এবার ঢুকে পড়বে ভার্চুয়াল জগতে। এই তো কিছুদিন আগে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ চালু করল ভার্চুয়াল ট্রায়াল রুম। যেখানে পছন্দের পোশাকটি নিজেকে কেমন লাগে দেখা যাবে।

সমাজ ও সংস্কৃতির প্রভাব

বিশ্বায়নের প্রভাবে ফ্যাশনেও আসছে মিশ্রতা। বিভিন্ন সংস্কৃতির পোশাকের ডিজাইন ও কারিগরির সংমিশ্রণে তৈরি হবে নতুন ধারা। শারীরিক গড়ন বা লিঙ্গভেদ নয়, সব মানুষের জন্য সমানভাবে তৈরি হবে পোশাক। অন্তর্ভুক্তির বার্তা নিয়েই এগোবে নতুন ফ্যাশন।

রেট্রো ফিরছে, নতুন মোড়কে

পুরোনো ফ্যাশন ধারা ফিরে আসবে নতুন রূপে। ৭০-এর দশকের প্যাটার্ন, ৯০-এর ‘গ্রাঞ্জ’ লুক—সবই ফিরছে আধুনিক ছোঁয়ায়। বহু বলিউড তারকাকেও ইতিমধ্যে দেখা গেছে এই রেট্রো ফ্যাশনে। ট্রেন্ডটা শুধু শুরু, ভবিষ্যতে আরও ছড়াবে।

মিনিমাল ও ম্যাক্সিমাল, দুই ধারায় সমান চলন

একদিকে কম ও সহজ স্টাইলের ‘মিনিমালিজম’, অন্যদিকে রঙিন, জাঁকজমকপূর্ন ‘ম্যাক্সিমালিজম’। এই দুই বিপরীত ধারাই একসঙ্গে চলবে। যেমন হালকা রঙের পোশাকেও থাকবে চকমকে কাজ। নতুন ধারায় ফুটে উঠবে টেকসইতা আর স্টাইলের সংমিশ্রণ।

পছন্দ অনুযায়ী পোশাক বানানোর যুগ

ব্র্যান্ডগুলো আর শুধু নিজেদের মতো পোশাক বানিয়ে দেবে না। ক্রেতার রং, ডিজাইন, ফ্যাব্রিক পছন্দ অনুযায়ী তৈরি হবে পোশাক। এতে যেমন অপচয় কমবে, তেমনি বাড়বে মান। ব্যবসাও চলবে টিকিয়ে রেখে।

সোশ্যাল মিডিয়ার দাপট

ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকেই তৈরি হবে ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের প্রভাব থাকবে বেশি। যে ফ্যাশন ছবিতে ভালো লাগে, সেটাই হয়ে উঠবে নতুন স্টাইল।

পরিবেশ, প্রযুক্তি, সংস্কৃতি আর ব্যক্তিগত পছন্দ। সব মিলিয়ে ফ্যাশন দুনিয়া পা রাখতে চলেছে এক নতুন যুগে। আপনি কি প্রস্তুত সেই নতুন ঢেউয়ের জন্য?

তথ্যসূত্র: ইনস্টাইল

জাপানের প্রাচীন শহর কিয়োতোর তো-জি মন্দিরের শান্ত বাগানজুড়ে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিলেন সোনম কাপুর। আর গায়ে ডিওরের প্রি-ফল ২০২৫ কালেকশন। ডিজাইনার মারিয়া গ্রাজিয়া কিউরির হাতে তৈরি এই কালেকশন যেন...
বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেখানে একসময়...
ত্বকের যত্নে এখন সবচেয়ে বেশি আলোচনায় রেটিনল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ডার্মাটোলজিস্টরাও রেটিনলকে বলছেন স্কিনকেয়ারের ‘হলি গ্রেইল’। তবে এটি ব্যবহার শুরু করলেই কি ত্বক ঝলমলে...
ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনে হাজির হয়ে আবারও ফ্যাশন মহলে নিজের উপস্থিতি জানান দিলেন নীতা আম্বানি। জিও ওয়ার্ল্ড প্লাজায় আয়োজিত এই অভিজাত আয়োজনে তিনি এসেছিলেন কালো...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.