এই গরমে আমপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। ‘মিট দা মাঙ্গুন্স’ নামে আয়োজিত এ উৎসবে অতিথিদের জন্য থাকছে আম দিয়ে তৈরি নানা মুখরোচক পদ, সুস্বাদু পানীয় আর মনকাড়া পরিবেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেলটি জানিয়েছে, এই বিশেষ ম্যাংগো ফুড ফেস্টিভ্যালটি চলছে তাদের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে। স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স, প্রতিটি পদেই থাকছে আমের চমক। সবকিছু তৈরি করা হয়েছে হোটেলের এক্সপার্ট শেফদের তত্ত্বাবধানে।
বিশেষ এই বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৫ হাজার ৫৫৫ টাকায়। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডহোল্ডার, ফ্যান গ্রুপ সদস্য এবং রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যরা পাচ্ছেন ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।
শুধু রেস্তোরাঁতেই নয়, হোটেলের গ্রিল অন দা স্কাইলাইন, কম্ফি লাউঞ্জ এবং বাবল ফ্লেভার লাউঞ্জে থাকছে আমের বাহারি ড্রিঙ্কস ও ডেজার্টের আয়োজন। ঠান্ডা ম্যাংগো স্মুদি, ঝাঁঝালো ম্যাংগো মকটেল, কিংবা মজাদার ম্যাংগো চিজ কেক, সবই মিলবে এখানে। আর কম্ফি লাউঞ্জে যেকোনো ডেজার্টে থাকছে ২০ শতাংশ ছাড়।
ঢাকা রিজেন্সির এই আয়োজন শুধু খাবারের উৎসব নয়, বরং এটি আমের মৌসুমকে ঘিরে এক রঙিন উৎসব। ‘মিট দা মাঙ্গুন্স’-এ গিয়ে আপনি যেমন খুঁজে পাবেন আমের রসালো স্বাদ। তেমনি পেতে পারেন এক নতুন অভিজ্ঞতার স্বাদ।