ব্যস্ত দিনের শেষে ঘরে ফিরে শান্তির ঘুম পেতে চাই, আরামদায়ক বিছানা। কিন্তু শুধু পরিচ্ছন্ন বিছানা থাকলেই হবে না, সঠিকভাবে সাজানো বেডসাইড টেবিলও ঘরের পরিবেশকে আরও আমন্ত্রণমূলক করে তোলে।
বেডসাইড টেবিল মানেই শুধু ফোন বা অ্যালার্ম ঘড়ি রাখার জায়গা নয়। সামান্য যত্ন আর কিছু স্টাইলিশ উপকরণের ছোঁয়ায় এটি হয়ে উঠতে পারে ঘরের শোভা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে সহজ কিছু উপায়ে বেডসাইড টেবিলকে পরিপাটি ও নান্দনিক করে তুলবেন।
ফটো ফ্রেম, মনে পড়ুক প্রিয় মুহূর্ত
বেডসাইড টেবিলে একটি ফটো ফ্রেম থাকলেই যেন ঘরটা আরও আপন হয়ে ওঠে। প্রিয়জনদের ছবি, মনে রাখার মতো কোনো মুহূর্ত কিংবা পছন্দের শিল্পকর্ম—ফ্রেমবন্দী করে রাখতে পারেন টেবিলের কোণায়। ফ্রেমটি হতে পারে কাঠের বা ধাতব, যা ঘরের সাজের সঙ্গে মানিয়ে যাবে। ছোট্ট এই স্পর্শেই আপনার ঘর পাবে ব্যক্তিগত উষ্ণতা। আর টেবিলটি দেখাবে পরিপাটি ও নান্দনিক।
বেডসাইডে সবুজের ছোঁয়া
সবুজ মানেই একটু প্রশান্তি। বেডসাইড টেবিলে ছোট্ট একটি গাছ বা ফুলের টব এনে দিতে পারে সেই প্রশান্তির ছোঁয়া। সাক্যুলেন্ট, মিনিয়েচার ফার্ন কিংবা সতেজ ফুলের তোড়া—যেকোনো কিছুই ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। শুধু দেখতেই সুন্দর নয়, গাছপালা বাতাস বিশুদ্ধ রাখতেও সাহায্য করে। তাই ঘরের কোণায় সবুজ যোগ করুন। আরাম আর সতেজতা দুটোই মিলবে একসঙ্গে।
রাখুন বই, মিলবে রুচির ছাপ
বই শুধু পড়ার জন্যই নয়, এটি ঘরের সাজেও এনে দিতে পারে ভিন্নমাত্রা। বেডসাইড টেবিলে কয়েকটি সুন্দর হার্ডকাভার বই বা প্রিয় উপন্যাস গুছিয়ে রাখুন। পড়তে ইচ্ছে করলে হাত বাড়ালেই কাছে পাবেন। আর টেবিলও দেখাবে পরিপাটি ও রুচিশীল। বইয়ের ওপরে ছোট্ট শোপিস বা সুগন্ধি মোমবাতি রাখলে যোগ হবে বাড়তি নান্দনিকতা।
সময়ের ছন্দ দেবে ঘড়ি
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে ঘড়ির বিকল্প নেই। বেডসাইড টেবিলে একটি ক্লাসিক ডিজাইনের ঘড়ি শুধু সময় দেখানোর জন্য নয়। এটি হতে পারে দারুণ এক শৈল্পিক সংযোজনও। ফোনের অ্যালার্মের ওপর নির্ভর না করে, বেছে নিন একটি ভিন্টেজ বা আধুনিক ঘড়ি। যা ঘরের সাজের সঙ্গে মানিয়ে যাবে। ছোট্ট এই অনুষঙ্গই আপনার টেবিলকে দেবে পরিপাটি আর আভিজাত্যের ছোঁয়া।
সুগন্ধে মোড়ানো শান্তির পরিবেশ
একটি সুগন্ধি মোমবাতি শুধু আলো নয়, ঘরে এনে দেয় প্রশান্তি আর উষ্ণতা। বেডসাইড টেবিলে ল্যাভেন্ডার, ভ্যানিলা বা জুঁই-এর নরম সুগন্ধ ছড়ালে ঘর হয়ে উঠবে আরও আরামদায়ক। কাচের জার বা মেটালিক হোল্ডারে রাখা মোমবাতি শুধু সুবাস ছড়াবে না, টেবিলের শোভাও বাড়াবে। দিনের শেষে ক্লান্তি ভুলে যেতে এমন মনোরম পরিবেশই তো দরকার।
বেডসাইডে ট্রে, পরিপাটির ছোঁয়া
ছোটখাটো জিনিস গুছিয়ে রাখার সহজ সমাধান হতে পারে একটি স্টাইলিশ ট্রে। এতে গয়না, পারফিউম বা ঘড়ি রাখলে টেবিল থাকবে পরিপাটি, আর দরকারি জিনিস হাতের কাছেই মিলবে। মার্বেল, কাঠ বা ধাতব ট্রে যোগ করতে পারে আভিজাত্যের ছোঁয়া। অগোছালো টেবিল নয়, পরিপাটি আর নান্দনিক বেডসাইডই তো মন ভালো করার জন্য যথেষ্ট।
ছোট্ট ল্যাম্প, হালকা আলোর ছোঁয়া
একটি সুন্দর বেডসাইড ল্যাম্প শুধু আলো নয়, এটি আপনার ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয়। রাতে পড়াশোনা বা শোবার আগে আরামদায়ক সময় কাটানোর জন্য হালকা আলো দেবে। এমন একটি ল্যাম্প বেছে নিন, যার বেসটি ইউনিক এবং শেডটি আপনার শোবার ঘরের সাজের সঙ্গে মানানসই হয়। এর উষ্ণ আলো আপনার ঘরকে আরও আরামদায়ক ও মার্জিত করে তুলবে। যেন আপনি সব সময় শান্তি অনুভব করেন।
বেডসাইড টেবিল সাজানোর সময় সৌন্দর্য ও কার্যকারিতা—দুটোরই সঠিক সমন্বয় ঘটানো জরুরি। ফটো ফ্রেম, গাছপালা, বই, ঘড়ি, সুগন্ধি মোমবাতি, ট্রে এবং ল্যাম্পের মতো স্টাইলিশ অ্যাক্সেসরিজ যোগ করে আপনার টেবিলকে আকর্ষণীয় ও আমন্ত্রণমূলক করে তুলুন।
এছাড়াও, টেবিলটি সবসময় পরিপাটি রাখুন। আপনার রুচির সঙ্গে মানানসই জিনিস নির্বাচন করুন। এটি শুধু আপনার ঘরের শোভা বাড়াবে না, বরং আপনাকে প্রতিদিন স্বাচ্ছন্দ্যও দেবে। একটি সুন্দর বেডসাইড টেবিল আপনার শান্তির আবাসকে আরও উষ্ণ ও আনন্দময় করে তুলবে।