সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বাবাকে ভালোবাসা ও সম্মান জানানোর দিন আজ

আমাদের জীবনের প্রথম দিকের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন মানুষ নীরবে পাশে থাকেন, তিনি বাবা। প্রথম হাঁটতে শেখা, স্কুলে প্রথম দিন, জীবনের প্রথম ভুল, সব কিছুর পেছনে থাকেন একজন শক্ত ভরসার দেয়াল। অনেক সময় বাবারা বলেন না কিছুই, চুপচাপ করেই যান। কিন্তু সেই চুপচাপ ভালোবাসাই সবচেয়ে গভীর।

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:২৮ পিএম

বাবা শব্দটা যত সহজ, এর গভীরতা ঠিক ততটাই বেশি। অনেক সময় মুখে কিছু বলেন না, কিন্তু তাঁর কাজ আর উপস্থিতি জীবনের প্রতিটি ধাপে পড়ে থাকে ছাপ রেখে। সাইকেল চালানো শেখানো হোক কিংবা জীবনের কঠিন সময়ে নীরবে পাশে থাকা,  বাবারা থাকেন সবসময়। কিন্তু একটু আড়ালে, একটু নিরবে। তাদের ভালোবাসা ও অবদানের কথা মনে করিয়ে দিতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।

বাবা দিবসের সূচনা হয়েছিল আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায়, ১৯০৮ সালে। সেবার একটি বড় কয়লাখনির দুর্ঘটনায় মারা যান ৩৬১ জন পুরুষ। যার প্রায় সবাই ছিলেন বাবা। এরপর ১৯১০ সালে ওয়াশিংটনের সোনোরা স্মার্ট ডড তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে ‘বাব দিবস’ পালনের প্রস্তাব দেন। তার বাবা, একজন গৃহযুদ্ধের সৈনিক, স্ত্রী মারা যাওয়ার পর একাই ছয় সন্তানকে বড় করেছেন। সোনোরা প্রথমে ৫ জুন (বাবার জন্মদিন) দিনটি নির্ধারণ করতে চাইলেও কিছু সমস্যার কারণে ১৯ জুন দিনটি বেছে নেওয়া হয়।

বাবা মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর ভালোবাসার বন্ধনও। ছবি: ফ্রিপিক

এই ছোট উদ্যোগ থেকেই ধীরে ধীরে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। আর ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বাবা দিবসকে যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন।

আজকের দিন শুধু বাবাদেরই নয়, যারা বাবার মতো ভূমিকা পালন করেন তাদের জন্যও এই দিনটি। যেমন, দাদা, চাচা, মামা, বড় ভাই, শিক্ষক, এমনকি একাই সন্তান লালন-পালন করা মা, সবাই বাবা দিবসের অন্তর্ভুক্ত। কারণ, বাবা মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর ভালোবাসার বন্ধনও।

বাবা দিবস মানেই দামি উপহার বা রেস্তোরাঁয় খাওয়া নয়। অনেক সময় একটি চিঠি, বাবার প্রিয় খাবার রান্না বা একসঙ্গে পুরোনো কোনো সিনেমা দেখা। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় উপহার।

এই দিনে আপনি যা করতে পারেন-

  • বাবাকে ফোন করে বলুন ‘তোমাকে ভালোবাসি’।
  • বাবার পছন্দের কোনো বই বা গান উপহার দিন।
  • ছোট্ট একটি কার্ড বা চিঠি লিখে দিন।
  • তার সঙ্গে বসে গল্প করুন, স্মৃতিচারণ করুন।

আজকাল বাবা দিবস ঘিরে বাজারে নানা অফার, ছাড় আর উপহার থাকে। তবে এই দিনটির মূল মানে ব্যক্তিগত অনুভব। যারা বাবাকে হারিয়েছেন, তাদের জন্য এই দিনটি স্মৃতির। যারা বাবার সঙ্গে দূরে, তাদের জন্য এটি সংযোগের সুযোগ। আবার যারা বাবার সঙ্গে সম্পর্ক জটিল, তাদের জন্য এটি ক্ষমা বা বোঝাপড়ার দিন হতে পারে।

সব সময় সামনে না থাকলেও, বাবারা সব সময় পাশে থাকেন। এই এক দিনের ‘ধন্যবাদ’ হয়তো বছর ঘুরে আসে, কিন্তু তা ভুলে যাওয়া ভালোবাসাকে আবার সামনে নিয়ে আসে। বাবা দিবস তাই শুধু একটি দিন নয়। এটি মন থেকে বলার একটা সুযোগ, ‘তুমি ছিলে, বলেই আমি পারি।’

বৃষ্টি হলেই ভিজে আবহাওয়া আর আর্দ্রতার সঙ্গে বাড়ে জীবাণু ও পরজীবীর উপদ্রব। শুধু মানুষ নয়, এই সময় সবচেয়ে বিপাকে পড়ে ঘরের আদরের পোষ্যটিও। বিশেষ করে কুকুরের শরীরে পরজীবী সংক্রমণের ঝুঁকি বর্ষায় বেড়ে...
শিশু থেকে কিশোরে রূপান্তর একটি জটিল পর্যায়—যা শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ঘটে। এই সময় সন্তানেরা স্বাধীনতা খুঁজে, চায় নিজের মতো করে চিন্তা করতে। আবার একই সঙ্গে তারা দিশেহারা বোধ করে। এই...
এই গরমে আমপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। ‘মিট দা মাঙ্গুন্স’ নামে আয়োজিত এ উৎসবে অতিথিদের জন্য থাকছে আম দিয়ে তৈরি নানা মুখরোচক পদ, সুস্বাদু পানীয় আর...
চোখে দেখলে সব ঠিকঠাক। এক ছাদের নিচে থাকা দম্পতি, সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া, বর্ষপূর্তিতে ছবি পোস্ট, সবই আছে। কিন্তু বাস্তবে তারা একে অপর থেকে বহু দূরে, মানসিকভাবে বিচ্ছিন্ন। ঝগড়াঝাঁটি নেই,...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.