ভবিষ্যতের বিমানভ্রমণ যেন একটু বেশি আরামদায়ক হয়, সেই লক্ষ্যেই এবার ওমানের সালালাহ বিমানবন্দর। তারা চালু করতে যাচ্ছে নতুন এক সুবিধা, ড্রাইভ-থ্রু চেক-ইন। যার ফলে যাত্রীরা এখন গাড়ি থেকে না নেমেই চেক-ইন করতে পারবেন। সেই সাথে সংগ্রহ করতে পারবেন বোর্ডিং পাস। এমনকি লাগেজও জমা দিতে পারবেন।
এই সেবা চালু হচ্ছে ১৫ জুলাই থেকে এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সালালাহ বিমানবন্দর এই প্রকল্পের নাম দিয়েছে ‘ট্রাভেল ইজিয়ার’। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই সেবা। যাত্রীরা তাদের ফ্লাইটের সময়ের ১২ ঘণ্টা আগেও এসে চেক-ইন করতে পারবেন।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সালালাহ শহরে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। সেই চাপ সামলাতেই এই নতুন সুবিধা চালু করছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য যাত্রা আরও ঝামেলাবিহীন ও সময় সাশ্রয়ী করতে এই অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সময়েই ওমান এয়ার প্রতিদিন সর্বোচ্চ ১২টি ফ্লাইট পরিচালনা করবে। যার ফলে পুরো মৌসুমজুড়ে ৭০ হাজারের বেশি সিট সংযোজন হবে। কম খরচের এয়ারলাইন সালামএয়ারও তাদের ফ্লাইট সংখ্যা বাড়াবে বলে জানিয়েছে।
সম্প্রতি ওএজির প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিশ্বের নবম ব্যস্ততম বিমানবন্দর। ২০২৩ সালে যেখানে ছিল সিওল ইনচিওন ও সাংহাই, সেখানে ২০২৪ সালে তা পিছিয়ে পড়েছে। অন্যদিকে সাংহাই পুডং বিমানবন্দর ২১তম স্থান থেকে এক লাফে উঠে এসেছে ১০ নম্বরে।
বিশ্বের শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দর (২০২৪):
১. হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা (মার্কিন যুক্তরাষ্ট্র) ১০৮ মিলিয়ন যাত্রী
২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (সংযুক্ত আরব আমিরাত) ৯২.৩ মিলিয়ন
৩. ডালাস/ফোর্ট ওর্থ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮৭.৮ মিলিয়ন
৪. হানেদা বিমানবন্দর (জাপান) ৮৫.৯ মিলিয়ন
৫. লন্ডন হিথ্রো (যুক্তরাজ্য) ৮৩.৮ মিলিয়ন
৬. ডেনভার আন্তর্জাতিক (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮২.৩ মিলিয়ন
৭. ইস্তাম্বুল বিমানবন্দর (তুরস্ক) ৮০ মিলিয়ন
৮. ও’হেয়ার আন্তর্জাতিক (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮০ মিলিয়ন
৯. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত) ৭৭.৮ মিলিয়ন
১০. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (চীন) ৭৬.৭ মিলিয়ন
বিশ্বের বিমানবন্দরগুলো যেভাবে প্রযুক্তি আর নতুন সেবা যুক্ত করছে, তাতে বোঝা যায় ভবিষ্যতের বিমানভ্রমণ হতে চলেছে আরও স্মার্ট, ঝামেলাহীন আর যাত্রীবান্ধব।