সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

স্মার্টফোনের যুগ শেষ হচ্ছে কবে, জানালেন মার্ক জাকারবার্গ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

এমন একদিন কি আসবে যেদিন স্মার্টফোন বস্তুটির প্রয়োজন ফুরিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলা লোকের সংখ্যা যে হাতেগোনা সেটা বেশ অনুমান করা যায়। ঠিক একইভাবে আজ থেকে ২-৩ দশক আগে ডেস্কটপ কম্পিউটার নিয়ে কেউ এমন প্রশ্ন করলে ‘হ্যাঁ’ উত্তর দেওয়া লোকের সংখ্যাটাও কাছাকাছিই হতো। অথচ আজ ‘ডেস্কটপ ছাড়া চলবে না’ এমনটা হয়তো কেউ বলবে না।

স্মার্টফোনের প্রভাব আমাদের জীবনে ব্যাপক। বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার্থে এই বস্তুটির কোনো বিকল্প নেই বললেই চলে। তাই স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরিয়ে যাবে, এমনটা ভাবা আজকের দিনে দাঁড়িয়ে বেশ দুষ্করই বটে। 

কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অবশ্য মনে করেন স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরোবে। কবে নাগাদ সেটা হতে পারে তাও জানিয়েছেন এই মার্কিন প্রযুক্তিবিদ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, স্মার্টফোনের জায়গা নেবে অন্য একটি উদ্ভাবনী প্রযুক্তি পণ্য বা অত্যাধুনিক ডিভাইস। কী সেই প্রযুক্তি পণ্য আর কবে নাগাদ স্মার্টফোনের যুগ শেষ হতে চলেছে চলুন সেটাই জেনে নেওয়া যাক। 

মার্ক জাকারবার্গ মনে করেন একদিন স্মার্টফোনের জায়গা নিবে স্মার্টগ্লাস। পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে চলেছে এই স্মার্টগ্লাস। তবে হঠাৎ করে নয় বরং পর্যায়ক্রমে কমে আসবে স্মার্টফোনের ব্যবহার এবং বেড়ে যাবে স্মার্টগ্লাস গ্রহণের প্রবণতা। স্মার্টফোন থেকে স্মার্টগ্লাস- প্রযুক্তি জগতের বৈপ্লবিক এই পরিবর্তন ২০৩০’র দশকেই হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মেটার স্বত্বাধিকারী। 

জাকারবার্গ বলেন, ‘একটা সময় আসবে যখন আমাদের স্মার্টফোন পকেটের বাইরে কম ভেতরে থাকবে বেশি। আমি মনে করি এটা ২০৩০’র দশকে হবে। আপনি হয়তো একটি কাজ ফোনে আরও ভালো করে ও পরিপূর্ণভাবে করতে পারেন কিন্তু তারপরেও ব্যবহারের সুবিধার্থে ইউজাররা গ্লাস ব্যবহার করতে শুরু করবেন।’

মেটার ‘ওরিয়ন’ এআর গ্লাস
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘মেটা কানেক্ট’ ইভেন্টে প্রতিষ্ঠানটি তাঁদের বহুল-আলোচিত ‘ওরিয়ন’ স্মার্টগ্লাস প্রদর্শন করেছে। অগমেনটেড রিয়ালিটি (বর্ধিত বা উদ্দীপিত বাস্তবতা) বা এআর প্রযুক্তিতে তৈরি ওরিয়ন এআর গ্লাসকে জাকারবার্গ এখন পর্যন্ত পৃথিবীর ‘সবচেয়ে আধুনিক গ্লাস’ বলে আখ্যা দিয়েছেন। তবে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও বছর দুয়েক সময় লাগতে পারে বলে জানা গেছে। 

মেটার পাশাপাশি অ্যাপলের এআর স্মার্টগ্লাস ‘ভিশন প্রো’ ইতোমধ্যেই বাজারে এসেছে।  এছাড়া চীনের কয়েকটি প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে স্মার্টগ্লাস তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। 

এখন দেখার বিষয় জাকারবার্গের করা ভবিষ্যৎবাণী কতটা সত্য প্রমাণিত হয়। 


তথ্যসূত্র: মার্কা, দ্য ভার্জ, মেটা,

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি পরিচালিত এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন...
ফেসবুকে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করেন অনেকেই। কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবার ফেসবুক ‘স্টোরিজ’ থেকেও টাকা আয়ের পথ খুলে দিয়েছে মালিক প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি (১৪ মার্চ) মেটা ঘোষণা করেছে...
আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,...
ঈদ উপলক্ষে ফোনে ছাড় দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। তাদের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। এই অফারে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.