সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভারত রেকর্ড গড়েই দিল সব প্রশ্নের উত্তর  

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ পিএম

এজবাস্টনে এর আগে কখনো টেস্ট জেতেনি ভারত। রেকর্ডটা বদলে গেল।

সিরিজের প্রথম টেস্টে প্রায়-না-হারার মতো টেস্টে ভারত হেরে গেল। সব সমালোচনার জবাব দেওয়া হয়ে গেল।

চতুর্থ দিনেও ভারত ইনিংস ঘোষণা করতে এত দেরি করছে কেন, সে সমালোচনা ছিল। আজ পঞ্চম দিনে বৃষ্টিতে প্রথম ঘণ্টার খেলা পণ্ড হয়ে যাওয়ার পর সমালোচনার জায়গায় চলে এল প্রায়-নিশ্চিত-জয় হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা। সে শঙ্কা দূর হয়ে গেল।

দূর হয়ে গেল বলতে, সব শঙ্কা উড়িয়ে দিয়ে আজ বৃষ্টিতে ঘণ্টাখানেক পণ্ড হতে দেখা পঞ্চম দিনের এক সেশনেরও বেশি হাতে রেখেই জিতে গেল ভারত। সব প্রশ্ন, সব সমালোচনা, সব শঙ্কার উত্তর দিল রেকর্ড গড়া জয়ে। ৬০৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডকে ২৭১ রানেই গুটিয়ে দিয়ে ভারত পেল ৩৩৬ রানের জয় – ইনিংস ব্যবধানে জয়ের হিসাব বাদ দিলে রানের হিসেবে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়েই সিরিজে সমতা ফেরাল শুবমান গিলের ভারত!

পিচ ব্যাটিং সহায়ক, সেটা এই পঞ্চম দিনেও। ভারত গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে আরও দ্রুত কেন রান তোলেনি, ইনিংস ঘোষণা করতে এত দেরি কেন করেছে, জয়ের হিসাব পরে রেখে আগে কি ড্র নিশ্চিত করার মতো ‘রক্ষণাত্মক’ অধিনায়কত্ব করেছেন কি না দুই ইনিংসেই ব্যাট হাতে আলো ছড়ানো গিল – ভারত ৬০৮ রানের লক্ষ্য দেওয়ার পর প্রশ্নগুলো উঠেছিল। প্রশ্নগুলো হয়তো অযৌক্তিকও ছিল না। তারওপর এই টেস্টে ভারত নেমেছে তাদের মূল অস্ত্র যাসপ্রীত বুমরাকে বিশ্রামে রেখেই!

কিন্তু গতকালই মোহাম্মদ সিরাজ আর আকাশ দীপ শঙ্কা ছাপিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উসকে দিয়েছিলেন মাত্র ৩০ রানের ভেতর দুই ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট এবং ইংল্যান্ডের ৫০ রান হতে হতে তাদের ব্যাটিংয়ের মূল ভরসা জো রুটকে ফিরিয়ে দিয়ে। ইংল্যান্ড দিন শেষ করেছিল ৩ উইকেটে ৭২ রান নিয়ে। বাজবলের যুগে যে ইংল্যান্ড ‘হয় মারো নয় মরো’ ছাড়া কিছু বুঝতে চায়নি বলে মনে হচ্ছিল, তাদের দিক থেকেই দিন শেষে শোনা গেল, তারা ড্রয়ের কথা মাথা থেকে একেবারে বাদ দিয়ে দেওয়ার মতো বাস্তবতাবিবর্জিত চিন্তা করার দলও নয়!

এরপর আজ সকালে বৃষ্টি যখন প্রথম ঘণ্টা খেলা পণ্ড করে দিল, ভারতের জয়ের চেয়েও ড্রয়ের সম্ভাবনা কেউ বেশি ধরে নিলে তাঁকে দোষ দেওয়া যেত না। ক্রিজে যে হ্যারি ব্রুক ছিলেন, যিনি প্রথম ইনিংসে ইংল্যান্ড দ্রুত ৫ উইকেট হারানোর পর জেমি স্মিথের সঙ্গে ৩০৩ রানের জুটি গড়েছিলেন! ভারতের ক্রিকেটপ্রেমীদের তখন শঙ্কা না জেগে পারে না।

কিন্তু ভারতের বোলাররা – বিশেষ করে আকাশ দীপ – সব হিসেবনিকেশ এমনভাবেই পাল্টে দিলেন যে, ভারতের ক্রিকেটপ্রেমীদের এখন মুগ্ধতা না জেগে পারে না।

আগের দিনের দুটির সঙ্গে আরও ৪টি যোগ করে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন আকাশ দীপ – টেস্টে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট তাঁর। সব মিলিয়ে দুই ইনিংসে ১০ উইকেট। সেখানেও রেকর্ড – ১৯৮৬ সালে এই বার্মিংহামেই চেতন শর্মার (১০/১৮৮) পর ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্টে দশ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার বনে গেলেন আকাশদীপ।      

দিনের চতুর্থ ওভারে – ১৯তম বলে - ওলি পোপকে ফিরিয়ে ধংসযজ্ঞের শুরু আকাশদীপের, ইংল্যান্ডের রান তখন ৮০। এর ১৪ বল পর আবার, ইংল্যান্ড ইনিংসে আর ৩ রান যোগ হতেই ফেরালেন হ্যারি ব্রুককেও। ইংল্যান্ড প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়েছিল ৮৪ রানে, এবার ৮৩ রানে!

এরপর প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের জুটিতে ব্রুকের সঙ্গী স্মিথ যখন আজ বেন স্টোকসকে (৩৩) সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে ১০০ হয়ে ১৫০-ও পার করালেন, লাঞ্চও যখন ঘনিয়ে আসছে, ভারতের ক্রিকেটপ্রেমীদের বুঝি আবার দেজা ভ্যু হচ্ছিল! কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডাব্লিউ হয়ে গেলেন স্টোকস, লাঞ্চ ব্রেকও হয়ে গেল সঙ্গে সঙ্গেই। ইংল্যান্ডের রান তখন ১৫৩, ভারতের আর ৪ উইকেট দরকার।

দলের রান ২০০ হওয়ার ঠিক আগে, ১৯৯ রানে ক্রিস ওকসও যখন ফিরলেন, ভারত কিছুটা স্বস্তি পেল। এক প্রান্তে স্মিথ দাঁড়িয়ে গেছেন ঠিকই, প্রথম ইনিংসের মতোই আগ্রাসী ভঙ্গিতে, কিন্তু অন্য প্রান্তে তো ইংল্যান্ডের লেজ চলে এসেছে ততক্ষণে। অত হিসেব-নিকেশও আর করা লাগল না, যখন ইনিংসের ৫৬তম ওভারে জেমি স্মিথকেও (৮৮) ফিরিয়ে দিলেন আকাশদীপ! ইংল্যান্ডের রান তখন ৮ উইকেটে ২২৬, তখন দ্বিতীয় সেশনেও অর্ধেকের বেশি বাকি! ভারতের জয় তখন সময়ের ব্যাপার।

জশ টাংকে ফেরালেন জাদেজা, আর ব্রাইডন কার্সকে ফিরিয়ে হিসেবটা মিলিয়ে দিলেন আকাশদীপই।

এ টেস্টের চার ইনিংসে দুদলের ৪০ উইকেটের মধ্যে বোল্ড আউট ছিল ১৫টি। চলতি শতাব্দীতে যা এক টেস্টে সর্বোচ্চ বোল্ড আউটের ঘটনা। আগের রেকর্ডটি ছিল ১৩টি বোল্ডের, যা এ শতাব্দীতে এর আগে ৪ বার দেখা গেছে।
লর্ডস টেস্টের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে গতকাল থেকেই। রিভিউ নেওয়ার পরেও ইংল্যান্ডের পক্ষে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত গিয়েছে। বিশেষ করে জো রুটের বিপক্ষে এলবিডাব্লিউর সিদ্ধান্ত আম্পায়ারস কল হওয়ায়...
লর্ডসে প্রথম ইনিংসে দুদলই ৩৮৭ রান করার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত। ম্যাচের ফল নির্ধারণী পঞ্চম দিনে...
৩ উইকেটে ১৪৫ রানে তৃতীয় দিন শুরু করা ভারত এগিয়ে ছিল দিনের শেষ সেশনের আগ পর্যন্ত। লোকেশ রাহুলের সেঞ্চুরি (১০০) এবং ঋষভ পন্ত (৭৪) ও রাভীন্দ্র জাদেজার (৭২) ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে...
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় স্বামীর বাড়িতে বেড়াতে এসে এক আমেরিকা প্রবাসী নববধূ (২৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজন আটক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.