সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

রংপুরে আওয়ামী লীগের দুই সাবেক এমপির বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম

রংপুরে ঘটনার ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ২২৪ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেছেন নিহতের বাবা আফতাব উদ্দিন। তিনি গত ৮ মার্চ রংপুরের মিঠাপুকুর থানায় মামলার আবেদন করলেও গতকাল মঙ্গলবার রাতে রেকর্ড হয়েছে।

বাদী মো. আফতাব উদ্দিন মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের বাসিন্দা। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

ওসি বলেন, ‘দীর্ঘ কয়েক বছর পর এই হত্যা মামলাটি করেছেন নিহতের বাবা। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে ফাঁসি রায়ের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। হরতালের সমর্থনে মিঠাপুকুর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা জামায়াতের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়।

এসময় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগের নেতাকর্মীরা এইচ এন আশিকুর রহমানের নির্দেশে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আশিকুর রহমান নামে এক তরুণ গুলিবিদ্ধ হন এবং মহাসড়কেই মৃত্যুর কোলে ঢলে পরেন। এতে অন্তত ৫০/৬০ জন জামায়াত শিবিরের নেতাকর্মী গুরতর আহত হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতরা উন্নত চিকিৎসা সেবা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।’

মামলায় বাদী উল্লেখ করেন, সন্তান হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মিঠাপুকুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নিতে অসম্মতি প্রকাশ করে। যার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। সেই থেকে দীর্ঘ ১২ বছর পর মামলাটি করা হয়েছে।

৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের ৭ মাস পর ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানকে ১ নম্বর আসামি, তাঁর ছেলে আওয়ামী লীগের উপ–কমিটির নেতা রাশেক রহমানকে ২ নম্বর আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাকির হোসেন সরকারকে ৩ নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীর ২২৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতিদ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।’

সিরাজগঞ্জের বেলকুচিতে মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৮ জন। গতকাল শনিবার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতের রায় আজ রোববার বহাল রেখেছেন হাইকোর্ট। ফলে এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের...
নাটোরে হত্যা ও অটোরিকশা ছিনতাই মামলায় মোহম্মদ হাসিবুল নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ...
রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নির্মল খীসা (৩২) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা নিহত হয়েছেন। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে খামার পাড়া এলাকায় আজ রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.