প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। ক্ষণজন্মা এই সুপারস্টারের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে তাঁর ভক্তরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিম সালমান শাহর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নায়কের স্মরণে আজ বাদ আসর এ আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে, যা তেজগাঁও থানার উল্টো পাশে অবস্থিত।
বিষয়টি জানিয়ে টিম সালমান শাহর পক্ষ থেকে বলা হয়, ‘আশা করি প্রিয় নায়কের ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে শামিল হবেন।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে সালমান শাহর ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশের একাধিক রিপোর্টে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হয়েছে। তবে তাঁকে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছেন অভিনেতার মা নীলা চৌধুরী।