বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছেন 'ডিয়ার মা' সিনেমায়। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায়। ৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন। ট্যাগলাইনে রাখা হয়েছে— 'রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?'
ট্রেলারে দেখা যায়, মেয়ে দাবা খেলছে, মা সেটা দেখছেন। এমন এক জটিল কিন্তু আবেগঘন সম্পর্ককে ঘিরেই নির্মিত হয়েছে 'ডিয়ার মা'।
সিনেমাটির দুই মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। আরও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
ট্রেলার প্রকাশের পরদিন, শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, 'টনি দা, সবসময়ই শুভ কামনা।' — পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে উদ্দেশ করে এই বার্তা।
অমিতাভ বচ্চনের এই আন্তরিক পোস্ট নজর এড়ায়নি জয়া আহসানের। নিজের ফেসবুকে পোস্টটি শেয়ার করে জয়া লেখেন, 'হাসি দিয়ে শুক্রবার শুরু। অমিতাভ বচ্চন ডিয়ার মা সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার, আপনার আশীর্বাদের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।'
উল্লেখ্য, এর আগেও অমিতাভ বচ্চন জয়া আহসান অভিনীত 'দশ অবতার' সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন।