সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

কোরিয়ানদের সুন্দর ত্বকের রহস্য জেনে নিন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:৫৪ পিএম

ময়েশ্চারাইজার ক্রিম থেকে শুরু করে স্ক্রাব, একটা সময় কোরিয়ার মেয়েরা নিজেদের স্কিনকেয়ার পণ্য নিজেরাই বাড়িতে বানিয়ে নিতেন। সবুজ মুগ ডাল বেটে পানির সাথে মিশিয়ে ক্লিনজারে রূপ দিতেন তাঁরা। আর একই উদ্ভিদের রস থেকে বানিয়ে নিতেন ক্রিম। ভিটামিন-ই যে ত্বকের আর্দ্রতা ধরে রাখে, সে কথা অজানা ছিল না তাদের। তাই তো ভিটামিনে ভরপুর কুসুম ফুলের তেল মাখতেন তাঁরা। 

কোরিয়ান নারীদের কাছে ভ্রু-এর আবেদন ছিল অনেক। আইব্রো ইঙ্ক বা কাজল দিয়ে চেহারার সাথে মানানসই আকৃতিতে ভ্রু এঁকে নিতেন তাঁরা। জিনসেংয়ের সাহায্যে পাতলা ভ্রু আঁকাও তখন স্বাভাবিক ছিল। শেষে সামান্য পাউডার মেখে মুখটাকে ফ্যাকাশে আর সাদাটে করার চল ছিল তাঁদের মধ্যে।

মেশিনে নয়, ঐতিহ্যগতভাবে কোরিয়ান প্রসাধনী হাতেই তৈরি করা হত। সে সময় আধুনিক কোনো প্রিজারভেটিভ ছিল না। তাই তাঁরা অল্প পরিমাণে এসব বিউটি পণ্য তৈরি করে ছোট ছোট ভাগে সংরক্ষণ করতেন। আর প্রসাধনী এবং ক্রিম রাখার পাত্রগুলো ছিল সিরামিকের।

আয়নাযুক্ত একটি কাঠের বাক্সে তাঁরা সব মেকআপ সামগ্রী রাখতেন। সেখানে পাউডার ব্লেন্ডের জন্য ব্রাশ, আইব্রো ইঙ্ক, গাল রাঙানোর রুজ ইত্যাদি একসাথে সাজানো থাকত। এতেই বোঝা যায় তাঁরা সাজের ব্যপারে কতটা সৌখিন।

আর এখন তো আই ক্রিম, মাস্ক, বলিরেখা নিরোধী ওষুধ, লোশন, ময়েশ্চারাইজার, সেরামের মতো শতশত পণ্যে সয়লাব কোরিয়ান প্রসাধনের বাজার। বর্তমানে নেচার রিপাবলিক, স্কিন ফুড, ল্যানেইজ, মিশশা, ইনস্ফ্রি, টনি মলি, ফেইস শপের মতো ব্র্যান্ড আমাদের দেশেও সমান জনপ্রিয়।

কোরিয়ান ত্বক পরিচর্যাকারী পণ্যের অন্যতম বড় দিক হলো, এখানে প্রতিটি উপাদানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। বেশিরভাগ কোরিয় ব্র্যান্ড এমন উপাদান বেছে নেয়ার পক্ষে যেন তা সব ধরনের ত্বকের উপযোগী হয়। তারাই প্রথম ‘নো কসমেটিক’ মেকআপের প্রচলন করেছেন। তাই তো এসব কসমেটিক মুখে লাগালেও মেকআপের কোনো অস্তিত্ব বোঝা যাবে না। আর সেক্ষেত্রে ত্বক সুন্দর এবং সুস্থ হওয়া তো বাঞ্ছনীয়। ডিউয়ি লুক, বেবি ফেসের মতো ধারাগুলোও কোরিয় প্রসাধন কোম্পানির মাধ্যমে প্রচলিত হয়েছে।

তাঁদের প্রতিটি প্রসাধন একটি অন্যটি থেকে আলাদা। এক কথায় বলতে গেলে, কোরিয়ান প্রসাধনী ত্বকের সহজাত বৈশিষ্ট্য ফুটিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত, উজ্জ্বল ও ডিউয়ি বা গ্লোয়ি। আজ জানতে পারবেন ৬টি ত্বক পরিচর্যাকারী উপাদান, যা কোরিয়ানরা বহুলভাবে ব্যবহার করে থাকেন।

শামুকের শ্লেষ্মা: কোরিয়ান ত্বক পরিচর্যাকারী পণ্যে ব্যবহৃত উপাদানের অন্যতম শামুকের শ্লেষ্মা বা মিউসিন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই উপাদান সমৃদ্ধ প্রসাধনী। দাগছোপ হালকা করা, ক্ষত সারানো ও বলিরেখা কমানো ইত্যাদিতে অবদান রাখে এই শ্লেষ্মা। ত্বক বিশেষজ্ঞদের মতে, শামুকের মিউসিন প্রোটিন, গ্লাইকোলিক অ্যাসিড এবং ইলাস্টিনের একটি সংমিশ্রণ। এই শ্লেষ্মার জন্যই শামুক তীক্ষ্ম পাথর ও ডালপালার মধ্যে অনায়াসে চলাচল করতে পারে।

গ্রিন টি: শুধু স্বাদেই দারুণ নয়, ত্বক পরিচর্যায়ও জাদুকরী ভূমিকা রাখে এই গ্রিন টি। আপনার ত্বক শুষ্ক থাকলে বেছে নিতে পারেন গ্রিন টিয়ের নির্যাস সমৃদ্ধ পণ্য। এটি মূলত আপনার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এছাড়াও ক্যানসার প্রতিরোধী এজেন্ট থাকায় গ্রিন টি ত্বকে ভিটামিনেরও যোগান দেয়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের প্রদাহজনিত সমস্যাও দূর করে।

ফারমেন্টেড সয়াবিন: সময়ের আগে ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে সক্ষম ফারমেন্টেড বা গাঁজানো সয়া বীজ। ফারমেন্টেশন প্রক্রিয়ার ফলে এতে থাকা সয়কল-জি সক্রিয় হয়। এটি কোলাজেন একটিভেটর হিসেবে ত্বকের নমনীয়তা ধরে রাখে। ফারমেন্টেড সয়াবিনে থাকা কোলাজেন থাকে বলিরেখা কমাতে ভূমিকা রাখে।

জিনসেং: কোরিয়ায় যত ধরনের ভেষজ মূল মেলে, তার মধ্যে জিনসেংয়ের অবস্থান একেবারে শীর্ষে। এই উপাদানটি রান্না এবং ত্বকচর্চা দুই ক্ষেত্রেই বহুল ব্যবহৃত। জিনসেংয়ে এমন উপাদান রয়েছে যা ত্বককের তারুণ্য ধরে রাখে। অ্যাটি-এজিং উপাদানের পাশাপাশি এই ভেষজটি মুখের দাগ দূর করতেও সাহায্য করে। সেই সঙ্গে ত্বককে ফর্সা করে। প্রয়োজনীয় ভিটামিন এবং ক্যানসার প্রতিরোধী এজেন্ট সরবরাহ করে এই জিনসেং।

অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফ্যাট এবং তেল রয়েছে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রেখে মসৃণ করতে সাহায্য করে। অনেক সময় ত্বক শুষ্ক হয়ে চামড়া উঠতে শুরু করে। সেক্ষেত্রে অ্যাভোকাডো বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাই অ্যাভোকাডো অয়েল সমৃদ্ধ পণ্য ব্যবহারে উপকার পাওয়া সম্ভব। শুধু মুখের ত্বকেই নয়, ভঙ্গুর নখ সারাতে এবং চুলের আগা ফাটা রোধেও এই তেল বেশ কার্যকর। 

টমেটো: ভিটামিনে ভরপুর টমেটো ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সহায়ক। টমেটোকে উচ্চ মাত্রার অ্যাস্ট্রিনজেন্টে রূপান্তরিত করা যেতে পারে। অ্যাস্ট্রিনজেন্ট হলো এমন উপাদান যা ত্বক পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল শোষণে সাহায্য করতে পারে। তবে টমেটোর মূল অবদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে। টমেটোর কনসেনট্রেশন বা ঘনত্ব এমন যে, আমাদের ত্বক তা দ্রুত শুষে নেয়। ত্বক পরিচর্যাকারী উপাদান হিসেবে টমেটো ব্যবহারে তাই দাগছোপ দ্রুত দূর হয়।

তথ্যসূত্র: কিউ-ডিপো ডটকম

ঘরের গাছ ঘরকে শুধু সুন্দরই করে না, বরং বাতাসও বিশুদ্ধ রাখে। কিন্তু বছরের সব ঋতুতে গাছগুলোকে সুস্থ রাখা সহজ কাজ নয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছ বাড়ে না, এমনকি শুকিয়ে যেতে শুরু করে। তবে একটু...
রসুনের আচার শুধু স্বাদেই অনন্য নয়, বরং এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ঝাল-টক-ঘ্রাণে ভরপুর এই আচার খিচুড়ি, ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ খেতে। বাজার থেকে না কিনে, বাড়িতেই বানাতে পারেন মজার এই আচার।...
আজকাল শুধু দামি বা ঝকঝকে হলেই স্নিকার আকর্ষণীয় হয় না। এখনকার স্নিকারের মধ্যে থাকতে হয় গল্প, শিকড় আর নিজস্বতা। একঝাঁক নারী ডিজাইনার সেই কাজটাই করছেন। নিজের সংস্কৃতি, অভিজ্ঞতা আর কল্পনাশক্তিকে...
৫৮ বছর বয়সেও মুখে বয়সের রেখা যেন স্পর্শই করতে পারেনি। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক যেন সময়কে থামিয়ে রেখেছেন। মেকআপ ছাড়া ছবি পোস্ট করতেও পিছপা নন তিনি। নিজের চুলে সাদা রঙের ঝিলিক নিয়েও...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.