সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মিস ইন্টারন্যাশনাল ২০২৪

জাপানে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের নুজহাত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ এএম

চলতি বছরের নভেম্বরে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইন্টারন্যাশনাল’ এর ৬২ তম আসর। যেখানে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। এবার বাংলাদেশ থেকে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৪’ এর প্রতিনিধিত্ব করবে নুজহাত তাবাসসুম এফা। তার আগে ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এ সেরার খেতাব অর্জন করে নেয় এফা।

এই সৌন্দর্য প্রতিযোগিতায় উদীয়মান তারকা হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাপানের রাজধানী টোকিতেও অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ তাঁর অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বছরের প্রতিযোগিতার মূল থিম ‘সাটেইনেবিলিটি ইন পেজেন্ট্রি’। এই থিমকে বেছে নেওয়ার কারণ জাপানের জাতীয় সংস্থাগুলোকে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আত্মবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করা।

মিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ পর্বে সেরা হয়েছেন এফা। ছবি: এএমটিসি

৩ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের আয়োজিত এক অনুষ্ঠানে সৌন্দর্য প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে দেশের আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আজরা মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই সুযোগ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কারণ আমরা চাই বাংলাদেশের তরুণীদের ক্ষমতায়ন, ফ্যাশনের বাইরের বৃহত্তর জগতে তাদের স্বপ্নপূরণে সহায়তা করতে। আমাদের ক্যাম্পের উদীয়মান ও অসাধারণ প্রতিভাধর এফা তাঁর মেধার ঔজ্জ্বল্য প্রদর্শন করবেন মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায়। এজন্য আমরা কেবল উচ্ছ্বসিত নই বরং আরো আনন্দিত।’

মিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক স্টিফেন দিয়াজও বলেন, ‘দুই বছর ধরে আমাদের ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি সত্যিই দারুণ। সৌন্দর্যের পাশাপাশি, বাংলাদেশের মানুষ তাদের কঠোর পরিশ্রম, মেধা ও অসাধারণ দক্ষতার জন্য সুবিদিত। এএমটিসির সঙ্গে আমাদের এই গাঁটছড়া অনন্য সম্মানের বিষয় এবং আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি দেখার অপেক্ষায় আছি।’

আজরা মাহমুদের সঙ্গে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ বিজয়ী এফা। ছবি: এএমটিসি

এবছরের ১২ নভেম্বর টোকিও ডোম সিটি হলে অনুষ্ঠিত হবে মিস ইন্টারন্যাশনাল ২০২৪। এই ইভেন্টে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। এই আসরে তারা উদযাপন করবেন সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈশ্বিক সম্প্রীতির অনন্যতা।

উল্লেখ্য, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৪’ বাংলাদেশ পর্বের আয়োজনের লাইসেন্স পায় আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। সারাদেশ থেকে অংশগ্রহণকারী মডেলদের থেকে সেরাকে খুঁজে নেন মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। আর এই আয়োজনের স্পন্সর হিসেবে কাজ করেছে জাপানি ব্র্যান্ড শোকুবুতসু।

আপনি কি কোরিয়ান স্কিনকেয়ারের ভক্ত? তাহলে নিশ্চয়ই ‘গ্লাস স্কিন’ ট্রেন্ডটি আপনার চোখ এড়ায়নি! সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে এমন সব ভিডিও। যেখানে মানুষ দেখাচ্ছে ফিল্টার ছাড়াই কাচের মতো চকচকে ত্বক। এই...
আপনি হয়তো মাস্কারা লাগিয়েছেন বহুবার, কিনেছেন নামীদামি ব্র্যান্ড, ঘনত্ব পেতে চেয়েছেন প্রতিবার। কিন্তু তারপরও পাপড়ি হয়তো ক্লাম্পড, কার্ল হয় না, আবার কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়ে। মাস্কারার...
স্ক্যাল্প সানস্ক্রিন মূলত মাথার ত্বক ও চুলকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ত্বকের মতোই আমাদের স্ক্যাল্পও সূর্যের নিচে পড়ে যায়, আর দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে সেখানে হতে পারে...
ঈদের সাজগোজের সব প্রস্তুতি কি শেষ? জামাকাপড় বেছে নেওয়া হয়ে গেছে, গয়নাগাটি মেলে রাখা আছে, মেহেদিও হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখনো বাকি, আর তা হলো ঈদের জন্য পারফেক্ট মেকআপ লুক। চিন্তা নেই, এখানে রইল...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.