সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

নারীদের দখলে স্নিকার দুনিয়া

একজোড়া জুতা বদলে দিচ্ছে ফ্যাশন সংস্কৃতি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম

ওয়েলস বোনারের ডিজাইন করা অ্যাডিডাস সামবা অনেকটা ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া জুতা। রুপালি রঙের এই স্নিকার এতটাই জনপ্রিয় হয়েছে যে, এখন এটি শুধু ফ্যাশন নয়, বরং রুচির প্রতীক।

এই জুতা যতটা আলোচিত হয়েছে, তার চেয়েও বড় ব্যাপার হলো, এটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ আলোচিত সব স্নিকার তৈরির পেছনে কাজ করছেন নারী ডিজাইনাররা।

স্নিকারের জগতে ‘কল্যাব’ নতুন কিছু নয়। অনেক বছর ধরেই ব্র্যান্ডগুলো বিভিন্ন ডিজাইনার বা সেলিব্রিটির সঙ্গে কাজ করে নিজেদের নিজেদের পণ্যের মান ধরে রেখেছে। তবে এটি শুধু লোগো বসানো নয়। বরং সেখানে গল্প আছে, চিন্তা আছে, নকশার সৃষ্টিশীলতা আছে।

কমপ্লেক্স স্নিকারসের লেখক ও ইউটিউবার জ্যাক স্লেড বলেন, ‘ব্র্যান্ডগুলো এখন বোঝে, কাদের সঙ্গে কাজ করলে সত্যিকারের প্রভাব তৈরি করা যায়। ফলে এই কাজটি এখন অনেক বেশি অর্থবহ হয়ে উঠছে। যা পুরো স্নিকার কালচারকে পাল্টে দিয়েছে।’

স্নিকার কালচার শুরু থেকেই ছিল পুরুষদের দখলে। বাটা শু মিউজিয়ামের ইতিহাসবিদ এলিজাবেথ সেমেলহ্যাক বলেন, ‘৭০–এর দশকে নিউ ইয়র্কে স্নিকার কালচারের জন্ম হয় মূলত ছেলেদের ঘিরে। পরে ব্র্যান্ডগুলো যখন আন্তর্জাতিক বাজারে যায়, তখনও সেরা স্নিকারগুলো কেবল ছেলেদের সাইজেই পাওয়া যেত।’

এই প্রবণতা বদলাতে শুরু করে ২০১০ সালে। যখন নিউ ইয়র্কের স্ট্রিটওয়্যার সংস্কৃতির পরিচিত মুখ ডিজে ভাসটি কোলা প্রথম নারী হিসেবে ডিজাইন করেন ‘এয়ার জর্ডান’। সেমেলহ্যাক বলেন, ‘স্নিকার কালচারের প্রাণ হচ্ছে গল্প। যত বেশি ভিন্ন গল্প বলা যাবে, এই সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে।’

আজকের দিনে সেই গল্পের মূল চরিত্র হয়ে উঠছেন নারী ডিজাইনাররা। বড় বড় ব্র্যান্ড এখন নারীদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইতিহাসবিদের ভাষায়, ‘নারীদের অংশগ্রহণ বাড়ছে, আর স্নিকার এখন তাই নারীদের ফ্যাশনের মূলধারায়।’

নারীদের ফ্যাশনে যারা আলোচিত নাম, তাঁদের অনেকেই এখন স্নিকার ডিজাইনে সফল। যেমন, ড্যানিয়েল গুইজিওর তৈরি করা পুমা স্পিডক্যাট। যা প্রতিবারই বাজারে এলেই বিক্রি শেষ। স্যান্ডি লিয়াংয়ের ডিজাইন করা স্যালোমনের গরপ-কোর স্টাইলও দারুণ চলছে।

জ্যাক স্লেড বলেন, ‘স্নিকার কালচার আসলে মানুষের গল্পের জায়গা। এখানে জুতার প্রতি ভালোবাসা থেকে সম্পর্ক তৈরি হয়। কারুশিল্পের প্রতি শ্রদ্ধা তৈরি হয়। সেই সাথে পুরোনো দিনের প্রতি একধরনের ভালোবাসা কাজ করে।’

এই জায়গায় নারী ডিজাইনাররা এখন কেবল শুরু করেননি, বরং তারা নেতৃত্ব দিচ্ছেন। তারা নিজেদের নারীত্ব থেকে অনুপ্রেরণা নিচ্ছেন, নারী প্রতিভাকে তুলে ধরছেন। এই অনবরত বদলে যাওয়া দুনিয়ায় নিজেদের জায়গা শক্ত করে নিচ্ছেন।

পরের পর্বে থাকবে সেই পাঁচ নারী ডিজাইনারের গল্প, যারা স্নিকার দুনিয়া বদলে দিচ্ছেন নিজের মতো করে।

তথ্যসূত্র: ইনস্টাইল

সাধারণ ববি পিন আর প্লেইন হেয়ারব্যান্ডের দিন শেষ! এখন ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘হেয়ার হার্ডওয়্যার’। র‍্যাম্প শো হোক বা রেড কার্পেট, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ট্রিট স্টাইল, সবখানেই এখন চোখে পড়ছে এই...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
এক সময় কালো ঠোঁট মানে ছিল বিদ্রোহ। গথ ফ্যাশনের গণ্ডি পেরিয়ে তখনো মূলধারায় প্রবেশ করেনি এই রঙ। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। ২০২৫ সালে এসে কালো ঠোঁট হয়ে উঠেছে আধুনিক গ্ল্যামারের প্রতীক। সম্প্রতি...
বিলাসবহুল ব্র্যান্ড প্রাডার ব্যাগ হাতে নেওয়া মানেই ফ্যাশনে একধাপ এগিয়ে থাকা। কিন্তু হুবহু দেখতে নকল ব্যাগ বাজারে ছড়িয়ে পড়ায় আসল-নকল বুঝে নেওয়াটা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রাডা ব্যাগের সূক্ষ্ম...
নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাড়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে।  জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম...
দেশে বেকারত্বের হার এখনো আশানুরূপ কমেনি, মন্তব্য করে এ সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.