সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যে ব্যাগ কিনলে বেচা যাবে দ্বিগুণ দামে

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পিএম

বিলাসবহুল ফ্যাশনের বাজারে চমক দেখাচ্ছে ফরাসি ব্র্যান্ড হার্মেস। এলভিএমএইচকে (মোয়েত হেনেসি লুই ভিতোঁ) পেছনে ফেলে এটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বিলাসপণ্য কোম্পানি।

প্যারিসে শেয়ারবাজারে হার্মেসের বাজারমূল্য এখন ২৪৮.৬ বিলিয়ন ইউরো, যা প্রায় ২৯ লক্ষ ৫৫ হাজার ৩৪০ কোটি টাকা। যেখানে এলভিএমএইচের মূল্য ২৪৪.৪ বিলিয়ন, যা প্রায় ২৯ লক্ষ ৮ হাজার ৮৬০ কোটি টাকা।

গত এক বছরে হার্মেসের শেয়ারমূল্য বেড়েছে ২ শতাংশ। বিপরীতে এলভিএমএইচের কমেছে ৩৮ শতাংশ। বিলাসপণ্যের বাজারে মন্দা থাকলেও হার্মেস ঠিকই মাথা উঁচু করে টিকে আছে।

তবে এই সাফল্যের পেছনে যে একটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তা হলো তাদের তৈরি হ্যান্ডব্যাগ, বারকিন।

ক্রেতারা শোরুমে গেলেই তাদের ব্যাগ কিনতে পারেন না, তার জন্য লয়াল কাস্টমার হতে হয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কীভাবে তৈরি হলো বারকিন ব্যাগ?

১৯৮৪ সালের কথা। ফ্রান্সের এক বিমানে হার্মেসের তৎকালীন প্রধান জঁ লুই ডুমা সঙ্গে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জেইন বারকিন। তিনি নিজের ব্যাগের অগোছালো অবস্থা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তখনই শুরু হয় আলোচনা, আর সেখান থেকেই জন্ম নেয় বারকিন ব্যাগের ধারণা।

পরে হার্মেসের পক্ষ থেকে তৈরি করা হয় প্রথম ‘বারকিন ব্যাগ’, যার সামনের ফ্ল্যাপে লেখা ছিল জেইনের আদ্যক্ষর ‘জেবি’। এরপর থেকেই এই ব্যাগ হয়ে ওঠে এক অনন্য প্রতীক। যেখানে ফ্যাশন, বিলাসিতা ও রহস্য এক হয়ে যায়।

বারকিন কেন এত দুর্লভ?

বারকিন ব্যাগের মূল আকর্ষণ শুধু এর ডিজাইন বা চামড়া নয়। এটি কেনার পদ্ধতি, যা রহস্যে ঘেরা। হার্মেস কাউকে সরাসরি দোকান থেকে এই ব্যাগ দেয় না। আগে হতে হয় তাদের নিয়মিত ক্রেতা। সেই সাথে তার থাকতে হয় ভালো অর্ডার হিস্ট্রিও। অনেকেই বছরে হাজার হাজার ডলার খরচ করেও এই ব্যাগের তালিকায় জায়গা পান না।

বিশেষজ্ঞরা বলছেন, এই একচেটিয়া বিক্রয়নীতিই বারকিনকে বানিয়ে তুলেছে ফ্যাশনের ইতিহাসে অন্যতম আকাঙ্ক্ষিত বস্তু। বিজনেস অব ফ্যাশন জানায়, এই ব্যাগ এখন শুধু ফ্যাশনের উপকরণ নয়। বরং একধরনের সম্পদ। কারণ এটি দ্বিতীয়বার বিক্রির সময় দামও দ্বিগুণ কিংবা তারও বেশি হয়ে যায়।

জেনে নিন দুষ্প্রাপ্য কিছু বারকিন ব্যাগ সম্পর্কে-

হিমালয়া বারকিন: সবচেয়ে দামি ও বিখ্যাত বারকিন এটি। ২০২২ সালে লন্ডনের প্রখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথেবিজ নিলামে একটি ‘ডায়মন্ড হিমালয়া বারকিন ৩০’ বিক্রি হয় ৪ লাখ ৫০ হাজার ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা। সাদা ও ধূসর কুমিরের চামড়ায় তৈরি এই ব্যাগের রঙ হিমালয়ের তুষারে ঢাকা চূড়া থেকে অনুপ্রাণিত। এটি বাজারে খুব কমই দেখা যায়।

ক্লাব বারকিন: ২০১২ সালে প্রথম আসে ক্লাব বারকিন। মাঝখানে থাকে বিশেষ চামড়ার প্যানেল। কিছু সংস্করণে কুমির বা লিজার্ডের চামড়াও ব্যবহার হয়। ২০২৩ সালে হংকংয়ে ক্রিস্টিজ নিলামে সাদা ক্লেমেন্স লেদার ও মাইকোনস নিলোটিকাস লিজার্ড চামড়ার ‘ক্লাব বারকিন ৩৫’ বিক্রি হয়।

ফোবুর বারকিন: ২০১৯ সালে মুক্তি পায় ফোবুর্গ বারকিন, হার্মেসের প্যারিসের প্রধান দোকান রু দ্যু ফোবুর্গ সাঁ হোনোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রথমে আসে ডে ও নাইট সংস্করণ, পরে যুক্ত হয় মিডনাইট এবং স্নো। ব্যাগের সঙ্গে ছোট্ট হার্মেস শপিং ব্যাগ যুক্ত করা হয়, কমলা এইচ সুইফট চামড়ায় তৈরি যা সাধারণ ক্লোচেটের জায়গায় থাকে।

শ্যাডো বারকিন: ২০০৯ সালে ডিজাইনার জঁ-পল গলতিয়েরের তৈরি এই ব্যাগ একেবারে ন্যূনতম নকশার অনন্য উদাহরণ। ২০২১ সালে এটি সীমিত সংস্করণে ফের বাজারে আসে। সথেবিজ অনুযায়ী, ২০২২ সালে একটি ‘শ্যাডো বারকিন ২৫’ বিক্রি হয় ৫২ হাজার ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকা।

বারকিন ব্যাগ আজ শুধু একটি হ্যান্ডব্যাগ নয়। এটি ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতীক। একে ঘিরে আছে গল্প, ইতিহাস আর আভিজাত্য।

হলিউড সুপারস্টার টম ক্রুজের নাম শুনলেই চোখে ভেসে ওঠে অ্যাকশন, স্টান্ট আর বিলাসবহুল জীবনযাত্রা। অভিনয়ের পাশাপাশি দামি গাড়ির প্রতি তাঁর দুর্বলতার খবরও অজানা নয় কারও। তবে এবার জানা গেল, বুগাটি নামক...
রূপচর্চার জগতে যারা নতুন, তাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, প্রাইমার কি আদৌ দরকারি? এই ছোট্ট প্রোডাক্টটি কি সত্যিই তেমন কিছু বদলে দিতে পারে? উত্তরটা হলো, হ্যাঁ। বদলাতে পারে। মেকআপের টেকসই ও নিখুঁত...
চলতি বছরে ফ্যাশনের জগতে আবার দাপটের সঙ্গে ফিরে এসেছে পোলকা ডট প্রিন্ট। তবে দাগগুলো আর আগের মতো সমান আকারের বা ক্লাসিক গোল নয়। এবার এসেছে নতুন ঢংয়ে। কখনো ছোট, কখনো বড়, আবার কখনো অসমমিত। আর রঙের...
আমাদের অনেকেরই ড্রয়ারে থাকে নানা ধরনের মেকআপ প্রোডাক্ট। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসাধনী জিনিসগুলো কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ? অনেকেই জানেন না, মেকআপ প্রোডাক্ট একবার খুলে ফেলার পর সবসময়...
আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তা রাজপথে গড়াবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.