সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভ্রমণের আগে শুধু টিকিট বা খাবার নয়, জানুন কোন বিমানে চড়ছেন

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:০০ পিএম

চলতি বছরের জুনের আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর শুরু হয়েছে একটি মূল বিষয় নিয়ে, বিমানের বয়স। ওই দুর্ঘটনায় ব্যবহৃত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি ২০১৪ সালে ডেলিভারি পাওয়া, অর্থাৎ তখন তার বয়স ছিল ১১ বছর।

যদিও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, দুর্ঘটনার পর তারা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বহরে নজরদারি চালিয়েছে। তবে বড় কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে পায়নি।

তবুও আপনি একজন সচেতন যাত্রী হিসেবে ফ্লাইটে ওঠার আগে জানতে চান, বিমানটি কত বছরের পুরোনো। তাহলে নিচের কয়েকটি উপায়ে তা খুব সহজেই বের করে নিতে পারেন।

কীভাবে জানবেন বিমানের বয়স

রেজিস্ট্রেশন নম্বর (টেইল নাম্বার) খুঁজে বের করুন

প্রত্যেকটি বিমানের একটি করে ইউনিক টেইল নাম্বার থাকে, ঠিক যেমন গাড়ির নম্বর প্লেট। যেমন, আমেরিকার বিমানে ‘এন’ দিয়ে শুরু হয়। ভারতের বেসরকারি বিমানগুলোতে এটি শুরু হয় ‘ভিটি’ আর বাংলাদেশি বিমানের হয় ‘এস২’। যেমন, এস২-এজেইউ (S2-AJU)। সাধারণত এই নম্বরটি বিমানের লেজের কাছাকাছি অথবা নাকের নিচে লেখা থাকে।

অনলাইনে টেইল নাম্বার সার্চ করুন

এই নম্বর দিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে বিমানের ইতিহাস বের করতে পারেন। বিশ্বস্ত সাইটের মধ্যে রয়েছে, এয়ারফ্লিটস ডট নেট। এখানে বিমানের তৈরি ও ডেলিভারি তারিখ জানা যায়। আবার ফ্লাইটঅওয়্যারে বিমানের অপারেশনাল হিস্ট্রি বা উড়ানসংক্রান্ত তথ্য পাওয়া যায়।

ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন

ফ্লাইটরাডার২৪-এর মতো অ্যাপ (সিলভার সাবস্ক্রিপশন বা তার বেশি) ব্যবহার করে আপনি বিমানের মডেল, বয়স, এমনকি ছবিও দেখে নিতে পারেন।

এয়ারলাইনের ফ্লাইট ডিটেইলস দেখুন

গুগল ফ্লাইটসের মতো প্ল্যাটফর্মে অনেক সময় বিমান মডেল উল্লেখ থাকে (যেমন: বোইং ৭৮৭)। বিমানের মডেল জানলে তার প্রোডাকশন টাইমলাইন ধরে প্রায়ই বয়স অনুমান করা যায়।

বিমানের রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকলে দেখা দিতে পারে নানা সমস্যা। ছবি: ফ্রিপিক

পুরোনো বিমান মানেই কি ঝুঁকি?

বিমানের বয়স অনেক কিছু বোঝায়। যেমন, প্রযুক্তিগত দিক থেকে কতটা পুরোনো, কতদিন ব্যবহৃত হয়েছে ইত্যাদি। তবে বয়স বাড়লে ঝুঁকি বাড়ে, এমন কথা ঠিক নয়। ভালভাবে রক্ষণাবেক্ষণ করা হলে ২০ বছরের পুরোনো বিমানও নিরাপদ। সমস্যা হয় তখনই, যখন রক্ষণাবেক্ষণের মানে ঘাটতি থাকে।

এয়ার ইন্ডিয়ার ঘটনা নিয়েও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, বিমানটির বয়সই দুর্ঘটনার কারণ। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশিরভাগ এয়ারলাইনের বহরে খুব বেশি পুরোনো বিমান নেই। তাদের সরকারি হিসাব অনুসারে, আহমেদাবাদ দুর্ঘটনার আগে এয়ার ইন্ডিয়ার বহরে ছিল ১৮৮টি বিমান। এর মধ্যে ৪৩টি বিমানের বয়স ১৫ বছরের বেশি, ২৭টি ১০ থেকে ১৫ বছরের মধ্যে, ৫৯টি ৫ থেকে ১০ বছরের মধ্যে এবং ৬৯টি বিমানের বয়স ৫ বছরেরও কম। এ হিসাবে ৩৭ শতাংশ বিমানই ১০ বছরের বেশি পুরোনো।

তাহলে কী করবেন?

আপনার বিমানের নিরাপত্তা জানতে এখন আপনি আরও সচেতন হতে পারেন। শুধু বিমানের মডেল নয়, তার বয়স, ইতিহাস, ও কোন এয়ারলাইনের পরিচালনায় আছে, সব মিলিয়ে এক ছবিতে দেখা সম্ভব।

যাত্রা শুরুর আগে শুধু টিকিট বা খাবার নয়, একটু সময় নিয়ে জেনে নিন, আপনি কোন বিমানে চড়ছেন। নিরাপদ ভ্রমণের এটাই তো প্রথম ধাপ।

এবার টাকা ছাড়াই বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে জাপান। বিষয়টা অবাক করা হলেও, সত্যি। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য এমনই সুযোগ নিযে এসেছে জাপান এয়ারলাইন্স। তবে টোকিও নয়, জাপানের নির্জন গ্রামে বা দ্বীপে...
অতিরিক্ত পর্যটকের ভিড়ে হাঁসফাঁস করছে ইউরোপের জনপ্রিয় সব শহর। সেই তালিকায় এবার যোগ দিল ফ্রান্সের কান। ভেনিস, বার্সেলোনা, আমস্টারডামের মতো শহরগুলো যখন পর্যটক নিয়ন্ত্রণে কঠোর নিয়ম চালু করছে, এবার...
তিন বছর আগে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা ব্যবহার বৈধ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল থাইল্যান্ড। দেশটি হয়ে উঠেছিল এশিয়ার প্রথম গাঁজা-উন্মুক্ত দেশ। কাও সান রোড, পাতায়া কিংবা ফুকেট, দেশের জনপ্রিয়...
বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এমন এক জায়গা, যেখানে আপনার ব্যাগের প্রতিটি জিনিস স্ক্যান হয়, পর্যবেক্ষণ করা হয়। একটু অসতর্ক হলেই আপনার ফেলে দিতে হতে পারে পছন্দের পারফিউম বা সদ্য কেনা পাওয়ার ব্যাংকটিও।...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.