অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছে ভারত। বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা নিয়ে নয়। বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান তিনি।
প্রণয় ভার্মা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আজ প্রথম সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা ছিলনা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন আলাপ হয়নি।’
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ মেয়াদি অংশীদার হিসেবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে, এ সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে যুক্তরাজ্য।’
এরপর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস।
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘এরই মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যে-সব শ্রমিক সৌদি আরব যেতে চান, তাদের ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে।’
এসময় বাংলাদেশে দ্রুত স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।