সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলছেন বিদেশি কূটনীতিকরা 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছে ভারত। বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। 

বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা নিয়ে নয়। বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান তিনি। 

প্রণয় ভার্মা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আজ প্রথম সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা ছিলনা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন আলাপ হয়নি।’ 

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ মেয়াদি অংশীদার হিসেবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে, এ সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে যুক্তরাজ্য।’

এরপর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘এরই মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যে-সব শ্রমিক সৌদি আরব যেতে চান, তাদের ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে।’ 

এসময় বাংলাদেশে দ্রুত স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বিবিসি বাংলার এক...
রাজনীতির কূটচাল যতই জটিল হোক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণই সবচেয়ে বড় শক্তি—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন...
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
ভারত সরকারের বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আবদুর রহমান নামের আরও একজন আহত হয়েছেন।
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.