ফেসবুক ও ইনস্টাগ্রামে অনেক আগেই থেকেই আছে এই ফিচারটি। এবারে মেটার আরেক প্ল্যাটফর্ম থ্রেডসেও যুক্ত হতে যাচ্ছে এটি। বলা হচ্ছে ডিরেক্ট মেসেজিং-এর কথা। গতকাল মঙ্গলবার (১১ জুন) মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, অচিরেই তাঁরা থ্রেডস ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ডিরেক্ট মেসেজিং ফিচারটি।
পরীক্ষার অংশ হিসেবে থ্রেডস অ্যাপে অচিরেই একটি ডেডিকেটেড ইনবক্স দেখা যাবে। প্রাথমিকভাবে হংকং, থাইল্যান্ডসহ নির্দিষ্ট কয়েকটি দেশেই চালু করা হবে এই ফিচারটি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যেও উন্মুক্ত করা হবে এটি।
উল্লেখ্য, ফ্রেসবুক, ইনস্টাগ্রামের মতো বিশ্বের জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই আছে ‘ডিরেক্ট মেসেজিং’ ফিচারটি। মেসেজিং অ্যাপগুলোতো বটেই এমনকি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বহুল-প্রচলিত ও জনপ্রিয় ফিচার এটি। আর তাই দেরিতে হলেও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটা এবার তাঁদের থ্রেডস প্ল্যাটফর্মেও নিয়ে আসছে ‘ডিরেক্ট মেসেজিং’ সুবিধা।
মঙ্গলবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ডিরেক্ট মেসেজিং ফিচারটি চালু হলে থ্রেডস ব্যবহারকারীদেরকে মেসেজ আদানপ্রদানের জন্য প্ল্যাটফর্ম পরিবর্তন (সুইচ) করে আর ইনস্টাগ্রামে যেতে হবে না, থ্রেডসেই তাঁরা এই সুবিধাটি পেয়ে যাবেন।
এছাড়া মেটার তরফ থেকে এও জানানো হয়েছে যে, আপাতত থ্রেডস প্ল্যাটফর্মে মেসেজ এনক্রিপশন সুবিধাটি থাকছে না। উল্লেখ্য, মেটার জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে- সকল মেসেজই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড।
মেটা ২০২৩ সালে তৈরি করে থ্রেডস প্ল্যাটফর্মটি। মূলত ইলন মাস্কের সদ্য কেনা টুইটার প্ল্যাটফর্মের (বর্তমানে ‘এক্স’) সাথে প্রতিদ্বন্দ্বীতা করতেই নতুন এই প্ল্যাটফর্মটি নিয়ে আসে জাকারবার্গের প্রতিষ্ঠান। দ্রুতই গ্রাহক আকৃষ্ট করতে সমর্থ হয় থ্রেডস এবং বর্তমানে বিশ্বজুড়ে তাঁদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি।
শুরু থেকেই ইনস্টাগ্রামের সাথে থ্রেডস প্ল্যাটফর্মটিকে যুক্ত করে দেওয়ার সিদ্ধনাত নেয় মেটা। মূলত ইনস্টাগ্রামের বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছে থ্রেডসকে পরিচিত করানোই ছিল এর মূল লক্ষ্য। ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে যেহেতু আগেই থেকেই বিশাল এক গ্রাহকবেজ ছিল, থ্রেডসকে জনপ্রিয় করে তোলা তাই অনেকটাই সহজ হয়েছে মেটার জন্য।
ফলে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে ফেবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি থ্রেডসকেও শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে মেটা। গেল এপ্রিলে মেটা জানায়, থ্রেডস প্ল্যাটফর্মে এবার থেকে বিশ্বের সকল বিজ্ঞাপনদাতারাই নিজেদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। তবে এখনই থ্রেডসকে বড় কোনো আয়ের উৎস হিসেবে বিবেচনা করছে না মেটা। উল্লেখ্য, ডিজিটাল বিজ্ঞাপন খাতে মেটার প্ল্যাটফর্মগুলোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছে টিকটক, এক্স ও রেডিটের মতো প্রতিষ্ঠানগুলো।
গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার বলছে, আগামী বছরের মধ্যে থ্রেডস প্ল্যাটফর্মটিতে নতুন করে ৬ কোটিরও বেশি (৬০ দশমিক ৫ মিলিয়ন) নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আর তাই যদি হয় তাহলে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে ইলন মাস্কের এক্স-কেও ছাড়িয়ে যাবে জাকারবার্গের থ্রেডস।
তথ্যসূত্র: মেটা, রয়টার্স