গত সপ্তাহে ব্রাজিলিয়ান প্রোডাকশন হাউজ কনসপিরাসাও থেকে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি মুক্তি পেয়েছে, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ডকুমেন্টারিতে ভিনিসিয়ুসের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও গত কয়েক মৌসুমের বিভিন্ন আলোচিত ঘটনাগুলো উঠে এসেছে।
ডকুমেন্টারির একটা অংশে ভালেন্সিয়ার মাঠ মেস্তায়ার একটা ঘটনা দেখানো হয়েছে, যেখানে ২০২৩ সালে লা লিগার ম্যাচ খেলতে গিয়ে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন রেয়াল মাদ্রিদ উইঙ্গার। তবে এ অংশটা নিয়ে অভিযোগ তুলেছেন ভালেন্সিয়া। এক বিবৃতিতে ক্লাবটি দাবি করেছে, ডকুমেন্টারিতে মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসিয়ুসকে অপমানের যে চিত্র দেখানো হয়েছে, বাস্তবতার সঙ্গে সেটার কোনো মিল নেই। জরুরি ভিত্তিতে সেই ভিডিও সংশোধনের দাবি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। নইলে আইনি পথে হাঁটার হুমকিও দেওয়া হয়েছে ভালেন্সিয়ার পক্ষে থেকে।
আলোচিত ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২১ মে। ভালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদ। তবে লস ব্লাঙ্কোসের হার ছাপিয়ে ম্যাচটি আলোচনায় আসে ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবাদী আচরণের জন্য। ম্যাচটি কিছু সময়ের জন্য স্থগিতও হয়েছিল। ওই ঘটনায় এক বছর পর এসে ৩ জনকে কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি স্টেডিয়ামে প্রবেশেও নিষেধাজ্ঞা পান তারা। স্পেনে এ ধরনের অপরাধে এটাই ছিল দোষী সাব্যস্ত হওয়ার প্রথম ঘটনা।
ভিনিসিয়ুসকে নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে ওই সময়কার ঘটনার মোবাইলে ধারণকৃত একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। যেখানে দেখা যায়, দর্শকরা ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে ‘মনো’ ‘মনো’ বর্ণবাদী স্লোগান দিচ্ছেন। স্প্যানিশ এ শব্দটির অর্থ ‘বানর’।
এ নিয়ে সে সময় বিতর্ক তৈরি হলে ভালেন্সিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ‘মনো’ নয়, তাদের অনেক সমর্থক ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে ‘তন্তো’ বলেছিলেন, যেটার বাংলা অর্থ দাঁড়ায় বোকা।
এবার ভিনির ডকুমেন্টারিতে ওই দৃশ্যের উপস্থাপন নিয়ে ভ্যালেন্সিয়া অভিযোগ তুলেছে, ডকুমেন্টারিতে যেভাবে পুরো স্টেডিয়ামে বর্ণবাদী স্লোগান দেওয়া দেখানো হয়েছে, সেটা বাস্তবতার বিকৃতি।
এ প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে গতকাল সোমবার ভালেন্সিয়া উল্লেখ করেছে, ‘মেস্তায়ায় যা ঘটেছিল, তা ডকুমেন্টারিতে সঠিকভাবে উঠে আসেনি। ভালেন্সিয়ার সমর্থকদের জন্য এটা অবিচার ও তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ক্লাব অবিলম্বে এটি সংশোধনের দাবি জানাচ্ছে।’
প্রযোজনা প্রতিষ্ঠান দাবি না মানলে প্রয়োজনে আইনি পথে হাঁটার হুমকি দিয়েছে ভালেন্সিয়া, ‘আমাদের সমর্থকদের সততা ও সম্মান বজায় রাখতে হবে। ভ্যালেন্সিয়া প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।’
অবশ্য ভিনিসিয়ুসের মেস্তায়া ইস্যুতে এর আগেও একবার আইনি পথে হাঁটার হুমকি দিয়েছিল ভালেন্সিয়া। ২০২৩ সালের এই কাণ্ডের পর রদ্রিগো মন্তব্য করেছিলেন, ‘পুরো স্টেডিয়ামই’ সেদিন ভিনিসিয়ুসকে গালি দিয়েছে।