সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

ভিনিসিয়ুসকে নিয়ে নেটফ্লিক্সে ডকুমেন্টারি, মামলার হুমকি স্প্যানিশ ক্লাবের

আপডেট : ২০ মে ২০২৫, ০১:২৪ পিএম

গত সপ্তাহে ব্রাজিলিয়ান প্রোডাকশন হাউজ কনসপিরাসাও থেকে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি মুক্তি পেয়েছে, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ডকুমেন্টারিতে ভিনিসিয়ুসের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও গত কয়েক মৌসুমের বিভিন্ন আলোচিত ঘটনাগুলো উঠে এসেছে।

ডকুমেন্টারির একটা অংশে ভালেন্সিয়ার মাঠ মেস্তায়ার একটা ঘটনা দেখানো হয়েছে, যেখানে ২০২৩ সালে লা লিগার ম্যাচ খেলতে গিয়ে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন রেয়াল মাদ্রিদ উইঙ্গার। তবে এ অংশটা নিয়ে অভিযোগ তুলেছেন ভালেন্সিয়া। এক বিবৃতিতে ক্লাবটি দাবি করেছে, ডকুমেন্টারিতে মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসিয়ুসকে অপমানের যে চিত্র দেখানো হয়েছে, বাস্তবতার সঙ্গে সেটার কোনো মিল নেই। জরুরি ভিত্তিতে সেই ভিডিও সংশোধনের দাবি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। নইলে আইনি পথে হাঁটার হুমকিও দেওয়া হয়েছে ভালেন্সিয়ার পক্ষে থেকে।

আলোচিত ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২১ মে। ভালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদ। তবে লস ব্লাঙ্কোসের হার ছাপিয়ে ম্যাচটি আলোচনায় আসে ভিনিসিয়ুসের উদ্দেশে  বর্ণবাদী আচরণের জন্য। ম্যাচটি কিছু সময়ের জন্য স্থগিতও হয়েছিল। ওই ঘটনায় এক বছর পর এসে ৩ জনকে কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি স্টেডিয়ামে প্রবেশেও নিষেধাজ্ঞা পান তারা। স্পেনে এ ধরনের অপরাধে এটাই ছিল দোষী সাব্যস্ত হওয়ার প্রথম ঘটনা।

ভিনিসিয়ুসকে নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে ওই সময়কার ঘটনার মোবাইলে ধারণকৃত একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। যেখানে দেখা যায়, দর্শকরা ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে ‘মনো’ ‘মনো’ বর্ণবাদী স্লোগান দিচ্ছেন। স্প্যানিশ এ শব্দটির অর্থ ‘বানর’।

এ নিয়ে সে সময় বিতর্ক তৈরি হলে ভালেন্সিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ‘মনো’ নয়, তাদের অনেক সমর্থক ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে ‘তন্তো’ বলেছিলেন, যেটার বাংলা অর্থ দাঁড়ায় বোকা।

এবার ভিনির ডকুমেন্টারিতে ওই দৃশ্যের উপস্থাপন নিয়ে ভ্যালেন্সিয়া অভিযোগ তুলেছে, ডকুমেন্টারিতে যেভাবে পুরো স্টেডিয়ামে বর্ণবাদী স্লোগান দেওয়া দেখানো হয়েছে, সেটা বাস্তবতার বিকৃতি।

এ প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে গতকাল সোমবার ভালেন্সিয়া উল্লেখ করেছে, ‘মেস্তায়ায় যা ঘটেছিল, তা ডকুমেন্টারিতে সঠিকভাবে উঠে আসেনি। ভালেন্সিয়ার সমর্থকদের জন্য এটা অবিচার ও তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ক্লাব অবিলম্বে এটি সংশোধনের দাবি জানাচ্ছে।’

প্রযোজনা প্রতিষ্ঠান দাবি না মানলে প্রয়োজনে আইনি পথে হাঁটার হুমকি দিয়েছে ভালেন্সিয়া, ‘আমাদের সমর্থকদের সততা ও সম্মান বজায় রাখতে হবে। ভ্যালেন্সিয়া প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।’

অবশ্য ভিনিসিয়ুসের মেস্তায়া ইস্যুতে এর আগেও একবার আইনি পথে হাঁটার হুমকি দিয়েছিল ভালেন্সিয়া। ২০২৩ সালের এই কাণ্ডের পর রদ্রিগো মন্তব্য করেছিলেন, ‘পুরো স্টেডিয়ামই’ সেদিন ভিনিসিয়ুসকে গালি দিয়েছে।

অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একই সঙ্গে বাছাইপর্বের দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।...
গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে হেরে যাওয়ার পর কোচ দরিফাউ জুনিয়রকে ছাঁটাই করে ব্রাজিল। গত মাসে রেয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ কার্লো আনচেলত্তিকে...
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য আগামীকালের ম্যাচে বড় মাথাব্যথাই যে হয়ে উঠছে দলটার মিডফিল্ড। মেসি তো আর ঠিক মিডফিল্ডে খেলেন না, সে কারণে সে মাথাব্যথায় ‘নাপা’ হয়ে উঠতে পারছেন না তিনিও।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে, করোনাভাইরাস সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জার রূপ নিয়েছে। বহনকারীদের বেশির ভাগ পরীক্ষা করছেন না। ফলে সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। প্রকৃত করোনা রোগী অনেক বেশি ধারণা করা...
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশের যমুনা সেতু থেকে...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সরাসরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.