সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আসলে কতটুকু?

আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:০৩ পিএম

একজন বিবাহিত নারী, স্বামীর মৃত্যুর পর তিনি সম্পত্তির মালিক হতে পারেন। বাংলাদেশের প্রধান দুই ধর্মাবলম্বীর স্ত্রীদের তাদের স্বামীর সম্পত্তিতে অধিকারের ধরণ দুরকম।

আমাদের দেশে প্রচলিত মুসলিম ব্যক্তিগত (শরিয়াহ্) আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়।

এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরা নিসাতে সুস্পষ্ট ও বিস্তারিত নির্দেশনা আছে। তাই এই বিষয়ে সকল মুসলিমের অবগত হওয়া উচিত। এতে কোনো মুসলমান পুরুষ অথবা নারী মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবেন, সেই সম্পর্কে জানতে পারবেন।

মুসলিম আইনে বিবাহের শুরুতেই দেনমোহর এবং বিবাহ বলবৎ থাকা অবস্থায় জীবিত স্বামীর কাছ থেকে উপযুক্ত ও যুক্তিসংগত ভরণপোষণের দাবিদার প্রতিটি স্ত্রী।

এ ছাড়া মৃত স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও তার অধিকার রয়েছে সুস্পষ্টভাবেই। আসলে উত্তরাধিকার বা ওয়ারিশের প্রশ্নই আসে সম্পত্তির মালিকের মৃত্যুর পর। জীবদ্দশায় ব্যক্তি তার নিজের সম্পত্তি নিজের ইচ্ছে অনুযায়ী ব্যয়, বিক্রয় বা ব্যবহারের অধিকার রাখেন। এ ছাড়া নিয়ম মেনে দান (হেবা) বা উইল করার অধিকার রাখেন।

কোন মুসলিম নারীর স্বামীর মৃত্যু হলে, আর তাদের কোনো সন্তান না থাকলে, তিনি তার স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন। যদি এক্ষেত্রে একাধিক স্ত্রী থাকেন তাহলে সবাই মিলেই এক চতুর্থাংশ বা ১/৪ অংশ পাবেন। আর যদি তাদের সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন এক-অষ্টমাংশ (১/৮ অংশ বা আট ভাগের এক ভাগ)। এক্ষেত্রেও যদি একাধিক স্ত্রী থাকেন, তাহলে প্রত্যেকে মিলেই এক অষ্টমাংশ পাবেন, এর বেশি নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘স্ত্রীর জন্য তোমাদের ত্যাজ্য সম্পত্তির এক-চতুর্থাংশ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ।

তান্ইয়া নাহার। ছবি: সংগৃহীতএ আইনে ছয় ব্যক্তিকে বলা হয় প্রাথমিক বা মৌলিক উত্তরাধিকারী। এরা হলেন- বাবা, মা, স্বামী, স্ত্রী, পুত্র ও কন্যা। এ ছয়জনকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায় না বলে এদেরকে বলা হয় প্রাথমিক বা মৌলিক উত্তরাধিকারী। আর এ ছয় জনের মধ্যে স্ত্রী একজন গুরুত্বপূর্ণ অংশীদার। যদি কেউ তাকে তার এ অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে তিনি পারিবারিক আইনের দ্বারস্থ হতে পারেন এবং মামলা রুজু করে নিজের অধিকার আদায় করতে পারেন।

হিন্দু আইনে স্বামীর জীবিতাবস্থায় তার সম্পত্তির উপর স্ত্রীর কোনোরকম অধিকার নেই। কেবল ভোগ করতে পারবেন।
সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইন, ১৯৩৭ পাশ হওয়ার পর মৃত ব্যক্তির বিধবা স্ত্রী এক পুত্রের সমান অংশ জীবনস্বত্ব পান। আর এ জীবনস্বত্বের মানে হলো, স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার নিজের জীবদ্দশায় স্বামীর সম্পত্তি ভোগ করতে পারবেন, তবে এ সম্পত্তি তিনি কোনোভাবেই বিক্রি করতে পারবেন না, অন্যের কাছে হস্তান্তর করতেও পারবেন না। এমনকি নিজের সন্তানকেও দান করতে পারবেন না। তাঁর মৃত্যুর পর এটা বিধবা সম্পত্তি বা ‘উইডোজ এস্টেট’ হিসেবে মৃত স্বামীর পুরুষ উত্তরাধিকারের দখলে চলে যায়।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

নারীর প্রতি শ্লীলতাহানি নানাভাবে হতে পারে। ইংরেজি ‘Modesty’ শব্দের বাংলা অনুবাদ করা হয়েছে ‘শ্লীলতা’। ইংরেজি ‘Modesty’ বেশ কিছু অর্থে ব্যবহৃত হলেও বাংলা ‘শ্লীলতা’ শব্দটি দিয়ে সাধারণভাবে বোঝানো হয়ে...
ধর্ষকরা কেন এই জঘন্য অপরাধ করে, তা বোঝার জন্য তাদের মানসিক গঠন, আবেগ, প্রেরণা, ও সামাজিক পরিবেশ বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। ধর্ষণ কেবল শারীরিক নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক ও সমাজ-নির্ভর অপরাধ।...
ধর্ষণের শিকার ভুক্তভোগীর নাম, ছবি ও পরিচয় প্রকাশ করা শুধু আইনগতভাবে অপরাধ নয়, বরং এটি একটি গুরুতর নৈতিক লঙ্ঘন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক সুস্থতা ও সামাজিক মর্যাদার ওপর দীর্ঘস্থায়ী...
বর্তমানে নারী ও কন্যা নির্যাতনের মাত্রা বেড়েছে। যেহেতু নারী দুর্বল, তাই সবাই নারীর প্রতি ক্ষমতা প্রদর্শন করে। এতে বিশেষ বিশেষ পরিস্থিতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বেড়ে যায়। নারীর প্রতি সহিংসতা...
বুমরা সর্বশেষ চোট পেয়েছিলেন বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ সিডনি টেস্টে। এরপর থেকেই মাঠের বাইরে ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। খেলতে পারেননি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে। আসন্ন আইপিএলেও...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মতো বিষয়ে চীনের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ভর্তি সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ‘জাতীয় কৌশলগত চাহিদা’-কে প্রাধান্য দিয়ে এআই’র মতো বিষয়ে আরও দক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.