সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইফতারে খেজুর খেলে যত উপকার মেলে

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:০৯ এএম

শুরু হলো মাহে রমজান মাস। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর দিনের শেষে ইফতার করা হয়। ইফতারে প্রধান খাবার হিসেবে থাকে খেজুর। খেজুরকে ইফতারে গুরুত্ব দেওয়ার কারণ হলো, খেজুর দিয়েই মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইফতার করতেন। এ কারণে বিশ্বব্যাপী রোজাদাররা ইফতারে খেজুর খেয়ে থাকেন।

খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয়। খেজুর খেতে যেমন সুস্বাদু, তেমনি খুবই পুষ্টিকর। খেজুরের জাত, আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার উপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে। তবে দুইটি খেজুরের আনুমানিক ওজন ১৫ গ্রাম, যার ক্যালোরি মোটামুটি ভাবে ৪৬ থাকে। এছাড়া শর্করা ১২ দশমিক ৪ গ্রাম, আমিষ শূন্য দশমিক ৪ গ্রাম, চর্বি শূন্য দশমিক ১ গ্রাম, খাদ্যআঁশ এক দশমিক ৪ গ্রাম থাকে।

খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল। এতে ভিটামিন বি, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ফলেটের মতো ভিটামিন রয়েছে। এছাড়া এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিংক, ম্যাংগানিজ, আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও রয়েছে, যা ইফতারে পুষ্টিচাহিদা পূরণ করে।

খেজুরের জাত, আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার উপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন হতে পারে। ছবি: ফ্রিপিকখেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে। একটি খেজুরে ৪৪ থাকে ৮৮ শতাংশই সহজ শর্করা বা চিনি। যা শরীরে দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায় ও শরীরে ক্লান্তি দূর হয়। তাই ইফতারে খেজুর খেলে উপকার পাওয়া যায়।

খেজুরে উচ্চমাত্রার শর্করা থাকা সত্ত্বেও প্রচুর আঁশের কারণে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) তত বেশি না। খেজুরের ধরণ ভেদে জিআই ৪৬ থেকে ৫৫-এর মধ্যে ওঠানামা করে, যা ডায়াবেটিক রোগীর জন্য নিরাপদ মাত্রা।

মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা অনেকাংশে কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। আবার অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে। সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয় না। তাই খেজুর খেয়ে ইফতার করলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে। তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়।

খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে ডিটক্সিফাই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করে। সাধারণ ঠান্ডা, কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে শুরু করে ক্যানসার, ডায়াবেটিস, আলঝেইমার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

খেজুরে থাকা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আবার খেজুরে অনেক বেশি পরিমাণে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়িয়ে হৃদপিণ্ডকে ভালো রাখতে খেজুর অনেক উপকারী।

খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, যা লিভারের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি লিভারের টক্সিন দূর করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায়। যারা লিভারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য খেজুর একটি উপকারী খাদ্য।

খেজুর বদহজম রোধ করে। কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে। খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

খেজুরে রয়েছে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। খেজুরের লিউটেন এবং জিক্সাথিন নামক উপাদান চোখের রেটিনা ভালো রাখে।

খেজুরে আয়রন রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যারা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর অত্যন্ত উপকারী। খেজুরে প্রতিদিন আয়রনের চাহিদার প্রায় ১১ ভাগ পূরণে সক্ষম।

খেজুরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এই উপাদানগুলো হাড় এবং দাঁতের স্বাস্থ্যরক্ষায়, গঠনে ও ক্ষয়রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয়।

স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন ভিটামিন বি, যা খেজুরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। খেজুরের আয়রন এবং ভিটামিন বি চুলের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়।

খেজুরে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দেয়। ত্বকের শুষ্কতা ও বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী।

খেজুর রুচিবর্ধক খাবার। অনেকেরই খাওয়ার রুচি থাকে না। তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে।

খেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে। ছবি: ফ্রিপিকযারা ওজন বাড়াতে চান তারা দুধের সঙ্গে কয়েকটা খেজুর মিশিয়ে খেলে উপকার পাবেন। এছাড়া খেজুর অনেক মিষ্টি হওয়ায় চিনির পরিবর্তে খাবারের মিষ্টি স্বাদ বাড়াতে খেজুর ব্যবহার করা যেতে পারে।

অত্যন্ত মিষ্টি ও উচ্চ শর্করাযুক্ত ফল হওয়ায় সাধারণত ডায়াবেটিক ও ওজনাধিক্য রোগীদের বেশি খেজুর খেতে নিষেধ করা হয়। খেজুর অনেক উপকারী হলেও খেজুরের গ্লুকোজ রোগীর শরীরে গ্লুকোজের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা উচিত নয়।

যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি, বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে খেজুর পটাশিয়ামের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। ফলে শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

পেঁপে এমন একটি ফল, যা প্রায় সারা বছরই বাজারে দেখতে পাওয়া যায়। কাঁচা পেঁপে সাশ্রয়ী মূল্যের একটি ফল।পেঁপে কাঁচা ও পাকা দুই অবস্থায় খাওয়া যায়। কাঁচা পেঁপের স্বাস্থ্য উপকারিতা অনেক। এটি ফাইবার,...
তেঁতুল খেতে অনেকেই পছন্দ করেন। আবার এমন অনেকেই আছেন, যারা তেঁতুল খুব একটি পছন্দ করেন না।তেঁতুলে ভিটামিন সি, ভিটামিন বি, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পলিফেনলের মতো উপাদান রয়েছে। এ কারণে তেতুঁলের...
দেশে এখন করোনা এবং ডেঙ্গু এ দুই রোগেরই সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। তবে ডেঙ্গুর তুলনায় করোনা সংক্রমণের হার এখনও কিছুটা কম। বাংলাদেশে বর্ষার সময় প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। কিন্তু এই বছর...
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছেন। ডেঙ্গুতে আক্রান্ত হলে গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এই সময় ডেঙ্গু রোগে আক্রান্ত হলে স্বাভাবিক...
লক্ষ্মীপুরের কমলনগরে মোবাইল ফোনের মাধ্যমে খালা শাশুড়ির (৫৪) সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ভাগনি জামাই মো. সেলিম (৪৭)। ঈদুল আজহার সময় বাড়িতে এসে মোবাইল ফোনেই সেলিম তাকে ডেকে নেন। ঘর থেকে বের করে...
ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ দশমিক ছয় দুই পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদনেও বেড়েছে ৯৬ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে,...
গুগলের সার্চ পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি’ জানিয়েছে, তাঁরা গুগলকে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.