সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মিথ্যা বলতে শিখছে সন্তান? স্বভাবে বদল আনুন এই কৌশলে

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম

স্কুলে যেতে ইচ্ছা না করলেই, পেট ব্যথার বায়না। পড়তে বসতে বললেই, মাথা ব্যথা। এই লক্ষণগুলো নিশ্চয় আপনার চেনা লাগছে? বেশিরভাগ বাবা-মা সন্তানদের এমন মিথ্যা বাহানা ঠিক ধরে ফেলেন। অনেকে বাবা-মা সন্তানের মিথ্যা কথার ফুলঝুরিতে হিমশিম খেয়ে যান। সন্তানের এই মিথ্যা থামাতে অনেক সময় কঠোর হন অভিভাবক। আবার কেউ কেউ উড়িয়েও দেন। কিন্তু বকাবকি করেই কি এই সমস্যার সমাধান সম্ভব?

বড়দের সঙ্গে ছোটদের জগতের বেশ পার্থক্য রয়েছে। বড়দের কাছে মিথ্যা কথা মানে, গর্হিত অপরাধ। তবে শিশুদের কাছে কিন্তু তা একেবারেই নয়। তারা থাকে কল্পনার জগতে। তাই সাদাকালোর বিভাজন তাদের বোঝার কথাও নয়। শিশুরা তেমন গুছিয়ে মিথ্যা বলতে পারে না। তাই খুব সহজেই সেসব ধরতে পারেন অভিভাবকরা। শিশুর সঙ্গে তাই রাগারাগি না করে তাকে বোঝাতে হবে।  এই মিথ্যা কথা না বলতে। তেমনই সঠিক কৌশলে তার স্বভাব বদলানোর চেষ্টা করতে হবে।

বয়সের সঙ্গে সঙ্গে শিশুর স্বভাবেও পরিবর্তন আসে। অনেক সময় শিশুরা বাবা-মায়ের বকা খাওয়ার হাত থেকে বাঁচতে ছোট ছোট মিথ্যা বলে। এটা শিশুদের খুব সাধারণ একটি প্রবণতা। তাই এই বিষয়টি নিয়ে খুব বেশি কড়াকড়ি করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। কড়া শাসনের বদলে সন্তানকে ভালোভাবে বোঝাতে হবে। তাতেই দেখবেন কাজ হবে।

তবে যদি দেখেন দিনকেদিন তাদের মিথ্যা বলার প্রবণতা বাড়ছে, তবে তা চিন্তার বিষয়। সেক্ষেত্রে এখনই সতর্ক হতে হবে। এই বিষয়টি আপনি খুব সহজে বুঝতে পারবেন। যদি দেখেন খুব সাধারণ বিষয় নিয়ে শিশু মিথ্যে বলছে বা কারও বিরুদ্ধে সবসময় অভিযোগ করছে, তাহলে ভালো করে খতিয়ে দেখুন। তবে সন্তানকে কখনই তার সীমা অতিক্রম করতে দেবেন না।

বাড়িতে বাবা-মা, আর স্কুলে শিক্ষক-শিক্ষিকার শেখানোর পদ্ধতি এক নয়। শিশু বাবা-মায়ের কাছে সব কথা বলতে পারবে, এটাই স্বাভাবিক। স্কুলের শিক্ষক বকাবকি করে না বলে সে ভাল, আর আপনি শাসন করলে খারাপ-এমনটি যেন সে না মনে করে। কারও নামে বানিয়ে কথা বলার অভ্যাসকে একদমই প্রশ্রয় দিবেন না।

তাই বলে সবসময় শাসনে রাখবেন না। শিশুকে তার নিজের মতো করে বেড়ে উঠতে দিন। জোর করে কোনও কিছু চাপিয়ে দেবেন না। শুধু প্রয়োজন মতো সঠিক রাস্তা দেখিয়ে যান। ভুল করলে হাত ধরে শিখিয়ে দিন। আপনার এত চেষ্টার পরেও যদি সন্তান মিথ্যে কথা বলা না ছাড়ে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এখন ঠিক করতে না পারলে পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হবে।

এই গরমে আমপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। ‘মিট দা মাঙ্গুন্স’ নামে আয়োজিত এ উৎসবে অতিথিদের জন্য থাকছে আম দিয়ে তৈরি নানা মুখরোচক পদ, সুস্বাদু পানীয় আর...
বাবারা প্রায়ই বলেন, ‘আমার কিছুই লাগবে না’ কিংবা ‘একটু সময় দিলেই চলবে।’ কিন্তু আদতে তারা সন্তানের কাছ থেকে একটু মমতা, একটু যত্ন, আর ভালোবাসার ছোঁয়া খুঁজে ফেরেন। তাই এই দিনটিতে বাবাকে খুশি করতে...
বাবা শব্দটা যত সহজ, এর গভীরতা ঠিক ততটাই বেশি। অনেক সময় মুখে কিছু বলেন না, কিন্তু তাঁর কাজ আর উপস্থিতি জীবনের প্রতিটি ধাপে পড়ে থাকে ছাপ রেখে। সাইকেল চালানো শেখানো হোক কিংবা জীবনের কঠিন সময়ে নীরবে...
আমরা অনেকেই আছি, যারা কারও অনুরোধে ‘না’ বলতে পারি না। চেনা হোক বা অচেনা, কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। ভাবি, না বললে যদি মন খারাপ করে! অথচ নিজের ইচ্ছেটা কোথায় যেন হারিয়ে যায়। পরে মনটা...
নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলেছেন, ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনায় আঘাত করার আগেই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে।’
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সম্প্রতি জুনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.