সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

দক্ষিণ কোরিয়া নিয়ে যত মজার তথ্য 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

কে-পপ জ্বরে আক্রান্ত এখন গোটা বিশ্ব। কোরিয়ান বিউটি পণ্য নিয়েও মাতামাতির শেষ নেই।কোরিয়ানদের গ্লাস স্কিন থেকে শুরু করে সুশৃঙ্খল জীবনযাপন, কিমচির মতো বৈচিত্র্যময় খাবারদাবার প্রভৃতি নিয়েও মানুষের আগ্রহ তুঙ্গে। সবমিলিয়ে অনেকেরই ভ্রমণের ‘বাকেট লিস্টে’ দক্ষিণ কোরিয়ার নাম রয়েছে।

আপনারও যদি ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের ইচ্ছা থাকে, তাহলে দেশটি সম্পর্কে কয়েকটি মজার তথ্য জেনে রাখুন এখনই।

প্লাস্টিক সার্জারিতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, এই চিন্তা কোরীয়রা করে না। তাদের কাছে বাহ্যিক সৌন্দর্যও একইভাবে গুরুত্বপূর্ণ। কোরিয়ানদের গ্লাস স্কিন নিয়ে এখন বিশ্বজোড়া মাতামাতি। এর পেছনে যতটা তাদের জীবনযাপন প্রণালি এবং খাদ্যাভ্যাস জড়িত, ততোটাই রয়েছে ব্যয়বহুল প্রসাধনীর অবদান।

দাগহীন, মসৃণ, পেলব ত্বক পেতে কোরিয়ান নারী-পুরুষ নির্বিশেষে ডার্মাটোলজিস্টদের কাছে ছোটে! পশ্চিমা দেশগুলোকে পেছনে ফেলে দক্ষিণ কোরিয়া তাই এখন প্লাস্টিক সার্জারি সম্পাদনের ক্ষেত্রে রয়েছে শীর্ষে।

তিনজনের মধ্যে একজন একা

দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন বর্তমানে একা বাস করেন। এদের মধ্যে যেমন তরুণেরা রয়েছে, তেমনি ষাটোর্ধ্ব বৃদ্ধেরাও আছেন। নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত এসব ব্যক্তিকে কোরীয় ভাষায় বলা হয় ‘হোনজোক’।

বকশিস দেওয়া অভদ্রতা

হোটেল, রেস্তরাঁ কিংবা ট্যাক্সি চালককে আমরা প্রায় সময় খুশি হয়ে টিপ বা বখশিস দিয়ে থাকি। কিন্তু এই কাজ দক্ষিণ কোরিয়ায় একেবারেই করতে যাবেন না। সেখানে এটি অভদ্রতা এবং অসম্মানজনক বলে বিবেচিত হতে পারে।

কোরিয়ানদের কাছে বাহ্যিক সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক

ফলের দাম আকাশচুম্বী

দক্ষিণ কোরিয়ায় আপেল, নাশপাতির মতো তাজা ফলের মূল্য অনেক বেশি। সেখানে একেকটি আপেলের দাম পড়ে ৬ হাজার থেকে ১০ হাজার ওয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ টাকারও বেশি! সাশ্রয়ী হওয়ায় কোরিয়ানদের মধ্যে তাজা ফলমূল খাওয়ার চেয়ে প্যাকেটজাত রামেন, নুডলস, সসেজ, ফলের রস খাওয়ার হার বেশি।

লাল কালিতে নাম নয়

দক্ষিণ কোরিয়ায় লাল কালিতে কোনো ব্যক্তির নাম লেখাকে মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয়। অতীতে কেউ মারা গেলে পারিবারিক রেজিস্টার বা অফিসিয়াল নথিতে লাল কালি দিয়ে মৃত ব্যক্তির নাম লেখা হতো। এখনও জীবিত কারও নাম লাল কালিতে লেখা হলে দুর্ভাগ্য এবং অশুভ হিসেবে বিবেচনা করা হয়।

‘৪’ মানেই বিপদ

কোরীয় ভাষায় ‘চার’ এবং ‘মৃত্যু’র উচ্চারণ অনেকটা কাছাকাছি। দেশটিতে ‘৪’ সংখ্যাটিকে তাই অপয়া এবং দুর্ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। সেখানকার অনেক ভবনে তাই চতুর্থ তলা থাকে না; বাড়ি, সড়ক বা প্রতিষ্ঠানের ঠিকানাতেও শুধু ৪ এর পরিবর্তে ৪০৪, ৪৪৪ ইত্যাদি লেখা থাকে।

রক্তেই রোমান্টিকতা

কোরিয়ানদের মধ্যে রক্তের গ্রুপ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। তাদের ধারণা, বিশেষ কিছু রক্তের গ্রুপযুক্ত মানুষ অধিক রোমান্টিক হয়ে থাকে! প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বের শুরুতেই তাই এরা পরস্পরের রক্তের গ্রুপ জেনে নেয়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, রাসটিক পাথওয়েজ

রাজধানীর বনানীতে ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। তৃতীয়বারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ও বিখ্যাত...
রমজানে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র খাবার ও রুম প্যাকেজে বিশেষ অফার ঘোষণা করেছে। হোটেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে থাকছে একটি জাঁকজমকপূর্ণ ইফতার বুফে।...
রমজান, মুসলমানদের জন্য পবিত্র মাস। ইবাদত ও আত্মবিশ্লেষণের সময়। প্রতিদিন রোজার সমাপ্তিতে ইফতারের মাধ্যমে হয়। এই বিশেষ সময়টিকে আরও স্মরণীয় করতে হোটেল সারিনা ঢাকা ইফতারের বিশেষ আয়োজন করেছে। যেখানে...
রমজান মাসের আগমনী বার্তা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ঘোষণা করেছে বিশেষ ইফতার আয়োজনের। তাদের মোট ৮টি ভেন্যুতে থাকবে ইফতারের জন্য ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত অংশ নিতে পারবে। তাই সামাজিক...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 
আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় অবৈধ দখলদাররা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে...
আগামী ৭ এপ্রিল দেশে শুরু হবে ৩ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.