সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

আজ রাতের পরিস্থিতি নিয়ে আশা না-কি আশঙ্কায় থাকব

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক আল্টিমেটাম শেষ হলো আজ সোমবার। প্রায় কাছকাছি সময়ের আরেকটি আল্টিমেটাম এসে হাজির। এবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম। শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে নতুন কর্মসূচির ঘোষণাও আছে। আর এই সবের মধ্যে বসে অনেকটা রোম সম্রাট নিরোর মতো করেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন–আইন‑শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সদা হাস্যোজ্জ্বল। এটা আমাদের আশ্বস্ত করে বৈকী। কারণ, এমন চাপের একটি মন্ত্রণালয় সামলাতে এ হেন দৃঢ় স্নায়ুর মানুষই তো দরকার।

এই দৃঢ়তা তিনি দেখাচ্ছেনও। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আইন­‑শৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’–এই ভাষ্যে তিনি বেশ দৃঢ়ভাবেই অবস্থান করছেন। এমনকি এতটাই দৃঢ় যে, তিনি বিষয়টি জানাতে মধ্যরাতে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনও করেন। মধ্যরাত বললে কেউ কেউ রাত ১২টা বুঝতে পারেন। তাই খোলাখুলি বলা ভালো যে, তিনি রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশের আইন‑শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। কী কথা? না তেমন নতুন কিছু নয়, ফ্যাসিবাদের দোসরেরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানে সেই ‘ষড়যন্ত্র’ তত্ত্ব!

আরও পড়ুন:

এদিকে একের পর এক ছিনতাই, ডাকাতি, ডাকাতি করতে গিয়ে বাসে থাকা নারীদের ‘শ্লীলতাহানী’, ছবি তুলতে গিয়ে স্টুডিওতে মাদ্রাসা শিক্ষার্থীর ধর্ষণের শিকার হওয়া, ফরিদপুরে গৃহবধূ ধর্ষণ, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া, পথচলতি নারীদের নানাভাবে হেনস্তার শিকার হওয়া–চলছেই।

বিষয়টি এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে, গতকাল রোববার ধানমন্ডির শঙ্করে এক মসজিদ থেকে ‘ডাকাত পড়ার’ আশঙ্কায় মাইকিং করা হয়েছে। বিষয়টিকে আর অতি উৎসাহী কারও কাজ বলে একপাশে সরিয়ে রাখার সুযোগ নেই। কারণ, এমন ডাকাতির খবর রোজ সংবাদমাধ্যমে আসছে।

ছিনতাই এক রকম নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। প্রতীকী ছবি

ছিনতাই এক রকম নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। ভোর ও রাত তো বটেই দিনের বেলাও মানুষ শঙ্কা নিয়ে পথে নামছে। যে আইন‑শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিকদের মনে নিরাপত্তার বোধটি দেবে, তাদের শীর্ষ এক কর্তাই কিছুদিন আগে নিজের মোবাইল, টাকা‑পয়সা নিজে হেফাজত করার দাওয়াই দিয়ে সমালোচিত হয়েছিলেন। ওই পর্যন্তই। উন্নতি কিন্তু হয়নি।

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মানুষের মধ্যে অনিরাপত্তা বোধটা টের পাওয়া যায়। অনেকেই ব্যক্তিগত পর্যায়ে নিরাপদ থাকতে কিছু দাওয়াই হাজির করছেন। অজস্র পোস্ট চোখে পড়ছে, যেখানে লেখা–ছিনতাইকারী ধরলে কোনো তর্ক বা চেষ্টা ছাড়াই নিজের কাছে থাকা সবকিছু দিয়ে দিতে। এমনকি মোবাইল, ঘড়ি ইত্যাদি জরুরি সরঞ্জাম ঘরে রেখে বের হওয়ার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। এ ধরনের পরামর্শ সম্বলিত পোস্টকে হয়তো অনেকে আতঙ্ক ছড়ানোর অপতৎপরতা হিসেবে চিহ্নিত করতে পারেন। সে ক্ষেত্রে প্রশ্ন উঠবে যে, পুলিশের বড় কর্তার পরামর্শটি তাঁরা কীভাবে দেখবেন?

আরও পড়ুন:

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সংবাদ সম্মেলন করেন তাঁর পদত্যাগের দাবি ওঠার মধ্যে। আজ সোমবার দুপুরে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালনের ডাক দেয়।  পরে পুলিশের বাধার মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। দাবি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি এসে তাদের সঙ্গে কথাও বলেনি। সেখান থেকেই ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। জানানো হয়, না হলে মঙ্গলবার একই দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করা হবে। এর আগে সারা দেশে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আজ বেলা ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় অজস্র পোস্ট চোখে পড়ছে, যেখানে লেখা–ছিনতাইকারী ধরলে কোনো তর্ক বা চেষ্টা ছাড়াই নিজের কাছে থাকা সবকিছু দিয়ে দিতে। প্রতীকী ছবি

এই পদত্যাগের দাবি ও সে সম্পর্কিত আল্টিমেটামের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। ৫৩ বছরে কোনো মিডিয়া কখনও বলেনি। পরিস্থিতি আগের মতোই। তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে।’ সোমবার সচিবালয়ে কোর কমিটির সভা শেষে করা এই মন্তব্যের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন–‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাতে দেখবেন পরিস্থিতি কী হয়।’

শুনে একই সঙ্গে শিহরণ জাগে, আবার সর্বাঙ্গ হিমও হয়ে আসে। কী জানি, কী হয়!

আরও পড়ুন:

শিহরণ জাগে কারণ, আশা যে, আজই হয়তো সেই ক্ষণের শুরু হবে যখন থেকে সত্যিকারের সন্তোষজনক দশার দিকে এগিয়ে যাবে আইন‑শৃঙ্খলা পরিস্থিতি। এটা আর কথার কথা থাকবে না। এ নিয়ে আর কথা চালাচালির বদলে সত্যিকারের কাজ আমরা দেখব। সত্যিই অপরাধীরা ধরা পড়বে আইন‑শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। দেশের মানুষ স্বস্তি খুঁজে পাবে। রাতের ঘুমটা ঠিকঠাক হবে। পথে চলতে গিয়ে আশপাশের সব মানুষের মুখে অপরাধীর মুখাবয়ব খুঁজতে গিয়ে জেরবার হতে হবে না। হয়তো আজ রাত থেকেই দুশ্চিন্তা ও শঙ্কাপ্রসূত অনিদ্রার হাত থেকে রেহাই পেয়ে মানুষ দু চোখ বুজতে পারবে কোনো ‘হা রে রে রে...’ আশঙ্কা ছাড়াই।

তবু সর্বাঙ্গ হিমও হয় বটে। কারণ, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ইঙ্গিত দেননি যে পরিস্থিতি কোনদিকে যাবে। হ্যাঁ, এটা বলেছেন যে, পরিস্থিতি ভালোর দিকে যাবে। কিন্তু তিনি তো গোড়াতেই পরিস্থিতি যে খারাপ, তাই অস্বীকার করে বসে আছেন। তাহলে ভালো বলতে আসলে কী বুঝব, তা ঠিক স্পষ্ট নয়। রোগ আছে, স্বীকার করলেই না, দাওয়াইয়ের খোঁজ করা যায়। রোগটিই অস্বীকার করে বসলে কীভাবে হয়!

আরও পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন, বনশ্রীর ঘটনা (রাত ১১টার পর রামপুরা বনশ্রীতে এক ব্যবসায়ী ঘরে ফেরার সময় গুলি ও কোপ খেয়েছেন ছিনতাইকারীদের হাতে) সংবাদমাধ্যমে আসতে নাকি আগে দুদিন সময় লাগত, তখন স্বাভাবিক প্রশ্ন আসে–তিনি ঠিক কোন আমলের সঙ্গে এই তুলনাটি টানছেন?

স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাইল ছবি

এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের তুলনার প্রবণতাটিই বলে দেয় লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। কীসের সঙ্গে আমরা তুলনা টানব বা টানি, তা আমাদের গন্তব্যটি বলে দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেছেন, তিনি উত্থাপিত নানা দাবি নিয়ে একেবারেই চিন্তিত নন। কারণ, তাঁর ‘জানাজা, দাফন’ ইত্যাদি নাকি হয়ে গেছে। জীবিত অবস্থায় নিজের ‘জানাজার সওয়াব’ পেয়ে গেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর এই ভাষ্য বলে দেয় যে, ‘পাছে লোকে কিছু বলে’ নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। এটা তাঁর একবগ্গা মনোভাবের পরিচায়ক, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দপ্তরের কর্ণধারের চারিত্রিক গুণই বলা যায়। কিন্তু আমাদের দিকটাও তো একটু বিবেচনা করা দরকার মহোদয়। আমরা যে ঘুমাতে পারছি না, চলতে পারছি না। আমাদের মেয়েরা যে পথে নেমে ধর্ষণের প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে। নিজের দৃঢ় মানসিকতার বলয় ডিঙিয়ে একটু যদি দেখতেন এবং একটু যদি জানাতেন–আজ রাত থেকে পরিস্থিতি আসলে কোনদিকে বদলে যাবে?


লেখক: উপবার্তা সম্পাদক, ডিজিটাল বিভাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশন

[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]  

মতামত থেকে আরও পড়ুন:

যখন ঢাকার রাজপথ রক্তে ভিজছিল–ধানমণ্ডি, নীলক্ষেত, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর কিংবা রাজারবাগ পরিণত হয়েছিল যেন যুদ্ধক্ষেত্রে; তখন দেশের মানুষ প্রত্যক্ষ করছিল এক যুগসন্ধির মুহূর্ত। দিনের...
ঠিক ২ মাস ৬ দিন আগের কথা। দিনের নিখুঁত হিসাব করলে, ৬৭ দিন আগে। ঘণ্টা ও মিনিটের হিসাবে আর না যাই। বড্ড ক্লান্ত লাগে যে! শুধু ক্লান্তিই বা বলছি কেন? সেই সঙ্গে এই শেষ জ্যৈষ্ঠের আকাশে অনাকাঙ্ক্ষিত...
ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন প্রায় ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্যের মাত্র ৩৭ শতাংশ পুনর্ব্যবহার হয় বলে ওয়েস্ট কনসার্ন‑এর ২০২০ সালের গবেষণায় জানা যায়। বাকি অংশ জমা হয় ল্যান্ডফিলে, নদী-নালায় ফেলা হয়, কিংবা...
একটা ব্যাপার হলো, এটা কোনো স্থায়ী সরকার না। দ্বিতীয়ত, এই সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে, ঘষলেই দৈত্য বেরিয়ে এসে সব সমাধান করে দেবে। একজন কৌতুক করে বলছিলেন, এখন শুধু ভিক্ষুকরাই বাকি আছে।...
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর সহিংসতা সৃষ্টি হলে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান...
দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট, গাছপালা ডুবে গেছে দেশের কয়েকটি প্রদেশ। দুই জনের মৃত্যু হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে। বৃহস্পতিবার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে...
রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অচেতন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.