সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:১১ এএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গতকাল সোমবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আগামী ২৮ জুন ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইআরএনএ–এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার প্রধানদের মধ্যে বৈঠকের পর এই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন শুরু হবে আগামী ৩০ মে। আর প্রচারণা চলবে ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছে।

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে সোমবার হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল। ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামি বলেছেন, নিহত আরোহীদের শনাক্ত করার জন্য কোনো ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফ্লাইট ক্রুসহ মোট ৯ জন নিহত হয়েছেন।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। এ ছাড়া ইরানের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাইসির মৃত্যুতে ইরাক, লেবানন, সিরিয়া, পাকিস্তানও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বার্তা সংস্থা আনাদোলু আরও জানিয়েছে, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাজা আজ মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার রাইসির মরদেহ ইরানের মধ্যাঞ্চলীয় শহর কোম-এ নিয়ে যাওয়া হবে, যেখানে রাইসি পড়াশোনা করেছেন। 

কোমে দ্বিতীয় জানাজা শেষে, তাঁদের মরদেহ রাজধানী তেহরানে আনা হবে। রাজধানীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাঁদের জন্য জানাজা নামাজে ইমামতি করবেন বলে আশা করা হচ্ছে।

এরপর বৃহস্পতিবার রাইসিকে ইমাম রেজার মাজারে দাফনের জন্য তাঁর নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন:

বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পৃষ্ঠপোষক ভারত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। গতকাল শুক্রবার এক সংবাদ...
পরিবর্তনকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল বৃহস্পতিবার এই সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি। অস্থায়ী সংবিধানে...
শুল্ক নিয়ে এবার আরও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে আসা অ্যালকোহলে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন তিনি। হুইস্কিতে ৫০ শতাংশ শুল্ক বন্ধ না...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের ম্যাচ সেরা রোহিত শর্মা, টুর্নামেন্ট সেরা রাচিন রাভীন্দ্র। তবে রবিচন্দ্রন আশউইনের মতো মনোযোগ দিয়ে যারা খেলা দেখেছেন, তাদের চোখে ভারতকে ১২ বছর পর চ্যাম্পিয়নদের...
গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তির পথে বাংলাদেশ যে সংস্কার চালিয়ে যাচ্ছে, তা সব জায়গায় দেখতে চান বলে মন্তব্য করেছেন  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পারা এক সতেজ...
নিখোঁজের ১১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবার মরদেহের সন্ধান পেয়েছেন ছেলে। মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬০)। তিনি প্রাণী সম্পদ গবেষণাগারের সাবেক গাড়িচালক বলে জানিয়েছেন স্বজনেরা।
মঞ্চে নগরবাউল জেমস মানেই তরুণ-প্রবীণ সবার বাঁধভাঙা উচ্ছ্বাস। এবার এই রকস্টার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে, সেখানে টেক্সাসের ডালাস শহরে গাইবেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.