অনেকে ভাবেন, গ্রীষ্মকালে মেকআপ ঠিক রাখতে বেশি পণ্য ব্যবহার করতে হবে। আসলে ব্যাপারটা পুরো উল্টো। তার জন্য প্রয়োজন সঠিক পণ্য ও তার ব্যবহার। সঠিক মেকআপের শুরু হয় ত্বকের যত্ন থেকে। তবে এখানে একটু কৌশল করে নিতে হবে, যাতে মেকআপ সহজে গলে না বা ত্বকে ভারি না লাগে।
সত্যি করে বললে, মেকআপের আগে ত্বকের যত্ন না নিলে যত দামি ফাউন্ডেশনই ব্যবহার করুন না কেন, গরমে তা গলে যাবে। ত্বক যদি তৈলাক্ত, শুষ্ক বা খসখসে হয়, তাহলে মেকআপের ওপরেও সেই অগোছালো ভাবটা থেকেই যায়। তাই এই গরমে মেকআপ ঠিক রাখতে চাইলে, প্রথমে গুরুত্ব দিতে হবে ত্বক পরিচর্যায়।
সঠিকভাবে ত্বক পরিষ্কার করুন
নিজের ত্বকের ধরন বুঝে বেছে নিন উপযুক্ত ফেসওয়াশ। গরমে জেল বা ফোম ক্লিনজার ব্যবহার করুন, যেগুলো অতিরিক্ত তেল ও ধুলাবালি ত্বক থেকে তুলে দেয়। ভারী ক্রিম-ভিত্তিক ক্লিনজার এড়িয়ে চলুন দিনের বেলায়।
চেষ্টা করুন এমন উপাদানযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে যাতে থাকে।
- টি ট্রি অয়েল
- স্যালিসিলিক অ্যাসিড
- উইচ হ্যাজেল
এগুলো ত্বককে রাখবে পরিষ্কার, ব্রণমুক্ত ও কম তেলতেলে।
হাইড্রেট করুন
গরমে কী হাইড্রেশন দরকার? অবশ্যই! তবে ভারী ক্রিম নয়, ব্যবহার করুন হালকা ও পানিনির্ভর ময়েশ্চারাইজার। এতে ত্বক থাকবে কোমল, কিন্তু তেলতেলে লাগবে না।
বেছে নিন এমন উপাদান যেখানে থাকবে-
- হায়ালুরোনিক অ্যাসিড
- নিয়াসিনামাইড
এর ফলে মেকআপ হবে মসৃণ, কেকি দেখাবে না এবং মুখে থাকবে সমানভাবে।
এসপিএফ বাদ দেবেন না কখনো
দিনের বেলায় ম্যাট ফিনিশ, নন-কমেডোজেনিক সানস্ক্রিন ব্যবহার করুন। এমন জেল বেসড সানস্ক্রিন খুঁজুন, যার এসপিএফ কমপক্ষে ৩০ বা তার বেশি এবং মেকআপের নিচে প্রাইমার হিসেবেও কাজ করতে পারে।
ভালো হয়, যদি এতে থাকে-
- জিঙ্ক অক্সাইড
- টাইটেনিয়াম ডাইঅক্সাইড
যা ত্বকে অতিরিক্ত উজ্জ্বলতা না এনে দেয় চওড়া সুরক্ষা।
ভালো প্রাইমার ব্যবহার করুন
মেকআপ যেন স্কিনে ধরে থাকে, তার জন্য ম্যাটিফাইং প্রাইমার খুবই জরুরি। এটি মেকআপের সঙ্গে ত্বকের সংযোগ উন্নত করে, লাইন ভরে দেয় এবং তেল নিয়ন্ত্রণে রাখে। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে সিলিকন-ভিত্তিক প্রাইমার বেছে নিন। যদি ত্বক শুষ্ক বা কম্বিনেশন হয়, তাহলে হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন।
এখন অনেক প্রাইমারেই স্কিনকেয়ার উপাদান থাকে। যেমন—
- লালচে ভাব কমানো।
- পোর ছোট দেখানো।
- ব্লু লাইট থেকে সুরক্ষা।
আপনার ত্বকের জন্য সঠিক প্রাইমার শুধু মেকআপকে দীর্ঘস্থায়ী করবে না। বরং ধীরে ধীরে ত্বকের গঠনও উন্নত করবে।
গরম আর ঘামে মেকআপ নষ্ট হওয়ার দিন শেষ। এই প্রস্তুতি মেনে চললেই সারাদিন থাকবে ফ্রেশ আর নিখুঁত লুক, ঠিক যেমনটা আপনি চান।