সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আম্পায়ারকে মিথ্যুক বলছেন ম্যাথুস

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

গতকাল দুই ইনিংসের মাঝের বিরতিতেই টাইমড আউট নিয়ে আম্পায়ারদের ব্যাখ্যা জানিয়েছেন চতুর্থ আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক। কিন্তু সে ব্যাখ্যার জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, আম্পায়াররা মিথ্যা বলছেন।

গতকাল শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে মাঠে নেমেও কোনো বল না খেলে ফিরতে হয় ম্যাথুসকে। হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময়মতো ব্যাট করার জন্য প্রস্তুত হতে পারেননি ম্যাথুস। আর এ কারণে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক টাইমড আউট হয়ে যান।

এ ব্যাপারে ইয়ান বিশপের সঙ্গে সাক্ষাৎকারে হোল্ডস্টক প্রথমে টাইমড আউটের নিয়ম ব্যাখ্যা করেছেন। এরপর বলেছেন, ‘আমাদের নিয়ম আছে, যখন কেউ আউট হলে টিভি আম্পায়ার এই দুই মিনিট হিসেব করেন। এরপর সেটা মাঠের আম্পায়ারকে জানান। আজ বিকেলের ঘটনায় দেখা গেছে দুই মিনিটের মধ্যে প্রস্তুত হতে পারেননি ব্যাটসম্যান, স্ট্র্যাপের(হেলমেটের) ঘটনার আগেই দুই মিনিট পেরিয়ে গেছে।’

ইয়ান বিশপ আবার নিশ্চিত হতে চাইলেন হোল্ডস্টক ঠিক বলছেন কি না, ‘হ্যাঁ, এটাই ঠিক। পরবর্তী বলের আগে দুই মিনিট পেরিয়ে গেছে। আইন অনুযায়ী ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ার ইরাসমাসের কাছে বলেন তিনি টাইমড আউটের আপিল করতে চান। স্ট্র্যাপ খুলে যাওয়ার পরই, অধিনায়ক আপিল করেন।’

এরপর আইনটা আরেকটু পরিস্কার করে ব্যাখ্যা করেন হোল্ডস্টক, ‘একজন ব্যাটসম্যান হিসেবে ব্যবহার্য সবকিছু ঠিক আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে- গার্ড নেওয়ার জন্য প্রস্তুত হলেই চলবে না। টেকনিকালি, ১৫ সেকেন্ডের মধ্যেই উইকেটে থাকতে হবে যেন বল খেলার আগে সবকিছু ঠিক আছে কিনা, সেটা যেন দেখে নিতে পারেন।’

ম্যাথুস অবশ্য তা মানতে রাজি নন। টুইটারে কড়া জবাব দিয়েছেন, ‘চতুর্থ আম্পায়ার ভুল করছেন! ভিডিও প্রমাণে দেখাচ্ছে হেলমেটে সমস্যা হওয়ার আগেও ৫ সেকেন্ড সময় ছিল! চতুর্থ আম্পায়ার কি পরিষ্কার ব্যাখ্যা দেবেন? আমি তো হেলমেট ছাড়া বল খেলতে পারি না।’

একটু পর দুটি স্ক্রিনশট দিয়ে নিজের পক্ষে আবার যুক্তি দিয়েছেন ম্যাথুস, ‘এই যে প্রমাণ! ক্যাচ নেওয়ার পর থেকে হেলমেটের স্ট্র্যাপ খুলে আসার মধ্যকার সময়ের ব্যবধান!’

পরে সংবাদ সম্মেলনেও আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ম্যাথুস, ‘আমার ধারণা, ওই সময়ে আম্পায়ারদের আরও বড় ভূমিকা রাখা উচিত ছিল, কারণ তারা অন্তত চেক করে দেখতে পারতেন। আমরা খেলোয়াড়ের নিরাপত্তার ব্যাপারে কথা বলছি। একজন উইকেটকিপারকে তো হেলমেট ছাড়া কিপিং করতে দেওয়া হয় না। তাহলে হেলমেট ছাড়া গার্ড নেব কীভাবে?’

বাংলাদেশি অলরাউন্ডারের নিষ্প্রভ দিনে শুরুর এ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দুবাই ক্যাপিটালস। ধুঁকে ধুঁকে ইনিংসের ১৫.৪ ওভার পর্যন্ত টিকে থাকতে পেরেছে দলটি। সব উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে তুলতে...
আন্তর্জাতিক টি-টোয়েন্টি যখন ৩০০-র দিকে ছুটছে, বাংলাদেশ এখনো পড়ে আছে সেই ১৬০-এর ঘরেই! পরিসংখ্যান তো তা-ই বলছে! আজ দুঃস্বপ্নের মতো শুরুর পর লিটন দাসের ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ফিফটি আর শেষদিকে শামীম...
ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয়...
২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখেছেন ৩৮ বছর বয়সী বাংলাদেশি তারকা। এবার ব্যাটে-বলে দুজায়গাতেই ব্যর্থ হয়েছেন। ১০ বলে ৭ রান করে আউট হওয়ার পর বল হাতেও ছিলেন উইকেটশূন্য। সাকিবের মলিন দিনে সুবিধা...
মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানাতে এ...
গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা বেশিরভাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.