সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কতটা আগুন বুকে ‘তান্ডব’ চালালেন শাকিব?

ফ্ল্যাশব্যাকে উঠে আসে স্বাধীনের জীবনের গল্প। বেকারজীবন, ব্যর্থ প্রেম ও প্রেমিকার আত্মহত্যা এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে অপহরণের পর তাকে নির্মম নির্যাতনের নানা ঘটনা। বলা যেতে পারে, নিজের জীবনের অন্ধকার এক আখ্যান পর্দায় বর্ণনা করে চরিত্রটি। 

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৫০ পিএম

তান্ডব সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়’–নাট্যকার মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের এই সংলাপ জনজীবনে বহুলভাবে চর্চিত। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর ‘তান্ডব’ দেখেও সংলাপটির কথাই যেন মনে পড়ে! বিশেষ করে সুপারস্টার শাকিব খান যখন পর্দায় ‘স্বাধীন’ কিংবা ‘মিখাইল’ রূপে দেখা দেন। চরিত্র দুটির অতীতজুড়ে রয়েছে নানা বাঁকবদল। একসময় দর্শকেরা জানতে পারেন–কে এই স্বাধীন? তার আসল পরিচয় কী? নাকি যে স্বাধীন, সে-ই মিখাইল? শাকিবের চরিত্রে এমন জটিল সমীকরণের দেখা মেলে।

সিনেমাটির শুরু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুখোশ-পরা অস্ত্রধারী একদল ব্যক্তির হামলার মধ্যদিয়ে। মানুষের মুখে মুখে তখন এই খবর। উদ্বেগ-উৎকণ্ঠায় তটস্থ সবাই! জিম্মিদের উদ্ধার করতে তখন রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে আক্রমণকারীদের সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এই পরিস্থিতিতে লাইভ শো-তে ডেকে নেওয়া হয় ধর্মমন্ত্রীসহ কয়েকজনকে। তাদের আলাপ-আলোচনায় ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আড়ালে চাপা পড়ে থাকা সত্য কাহিনি।

ফ্ল্যাশব্যাকে উঠে আসে স্বাধীনের জীবনের গল্প। বেকারজীবন, ব্যর্থ প্রেম ও প্রেমিকার আত্মহত্যা এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে অপহরণের পর তাকে নির্মম নির্যাতনের নানা ঘটনা। বলা যেতে পারে, নিজের জীবনের অন্ধকার এক আখ্যান পর্দায় বর্ণনা করে চরিত্রটি। যেসব ঘটনায় তার বুকে বাসা বেঁধেছে প্রতিশোধের আগুন কিংবা সহজ-সরল স্বাধীন থেকে নৈরাজ্যবাদী একটি গোষ্ঠীর শীর্ষ নেতা বনে যাওয়ার আত্মকাহিনি! জীবনের নানা ঘাত-প্রতিঘাতই স্বাধীনকে অন্য এক মানুষে পরিণত করেছে। সাহস যুগিয়েছে রাষ্ট্রের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে দাঁড়াতে।

সিনেমাটির দৃশ্যে শাকিব-সাবিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা রায়হান রাফী তান্ডব সিনেমার গল্পে নিপুণভাবে তুলে ধরেছেন বাংলাদেশের অতি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কাল্পনিক দৃশ্যপট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ‌‘বলপূর্বক অপহরণ’ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির চিত্র ফুটে ওঠে এ সিনেমায়। এমনকি ‘তান্ডব’‑এর মুখ্য চরিত্রের সংলাপেও সমসাময়িকতার প্রতিফলন ঘটে, যা রায়হান রাফীর সিনেমার মৌলিক স্বর বলেই পরিচিত! কেননা, এর আগেও তাঁর নির্মিত বিভিন্ন সিনেমায় সমসাময়িক অনুষঙ্গের ছাপ দেখা গেছে, তান্ডব-ও তার ব্যতিক্রম নয়।

সিনেমাটিতে শাকিবের অভিনয়-দক্ষতা দর্শকের চোখে পড়ার মতো। কণ্ঠস্বরেও অচেনা এক শাকিবকে দেখা যায়! তান্ডব-এ তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। বড় পর্দায় তাঁর অভিষেক দুর্দান্তই বলা যায়। ‘লিচুর বাগানে’ আইটেম গানে কিছুটা সমালোচনার জায়গা থাকলেও নিশাত-রূপী সাবিলার অভিনয়কে ‘সাবলীল’ ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগ নেই। 

তান্ডব-এ ক্যামিও চরিত্রে সিয়াম ও নিশো। ছবি: সংগৃহীত

অন্যদিকে, এই সিনেমায় দর্শকের উন্মাদনায় মেতে ওঠার মতো বহু রসদ রেখেছেন রাফী। প্রেক্ষাগৃহে সেসব মুহূর্তে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ-ভক্তদের উল্লাসধ্বনি একটা সিনেমাকে যথেষ্ট আনন্দমুখর করে তোলে। এ ছাড়া ক্যামিও চরিত্রে নিশো-সিয়ামকে বেছে নেওয়া বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যেমন যুগান্তকারী এক অধ্যায়, তেমনই তা চমকপ্রদ।

পর্দায় অভিনেত্রী জয়া আহসান রয়েছেন প্রথিতযশা এক সাংবাদিকের ভূমিকায়। অভিনয়ে তিনি বরাবরের মতোই স্বতঃস্ফূর্ত। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, মুকিত জাকারিয়া, গাজী রাকায়েত, এফ এস নাঈম, সুমন আনোয়ার, তারিক আনাম খান, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, সুব্রত প্রমুখ। নির্মাতা চাইলে এই জাঁদরেল অভিনেতাদের ক্ষেত্রে আরও ‌বিস্তৃত পরিসরে অভিনয়ের জায়গা রাখতে পারতেন!

সিনেমাটির শুরু থেকেই সিনেমাটোগ্রাফি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দৃশ্য ব্যতিক্রমভাবে ধারণ করার ক্যারিশমা দেখিয়েছেন চিত্রগ্রাহক শিহাব নুরুন নবী। আবহসংগীতে মনের আরাম দিয়েছেন আরাফাত মহসিন নিধি।

তবে শেষার্ধে এসে কেমন যেন খুব দ্রুত পাল্টাতে শুরু করে প্রেক্ষাপট! যেখানে আরও কিছুটা ডিটেইলিং-এ যেতে পারতেন নির্মাতা। কারণ, শেষ পর্যন্ত ‘স্বাধীন’ কিংবা ‘মিখাইল’র আদর্শগত জায়গায় যে দ্বিচারিতা দর্শকের সামনে আসে, সেখানে আরেকটু ব্যাকগ্রাউন্ড তুলে ধরা প্রয়োজন বলে মনে হয়। হয়তো তান্ডব’র সিক্যুয়েলে তা উঠে আসবে! তবে রাফীকে তান্ডব-এ পাওয়া গেছে ঠিক রাফীর মতো করেই। 

রেটিং: ৪.১০ / ৫.০০

পরিচালক: রায়হান রাফী
চিত্রনাট্য: আদনান আদিব খান ও রায়হান রাফী
অভিনয়শিল্পী: শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, মুকিত জাকারিয়া, গাজী রাকায়েত, এফ এস নাঈম, সুমন আনোয়ার, তারিক আনাম খান, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, সুব্রত প্রমুখ 
ধরন: অ্যাকশন, থ্রিলার, ড্রামা 
ভাষা: বাংলা
মুক্তি: ৭ জুন ২০২৫

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল নির্মাতা কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র ‘অন্যদিন...’। আজ শুক্রবার (১১ জুলাই) থেকে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে রাজধানীর সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে।...
প্রথমবারের মতো বাংলাদেশে মুুক্তি পাচ্ছে নেপালি চলচ্চিত্র। আগামী ১৮ জুলাই জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দেশটির দর্শক সমাদৃত সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সুচনা’। সাফটা...
চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার আদালতে মামলা করার আবেদন করেছেন রাশিদা আক্তার নামের এক নারী।...
১১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’। দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সেও মুক্তি পাচ্ছে...
বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটা দেখে যে কারও মনে হতে পারে, যেন ‘অ্যাটাক ভার্সেস ডিফেন্স’ অনুশীলন চলেছে ম্যাচজুড়ে। ফিটনেসে, গতিতে আর সেসবের চেয়েও বেশি করে দলীয় সমন্বয় আর ব্যক্তিগত স্কিলে বাংলাদেশের...
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিরাজদিখান থানার মোড়াপাড়া এলাকার মদিনা মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় সাহেব...
ঘড়িপ্রেমীদের কাছে ‘প্যাটেক ফিলিপ’ মানেই আভিজাত্য। রাজপরিবার থেকে শুরু করে সংগ্রাহকদের সংগ্রহে থাকা এই সুইস ঘড়ির নাম শুনলেই চোখ চকচক করে ওঠে অনেকের। কিন্তু এই জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে নকলকারীরাও।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.