আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২ জুন) দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম পরিষেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ওটিটি ব্যবহারকারীদের পরিষেবা ব্যয় বাড়ছে। অর্থ উপদেষ্টা বলেন, ‘ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।’
এদিকে, ওটিটি’র ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকে। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন, সেই ব্যাপারে কোন ধারণা, তথ্য হালনাগাদ কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকূলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কনটেন্ট দেখেন, সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন? বিশ্বে বর্ধনশীল যেকোন শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেওয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হল যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেওয়ায়, পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত।’
শুল্ক আরোপের বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে তিনি বলেন, ‘পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে, বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স বসানো। গোটা কাঠামোর সংস্কার না করে বাড়তি ট্যাক্স বসানোর ফলে মাঝেসাঝে যা-ও একটু আমের দেখা পাওয়া যাচ্ছিল, সামনে হয়তো আম, ছালা দুটোই যাবে।’
প্রসঙ্গত, সংসদ না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এটি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।