সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

গ্রীসে ভ্রমণে যাবেন? আগে জানুন সতর্কতা

বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে অন্যতম গ্রীস। তবে এখন একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। ভূমিকম্প, দাবানল আর চরম তাপদাহ। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দাবানলের মৌসুম, তাই সতর্ক থাকা জরুরি।

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

বর্তমানে গ্রীসে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে একটু সাবধান হওয়াই ভালো। দেশটি এখন একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। দাবানল, ভূমিকম্প, চরম তাপদাহ আর হঠাৎ বন্যা। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রীসে এসব প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২ এপ্রিল তাদের ওয়েবসাইটে বলা হয়, ‘গ্রীসে ভূমিকম্প, দাবানল, তীব্র গরম এবং আকস্মিক বন্যার মতো ঘটনা ঘটতে পারে।’

আবহাওয়ার খামখেয়ালিপনা
গত মার্চেই ক্রিট দ্বীপে রেকর্ড করা হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এই সময়ের জন্য একেবারেই অস্বাভাবিক। লিভাদিয়াতেও তাপমাত্রা উঠেছিল ৩১.৪ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

বিমান চলাচলে বিপর্যয়ের শঙ্কা
ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। তবে গ্রীসের বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকট ও সক্ষমতার ঘাটতির কারণে ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার ঝুঁকি রয়েছে।

পর্যটকদের জন্য সতর্কবার্তা
দ্বীপগুলোর অনেক দোকান, রেস্তোরাঁ এমনকি কিছু দর্শনীয় স্থানও আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে যারা এখন ভ্রমণে যাচ্ছেন, তারা অনেক কিছুরই স্বাদ নিতে পারবেন না।

ভূমিকম্পের ঝুঁকি এখনো আছে
সান্তোরিনি ও অ্যামোরগোস দ্বীপের মাঝখানে এজিয়ান সাগর এলাকায় সম্প্রতি বেশ কিছু ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, সান্তোরিনির বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। তবে সতর্কতা এখনও বজায় রাখা হচ্ছে।

কী করণীয়?
ভ্রমণকারীদের ‘১১২ গ্রিস’ অ্যাপ বা এক্সের (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করে সর্বশেষ আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাইলে দেশটির জরুরি বার্তা সেবায় নিবন্ধন করে তাৎক্ষণিক সতর্কতাও পাওয়া যাবে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দাবানলের মৌসুম, তাই সতর্ক থাকা জরুরি।

গ্রীসে এখন ভ্রমণ করা পুরোপুরি নিষেধ না হলেও, এটি ঝুঁকিপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। তাই যারা যেতে চান, তারা যেন সব ধরনের আপডেট সঙ্গে রাখেন, জরুরি পরিকল্পনা তৈরি করেন এবং সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকেন।

তথ্যসূত্র: আউটলুক ট্রাভেলার, টাইমস নাউ

উইম্বলডনের গ্যালারিতে প্রিন্সেস কেট মিডলটনের উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার নজর কাড়লো তাঁর হাতের ঝলমলে আঙটির নতুন স্ট্যাক। শুধু অলঙ্কারের সৌন্দর্য নয়, এই নতুন আঙটির পেছনে রয়েছে এক...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
বিলাসবহুল ব্র্যান্ড প্রাডার ব্যাগ হাতে নেওয়া মানেই ফ্যাশনে একধাপ এগিয়ে থাকা। কিন্তু হুবহু দেখতে নকল ব্যাগ বাজারে ছড়িয়ে পড়ায় আসল-নকল বুঝে নেওয়াটা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রাডা ব্যাগের সূক্ষ্ম...
এবার টাকা ছাড়াই বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে জাপান। বিষয়টা অবাক করা হলেও, সত্যি। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য এমনই সুযোগ নিযে এসেছে জাপান এয়ারলাইন্স। তবে টোকিও নয়, জাপানের নির্জন গ্রামে বা দ্বীপে...
রাজধানীর খিলক্ষেত থানাধীন মোহাম্মাদিয়া গার্মেন্টসের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কীটনাশক পানে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.