সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

অ্যালকোহলযুক্ত ফল খেয়ে ‘পার্টি’ করছে শিম্পাঞ্জিরা!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

সবাই মিলে খাবার ও পানীয় ভাগাভাগি করে আনন্দ উপভোগ কিংবা সামাজিক বন্ধন গড়ে তোলা মানুষের হাজার বছরের সংস্কৃতি। তবে কেবল মানুষই নয়, অন্য অনেক প্রাণীও খাবার ভাগাভাগির মাধ্যমে গড়ে তোলে পারস্পরিক সম্পর্ক। সম্প্রতি এক গবেষণায় ইঙ্গিত মিলেছে, বিনোদনের অংশ হিসেবে একে অন্যের সঙ্গে অ্যালকোহলযুক্ত খাবার ভাগাভাগি করছে শিম্পাঞ্জিরা!

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, পশ্চিম আফ্রিকায় শিম্পাঞ্জিদের ওপর গবেষণা করছেন যুক্তরাজ্যের গবেষকদের একটি দল। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গিনি বিসাউয়ের কান্তানহেজ জাতীয় উদ্যানে শিম্পাঞ্জিদের আবাসস্থলে ক্যামেরা স্থাপন করেন।  ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে রীতিমতো বিস্মিত গবেষকেরা।

মোশন-অ্যাকটিভেটেড ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে দেখা গেছে, ফার্মেন্টেড আফ্রিকান ব্রেডফ্রুট একে অপরের সঙ্গে ভাগাভাগি করছে শিম্পাঞ্জিরা। তাহলে শিম্পাঞ্জিরাও ‘অ্যালকোহল পার্টি’ করে!

পরবর্তীতে এই ফল পরীক্ষার মাধ্যমে জানা গেছে, আয়তন (এবিভি) অনুযায়ী এতে সর্বোচ্চ অ্যালকোহল ছিল দশমিক ৬১ শতাংশ। যা বিয়ার বা অ্যালকোহলযুক্ত পানীয়র মতো বলা যায়। 

ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক কিম্বারলি হকিংস বলেন, ‘শিম্পাঞ্জিরা সাধারণত সবসময় খাবার ভাগাভাগি করে না। তাই ফার্মেন্টেড বা গাঁজন হওয়া অ্যালকোহলযুক্ত ফল নিয়ে তাদের এই আচরণ বিশেষ গুরুত্বপূর্ণ। তবে ব্রেডফ্রুটের অ্যালকোহলের পরিমাণ তুলনামূলক কম। তবে শিম্পাঞ্জিরা প্রতিদিন অনেক পরিমাণে এই ফল খায়। এটা অনেকটা বিয়ার পানের মতো হতে পারে।’

এর আগে ২০১৫ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন হকিংস এবং তাঁর সহকর্মীরা। এই গবেষণায় দেখা যায়, পশ্চিম আফ্রিকার শিম্পাঞ্জিরা খেজুরের রসের তৈরি অ্যালকোহল চুরি করে পান করেছিল। 

সাম্প্রতিক গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীরা জানান, অ্যালকোহলযুক্ত ফল ভাগাভাগির এই আচরণ সব বয়সী ও লিঙ্গের শিম্পাঞ্জিদের মধ্যেই দেখা গেছে। তবে ব্রেডফ্রুটে থাকা সামান্য পরিমাণ অ্যালকোহলের কারণে শিম্পাঞ্জিদের মাতাল হওয়ার সম্ভাবনা খুবই কম।  

ব্রিটেনের ব্লেনহেইম প্যালেসে একটি শিল্প প্রদর্শনীতে আনা হয়েছিল একটি সোনার কমোড। শিল্পকর্ম হিসেবে কমোডটি প্রদর্শনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা চুরি যায়। আর এ চুরিতে সময় লেগেছিল সাড়ে ৫ মিনিটেরও কম...
পরে গাড়িটি বাড়ি আনার পর থেকে তাঁর সন্দেহ বাড়তে থাকে। কারণ গাড়ির পেছনের ডিকি যাকে বলে, সেখানে তিনি পাইন গাছের পাতা ও কয়েকটি প্যাকেট দেখতে পান। যেগুলো তাঁর আগের গাড়িতে ছিল। তবে সুনিপুণভাবে গাড়ির...
কিছুক্ষণ পরই চাকরির পরীক্ষা। অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে একজনের অ্যাডমিট কার্ড ছোঁ মেরে পালাল ইগল! আচমকা এই ঘটনায় মাথায় হাত ওই চাকরি প্রার্থীর।  
বানরটি ফোন নিয়ে একটি বাড়ির উঁচু কার্নিশে গিয়ে বসে আছে। বহু চেষ্টা করেও ফোন ফেরত পাচ্ছিলেন না ওই তরুণ। এরপর আমের জুসের লোভ দেখিয়ে বানরের কাছ থেকে ফোন ফিরে পান তিনি।  
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.