জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল আবারও স্থগিত করা হয়েছে। চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ৩১ জুলাই নির্ধারিত নির্বাচন আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ফেসবুক পেইজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ৩০ এপ্রিল ঘোষিত তফসিল স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির ভিত্তিতে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঁচ সদস্যের স্বাক্ষরিত ওই ঘোষণায় আরও জানানো হয়, জাকসু ও হল সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে। পরে ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষিত হলেও ৩১ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল, যা এবার স্থগিত হলো।