সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইরানে খামেনির জনপ্রিয়তা বেড়েছে: রাষ্ট্রদূত চাভোশি

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:২০ পিএম

মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সফলতার সাথে মোকাবিলা করায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরান সরকারের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রদূত মানসুর চাভোশি। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও যে কোনো হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান।

শুরুর দিকে যুদ্ধ ইরান-ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ১০ দিনের মাথায় এতে জড়িয়ে পড়ে আমেরিকা। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে কাতার-ইরাকের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান।

এর ঠিক কয়েক ঘণ্টার মাথায় যুদ্ধ বিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সাড়া দেয় ইরান-ইসরায়েল। কিন্তু যেই পারমাণবিক অস্ত্রের কথা বলে এই হামলার সূত্রপাত, ইরানের দাবি তারা কখনই এই ধরনের চেষ্টা করেনি। বরং শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছিল।

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন, যত বাধাই আসুক, এই বৈধ অধিকার থেকে তার দেশ কখনই সরে আসবে না।

রাষ্ট্রদূত বলেন, ‘ইরানে কখনো কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির অস্তিত্ব প্রমাণিত হয়নি। সুতরাং আমেরিকা ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর এই আগ্রাসন আন্তর্জাতিক ও আইনি দৃষ্টিকোণ থেকে কোনো বৈধতা বা গ্রহণযোগ্যতা রাখে না। এই আগ্রাসী পদক্ষেপগুলো ইরানের শাসনব্যবস্থার প্রতি জনগণের সংহতি আরও সুদৃঢ় করেছে। আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে চলছে কি-না তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। মানসুর চাভোশি জানান, যদি আবারও ইসরায়েল হামলা চালায় তখন বসে থাকবে না ইরান।

মানসুর চাভোশি বলেন, ‘আমরা কখনই যুদ্ধ শুরু করিনি। ইসরায়েলই প্রথমে আগ্রাসন চালায়। আমরা শুধু আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছি। আমরা আবারও বলছি, ইসরায়েল হামলা বন্ধ করলে আমরা কিছুই করবো না। কিন্তু যদি আমাদের ওপর আবার কেউ আগ্রাসন চালায়, তবে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। পাল্টা হামলা চালাতে ইরান দ্বিধাবোধ করবে না।’

হরমুজ প্রণালি বন্ধে ইরানের সংসদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘পরিস্থিতি বিবেচনায়, দেশের সর্বোচ্চ পর্যায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এ সময় তিনি আশা করেন, এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় সব সময় সোচ্চার থাকবে।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৪ জুন ২০২৫, ১৭:২০
ইরানে খামেনির জনপ্রিয়তা বেড়েছে: রাষ্ট্রদূত চাভোশি
ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন...
লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্র মজুদের ডিপো ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।...
২৪ ঘণ্টা ব্যবধানে দুই দফা বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন।...
সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ভারতের মুম্বাইয়ে হিন্দি সিনেমা ‘মালিক’–এর সংবাদ সম্মেলনে গিয়ে ভাষা নিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন-এর...
রান হবে কীভাবে! টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংই করতে পারল না বাংলাদেশ! ইনিংসে যে সাত ব্যাটসম্যান ক্রিজে নেমেছেন, তাঁদের মধ্যে শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন (২২ বলে ৩৮) আর শেষদিকে শামিম পাটওয়ারিরই (৫ বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.