সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইসরায়েল ইরাক থেকে কিছুই শেখেনি

আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:০৯ এএম

১৩ জুন ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করে তেল আবিব এক চরম ভুলের পথে পা বাড়িয়েছে। এই সিদ্ধান্তে কেউই লাভবান হবে না — এমনকি ইসরায়েল সরকারও নয় — বরং অনেকেই কষ্ট পাবে। ইতোমধ্যে হামলা পাল্টা হামলার ফলে ইরানে অন্তত ৮০ জন (বর্তমানে ২৪০) এবং ইসরায়েলে ১০ (বর্তমানে ২৪ জন) নিহত হয়েছে।

এই ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে, অতীতের ব্যর্থ সামরিক অভিযানের করুণ শিক্ষা ইসরায়েল একেবারে উপেক্ষা করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে ‘প্রত্যাঘাতমূলক’ বলে আখ্যা দিয়েছেন, যার উদ্দেশ্য নাকি তেহরানকে নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এই দাবি তুলে তিনি আবারও সেই কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করলেন, যা একসময় করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যখন তাঁরা তথাকথিত ‘প্রি-এম্পটিভ’ হামলার নামে ইরাক আক্রমণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। ছবি: রয়টার্সইসরায়েলি জেট ও ক্ষেপণাস্ত্র যখন মধ্যপ্রাচ্যের আকাশে উড়ে ইরানি সামরিক স্থাপনা ও নেতাদের লক্ষ্য করে আঘাত হানে, তখন পুরো বিশ্ব আরও অনিরাপদ হয়ে পড়ে। যেমনটা হয়েছিল ২০০৩ সালের যুক্তরাষ্ট্র-ব্রিটেনের ইরাক আক্রমণের সময়, যা গোটা অঞ্চলে আরও অস্থিরতা ডেকে এনেছিল।

নেতানিয়াহুর দাবি অনুযায়ী, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করা। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই হামলাগুলোর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব না — এমনটি নিজেও জানেন নেতানিয়াহু।

কারণ, নাতাঞ্জ স্থাপনাটি ভূগর্ভে এত গভীরে অবস্থিত, যা কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-ধ্বংসকারী বোমার মাধ্যমেই ধ্বংস করা সম্ভব। কিন্তু ইসরায়েলের কাছে ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর (এমওপি) বা ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) নেই, যেগুলো কেবল যুক্তরাষ্ট্র উৎপাদন করে।

এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও এই প্রশাসন ইসরায়েলের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিল এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ থেকেও ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করেছে।

ইরানের তেল ডিপোতে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্সএই হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া ছিল দ্বিধাযুক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রথমে এই হামলাকে ইসরায়েলের একতরফা উদ্যোগ বলে উল্লেখ করে। পরে ট্রাম্প দাবি করেন, তিনি পুরো বিষয়টি সম্পর্কে জানতেন। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় কতটা জড়িত ছিল — তা এখনো স্পষ্ট নয়।

এই হামলা সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তির আলোচনাকে থামিয়ে দিয়েছে, যা স্বল্পমেয়াদে নেতানিয়াহুর জন্য একটি কূটনৈতিক জয় হলেও, দীর্ঘমেয়াদে বড় ধ্বংস ডেকে আনতে পারে।

কিন্তু ইরানের বিরুদ্ধে আরও পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ফেলার ওপর নির্ভরশীল বলে মনে হচ্ছে। কিন্তু এটা এক বিশাল জুয়ার মতো, কারণ ট্রাম্পের অনেক উপদেষ্টাই মার্কিন হস্তক্ষেপবিরোধী। ট্রাম্প নিজেও আমেরিকার বিদেশি যুদ্ধ থেকে সরে আসাকে নিজের নীতির অংশ হিসেবে তুলে ধরেছেন।

এদিকে, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপে তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক জটিল হয়ে উঠছে — বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায়।

যদি ইসরায়েল যুদ্ধে এগিয়ে থাকে, তবে ট্রাম্প সেটিকে নিজের সাফল্য হিসেবে দাবি করবেন। কিন্তু যদি নেতানিয়াহু আমেরিকাকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে টেনে নিতে থাকেন, তাহলে ট্রাম্পের সঙ্গে তার সংঘাত অনিবার্য।

বর্তমান পরিস্থিতিতে, যদি ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, তাহলে ইরানে কৌশলগত কোনও সাফল্য অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে।

নেতানিয়াহুর আরেক ঘোষিত লক্ষ্য — ইরানি সরকারকে উৎখাত করা — তাও বাস্তবসম্মত নয়। হামলায় বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হলেও, তেহরানের জনগণ বরং ইসরায়েলের একতরফা আগ্রাসনে ক্ষুব্ধ হবে এবং নিজেদের সরকারের বিরুদ্ধাচরণ নয়, বরং আরও ঐক্যবদ্ধ হতে পারে।

ইরানি সরকার বরাবরই বলছে, পারমাণবিক অস্ত্র তাদের জন্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। এবার তা আরও গ্রহণযোগ্য মনে হবে অনেক দেশবাসীর কাছেই।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: রয়টার্সযেসব অঞ্চলে ইরানের প্রভাব কমে যাচ্ছিল, সেখানে নেতানিয়াহুর এই আগ্রাসন তেহরানপন্থী জোটগুলোর পুনর্জাগরণ ঘটাতে পারে।

তাহলে প্রশ্ন হলো,  যদি ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতেও সক্ষম হয়, তাও কি তা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে? ইতিহাস বলছে না। ইরাকের সাদ্দাম হোসেন পতনের পরই দেখা যায় কীভাবে অরাজকতা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আইএসআইএস-এর মতো চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে।

ইরানে একটি অনুগত সরকার গঠন বা স্থানান্তর ঘটানোও ইসরায়েলের পক্ষে সম্ভব নয়, কারণ দুই দেশের মধ্যে সীমান্ত নেই। মার্কিন সমর্থন ছাড়াও এটি কল্পনাতীত।

সারসংক্ষেপে, নেতানিয়াহুর এই হামলা ইসরায়েলের জন্য হয়তো স্বল্পমেয়াদে কিছু কৌশলগত সুবিধা আনবে — যেমন ইরানের পারমাণবিক কর্মসূচিকে সাময়িক বিলম্বিত করা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছেদ টানা। তবে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে একটি কৌশলগত বিপর্যয় ডেকে আনতে পারে।

লেখক: ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো

(লেখাটি আল জাজিরায় প্রকাশিত এবং ইংরেজি থেকে অনুদিত।)

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইরানের ওপর আকস্মিক হামলার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের হাই কমান্ড যে ‘পূর্ণ বিজয়’ দাবি করেছিল, তা একটি কৌশলগত পরাজয়ের মতো দেখতে ১২ দিন লেগেছে। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার পর আন্তর্জাতিক যেসব রাজনীতিক এর বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের অন্যতম কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। নিজে দুরাযোগ্য ক্যানসারে অসুস্থ থাকার পরেও ইসরায়েল ও আমেরিকার...
কীভাবে ইসরায়েল গত ১৩ জুনের আকস্মিক হামলার প্রথম প্রহরে ইরানি ভূখণ্ডের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছিল? এটাকে রুশ সামরিক ভাষ্যকারেরা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে...
ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধকে সমর্থন করা হবে একটি ভয়াবহ ভুল। যুদ্ধে না গিয়ে, ট্রাম্পের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে নেতানিয়াহুকে সংযত করা এবং জরুরিভাবে একটি কূটনৈতিক সমাধানের...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.