প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন বাতিল হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, ‘যদি ঘূর্ণিঝড় বড় আকারে আঘাত হানে, ক্ষয়ক্ষতি বেশি হয়, তাহলে সেখানে বাস্তবতার আলোকে নির্বাচন পেছানো হতে পারে। এটা মূলত ঘূর্ণিঝড়ের মাত্রা ও ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সাথে বিভাগীয় কমিশনারদের সাথে যোগাযোগ রাখছি।’
বুধবার তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন হবে।
ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। রিমালের প্রভাবে কয়েকটি জেলার উপকূলীয় এলাকায় ৮ থেকে-১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।