ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ ঘণ্টা সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ রোববার বেলা ১২টা থেকে ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কলকাতায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কলকাতা বন্দর রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা কার্গো ও কনটেইনার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশের উপকূল ছাড়াও রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের কিছু অংশে ক্ষয়ক্ষতি হতে পারে বলে ভারতের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে রেড অ্যালার্ট।
এদিকে, ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে এবং মধ্যরাতে বাংলাদেশ পার হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। সচিবালয়ে আন্তঃমন্ত্রণলায় সভা শেষে দুপুরে তিনি এক ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আট থেকে নয় হাজার নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। সকাল পর্যন্ত উপকূলের ৫০ শতাংশ মানুষ এসব কেন্দ্রে অবস্থান নিয়েছে। দ্রুত অন্যদেরও কেন্দ্রগুলোয় অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, উপকূল এলাকায় গতিবেগ ১২০ কিলোমিটার থাকবে। উপকূলীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সারা দেশে। এই বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।